সেভিংস অ্যাকাউন্টের নিয়মে বড়সড় বদল! খেয়াল রাখুন, না হলে টাকা কাটবে পোস্ট অফিস

সুমন মহাপাত্র |

Dec 06, 2020 | 8:26 PM

একথা নিজেদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে পোস্ট অফিস।

সেভিংস অ্যাকাউন্টের নিয়মে বড়সড় বদল! খেয়াল রাখুন, না হলে টাকা কাটবে পোস্ট অফিস
ফাইল চিত্র

Follow Us

পোস্ট অফিস: এবার পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের (Savings account of post office) নিয়মে বড়সড় বদল আসতে চলেছে। যদি অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না থাকে, তাহলে কেটে যাবে ভাল অঙ্কের টাকা। ইতিমধ্যেই একথা নিজেদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে পোস্ট অফিস।

ওয়েব সাইটে পোস্ট অফিস জানিয়েছে, প্রত্যেক গ্রাহককেই এবার থেকে ন্যূনতম টাকা জমা রাখতে হবে অ্যাকাউন্টে। যদি কেউ অ্যাকাউন্টে ন্যূনতম ৫০০ টাকা  জমা না রাখেন, তাহলে তাঁর অ্যাকাউন্ট থেকে ‘মেইনটেন্যান্স চার্জ’ হিসাবে কেটে যাবে ১০০ টাকা। ডিসেম্বরের ১১ তারিখ থেকে জারি হচ্ছে এই নতুন নিয়ম।

এক নজরে দেখে নেওয়া যাক পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের কয়েকটি বিশেষ দিক…

আরও পড়ুন: ফর্ম ১৬ ছাড়া কীভাবে জমা দেবেন আয়কর?

১. পোস্ট অফিসে যে কোনও প্রাপ্তবয়স্ক নাগরিক অ্যাকাউন্ট খুলতে পারেন। এছাড়া অপ্রাপ্তবয়স্কর হয়ে তার অভিভাবকও অ্যাকাউন্ট খুলতে পারেন।

২. যে কোনও ব্যক্তি শুধুমাত্র একটিই ‘সিঙ্গল অ্যাকাউন্ট’ খুলতে পারেন। এছাড়া জয়েন্ট অ্যাকাউন্ট খোলা সম্ভব।

৩. অ্যাকাউন্ট খোলার সময় নমিনি রাখা বাধ্যতামূলক।

৪. ন্যূনতম ৫০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়।

৫. এখন পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে ৪ শতাংশ সুদ দেয়।

৬. প্রত্যেক অর্থবর্ষের শেষে অ্যাকাউন্টে সুদ ঢোকে।

৭. অ্যাকাউন্ট থেকে ন্যূনতম ৫০ টাকা তোলা যায়।

Next Article