এথনিক পোশাকে মজেছেন নিশা! লকডাউনের পর ট্রাই করতে পারেন আপনিও
নিশার সাদা পোশাকের মহিমায় তাঁকে আকর্ষণীয় লেগেছে বহুবার। শ্বেতবসনে বড়ই শুভ্র দেখায় নিশাকে।
সম্প্রতি মুম্বই টেলিভিশনের জনপ্রিয় মুখ নিশা রাওয়াল খবরের শিরোনামে রয়েছেন। স্বামী করণ মেহরার তাঁর উপর অত্যাচারের কথা এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে বেশ। তবে তাঁর ফ্যাশন নিয়ে কথা বললে সেখানে অবশ্যই জায়গা করে নেবে, এথনিক পোশাক। নিশা রাওয়ালের এথনিক ফ্যাশন সবসময়েই নজর কাড়ে।
এথনিক পোশাকের সঙ্গে অক্সিডাইসডের গয়না পরে ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করেন নিশা। সে ছাপ দেখা যায় তাঁর প্রতিটি লুকেই। তবে গলার চিক সঙ্গে থাকলে বেশ মানায় তাঁকে।
আনারকলি ড্রেস হোক বা বোহো কাফতান। এথনিক পোশাকে নিশাকে প্রাণোজ্জ্বল লাগে ঠিক একই ভাবে। সামান্য কুর্তা ড্রেস পরে ইনস্টাগ্রামে ছবিও ঝড় তোলে অভিনেত্রীর। কাশ্মিরী কুর্তা এবং ঝুমকো দুলেও অপরূপ সুন্দরী লাগে নিশাকে।
নিশার সাদা পোশাকের মহিমায় তাঁকে আকর্ষণীয় লেগেছে বহুবার। শ্বেতবসনে বড়ই শুভ্র দেখায় নিশাকে। ক্লাসিক আনারকলি হোক বা কটন কুর্তা, এথনিক ফ্যাশন নিয়ে ভাবতে হলে আপনাকে অবশ্যই নিশা রাওয়ালের ফ্যাশন আইডিয়া ঘেঁটে দেখতে হবে অন্তত একবার।