Ram Navami: রাম নবমীর শোভাযাত্রায় অংশ নিচ্ছেন মুসলিমরাও, ‘স্বাগত’ জানাল বিশ্ব হিন্দু পরিষদ
Ram Navami: বৃহস্পতিবার সামগ্রিক রূপরেখা তৈরি করতে বৈঠকও ডাকা হয়েছে বলে জানা যাচ্ছেন আটকোশী মুসলিম কমিটির সম্পাদক। তিনি বলছেন, “ওই বৈঠকেই আমরা ঠিক করব চূড়ান্ত প্রস্তুতি কেমন হবে। মিছিলে আমাদের তরফ থেকে জল, সরবত কী কী দেওয়া হবে সব ঠিক হবে।”

মালদহ: মোথাবাড়ির অশান্তির পরে সম্প্রীতির বার্তা দিতে অনন্য নজির মুসলিম সম্প্রদায়ের। রাম নবমীর শোভাযাত্রায় অংশ নিচ্ছেন মুসলিমরাও। একইসঙ্গে মিছিলে অংশগ্রহণকারীদের জন্য করছেন জল সরবতের ব্যবস্থা। করাবেন মিষ্টি মুখ। আটকোশী মুসলিম কমিটির তরফ থেকে এ আসতেই তা নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা। আটকোশী মুসলিম কমিটির সম্পাদক আসিফ হোসেন বলছেন, “আমাদের মালদহের মাটি সম্প্রীতির মাটি। এখানে কোনও সাম্প্রদায়িক শক্তি দানা বাঁধতে পারবে না। এ বিষয়ে আমরা নিশ্চিত। আমাদের কমিটির তরফে প্রতি বছরই রাম নবমীর মিছিলে অংশগ্রহণ করা হয়। মিছিলরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা হয়। এ বছরও আমরা করব।”
বৃহস্পতিবার সামগ্রিক রূপরেখা তৈরি করতে বৈঠকও ডাকা হয়েছে বলে জানা যাচ্ছেন আটকোশী মুসলিম কমিটির সম্পাদক। তিনি বলছেন, “ওই বৈঠকেই আমরা ঠিক করব চূড়ান্ত প্রস্তুতি কেমন হবে। মিছিলে আমাদের তরফ থেকে জল, সরবত কী কী দেওয়া হবে সব ঠিক হবে। মিছিলে আমাদের তরফে পুষ্প বৃষ্টিরও পরিকল্পনা রয়েছে। মিষ্টি মুখ করানো যায় কিনা সেই চেষ্টাও থাকছে।”
অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদের তরফেও সাফ জানানো হয়েছে, মুসলিমরাও এই শোভাযাত্রায় সাদরে অংশ নিতে পারে। বিশ্ব হিন্দু পরিষদের মালদহ শাখার সম্পাদক তাপস সুকুল বলছেন, “রাম কী কারও একার! সব লোকই আসতে পারে।” রাম নবমী উদযাপন কমিটির সম্পাদক কাজল গোস্বামী বলছেন, “আমরা সব নিয়ম মেনেই মিছিল করছি। আমাদের জেলায় মোথাবাড়ির ঘটনাকে কেন্দ্র করে বিক্ষিপ্ত, বিছিন্ন উত্তেজনা তৈরির চেষ্টা করছে তাঁদের কোনও প্রভাব আমাদের উপর পড়েনি। পড়বেও না। আমাদের প্রতি সকল ধর্মের সকল বর্ণের মানুষের সমর্থন থাকে। এবারও থাকবে।”





