লকডাউনে চলছে বাড়িতেই? কমফোর্টেবল জুতো দিয়ে হোক আপনার ফ্যাশন

aryama das |

May 01, 2021 | 9:47 PM

ওয়ার্ক-ফ্রম-হোমে বাড়িতে কী কী জুতো পরতে পারেন?

লকডাউনে চলছে বাড়িতেই?  কমফোর্টেবল জুতো দিয়ে হোক আপনার ফ্যাশন

Follow Us

ওয়ার্ক-ফ্রম-হোম মানে তো বাড়িতেই অফিসকে টেনে আনা। বাড়ির কমফর্টেবল বিছানা, বালিশ, কাজের জায়গা যদি গোছাতে পারেন তবে নিজেকে গোছাবেন না কেন? অফিস এখন বাড়িতেই নিজেকে ফ্রেস পোশাকের সঙ্গে উপহার দিন কমফর্টেবল জুতো। এইবার বাড়িতে কী কী জুতো পরতে পারেন?

১) ক্যাজুয়াল স্লিপার্স

সারাবছরই বাড়িতে ক্যাজুয়াল স্লিপার্স আপনাকে কমফর্ট দেয়। তবে সিম্পল মানেই সবসময় বোরিং হবে যে, তা কিন্তু নয়। বিভিন্ন উজ্জ্বল রঙের স্লিপার্স আপনাকে ঠিক যেভাবে আরাম দেবে ঠিক তেমনই দেখাবেও ভাল।

২) স্লিপ-অন

বাঁচুন আরামে, কাজ করুন আরামে- এটাই তো বাঁচার আসল মন্ত্র… আপনার যদি মোজায় অ্যালার্জি থাকে, তবে স্লিপ-অন হল আপনার একমাত্র উপায়। স্লিপ-অন দু-পায়ে দুরকম পড়লেও খারাপ দেখাবে না আপনাকে।

৩) ব্যালেরিনা

ব্যালেরিনা জুতো আপনার সোমবারের মিটিং-এর জন্য একদম সঠিক চয়েস। বাড়িতে মিটিং-এ সেজেগুজে যেতে হয় না তো কী হয়েছে? ব্যালেরিনা জুতো আপনাকে সপ্তাহ শুরুর মোটিভেশন দিতে পারে বাড়িতেও।

৪) স্নিকার

আপনার ডেডলাইন এগিয়ে এসেছে। কাজ শেষ করতে হবে খুব কম সময়েই। খুব স্ট্রেসে আছেন। কমফর্টেবল স্নিকার কিন্তু আপনাকে আলাদা আরাম দেবে। নরম, আরামদায়ক স্নিকার পড়ে অফিস করুন। মন বসার সঙ্গে সঙ্গে কাজ হবে খুব তাড়াতাড়ি।

৫) ফ্ল্যাটফর্ম

বিভিন্ন উজ্জ্বল রঙের ফ্ল্যাটফর্ম জুতো পরে, এথনিক সাজে মাঝেমাঝে অফিসের মিটিং-এ যান। অন্যরকম লাগবে, সঙ্গে সঙ্গে নজর কাড়বেন আপনি সকলের।

Next Article