Howrah: দুরন্ত থেকে নেমে প্ল্যাটফর্মে ঘুরছিলেন, ব্যাগের চেন খুলতেই হাওয়ায় উড়ল লক্ষ লক্ষ টাকা!
Howrah: বিনয়ের তল্লাশি চালায় জিআরপি। তাঁর কাছ থেকে ১৭ লক্ষ ৯৪ হাজার টাকা উদ্ধার হয়। জিআরপি সূত্রে জানা গিয়েছে, পাটনা-শালিমার দুরন্ত এক্সপ্রেসের একটি টিকিট পাওয়া গিয়েছে বিনয়ের কাছ থেকে।
হাওড়া: হাওড়া শালিমার স্টেশন থেকে প্রায় ১৮ লক্ষ টাকা-সহ এক ব্যক্তিকে আটক করল শালিমার জিআরপি। পাটনা-শালিমার দুরন্ত এক্সপ্রেস থেকে রবিবার সকালে হাওড়া শালিমার স্টেশনে এসে পৌঁছন বিনয় কুমার নামে এক ব্যক্তি। জানা গিয়েছে তিনি হাওড়া পি কে ব্যানার্জি রোডের বাসিন্দা।
গোপন সূত্রে খবর পেয়ে, বিনয়ের তল্লাশি চালায় জিআরপি। তাঁর কাছ থেকে ১৭ লক্ষ ৯৪ হাজার টাকা উদ্ধার হয়। জিআরপি সূত্রে জানা গিয়েছে, পাটনা-শালিমার দুরন্ত এক্সপ্রেসের একটি টিকিট পাওয়া গিয়েছে বিনয়ের কাছ থেকে। সকালে শালিমার স্টেশনের ৩নম্বর প্লাটফর্মে বিনয় ইতঃস্তত ঘুরে বেরাচ্ছিলেন। তা দেখে সন্দেহ হয় জিআরপি আধিকারিকদের। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। কথায় অসঙ্গতি থাকায় তাঁর সঙ্গে থাকা ব্যাগ খুলে সার্চ করেন। সেই ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়।
টাকার পরিমাণ ১৭ লক্ষ ৯৪ হাজার টাকা । বিনয় কুমারকে জিআরপি আধিকারিকরা এত পরিমাণ নগদ টাকার সূত্র বা বৈধ কাগজপত্র দেখাতে বলা হলে, তিনি কোনওরকম কাগজপত্র দেখাতে পারেননি। তাকে আটক করে সালিমার জিআরপি। ধৃত বিনয় কুমারকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। কোথায় থেকে এত পরিমাণ নগদ টাকা নিয়ে তিনি নিয়ে আসছিলেন বা কোথায় যাচ্ছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।