Smart Home Devices: পাঁচ হাজারের কম দামের ১৫টি ইলেকট্রনিক্স ডিভাইস, বাড়িকে বানাবে ঝাঁ-চকচকে স্মার্ট হোম

এই ১৫টি স্মার্ট গোম ডিভাইসের প্রত্যেকটিরই দাম ৫০০০ টাকার কম। আর এগুলো আপনার বাড়িতে থাকলে তা হয়ে উঠবে একদম স্মার্ট হোম। দেখে নেওয়া যাক তালিকায় কী কী রয়েছে।

| Edited By: | Updated on: Dec 09, 2021 | 2:42 PM
সিসকা স্মার্ট প্লাগ কেনা যাবে অ্যামাজন থেকে। আসল দাম ৪১৯০ টাকা। অ্যামাজনে পাওয়া যাবে ১৬৯৯ টাকায়। অ্যামাজন অ্যালেক্সা এবং গুগল অ্যাসিসট্যান্ট, দুটো ভয়েস অ্যাসিসট্যান্ট ফিচারই রয়েছে এই ডিভাইসে।

সিসকা স্মার্ট প্লাগ কেনা যাবে অ্যামাজন থেকে। আসল দাম ৪১৯০ টাকা। অ্যামাজনে পাওয়া যাবে ১৬৯৯ টাকায়। অ্যামাজন অ্যালেক্সা এবং গুগল অ্যাসিসট্যান্ট, দুটো ভয়েস অ্যাসিসট্যান্ট ফিচারই রয়েছে এই ডিভাইসে।

1 / 15
অ্যামাজন থেকে কেনা যাবে অ্যামাজন স্মার্ট প্লাস। এর আসল দাম ১৯৯৯ টাকা। ওই দামেই পাওয়া যাচ্ছে অ্যামাজনেও। অ্যালেক্সা এবং ওয়াই-ফাই দুটো সাপোর্টই রয়েছে এই ডিভাইসে।

অ্যামাজন থেকে কেনা যাবে অ্যামাজন স্মার্ট প্লাস। এর আসল দাম ১৯৯৯ টাকা। ওই দামেই পাওয়া যাচ্ছে অ্যামাজনেও। অ্যালেক্সা এবং ওয়াই-ফাই দুটো সাপোর্টই রয়েছে এই ডিভাইসে।

2 / 15
রিয়েলমি স্মার্ট প্লাগের দাম আসল দাম ৭৯৯ টাকা। তবে কেনা যাবে ৫৯৯ টাকায়। ওয়াই-ফাই সাপোর্ট রয়েছে এই ডিভাইসে। সেই সঙ্গে রয়েছে গুগল অ্যাসিসট্যান্ট এবং অ্যালেক্সার সাপোর্ট।

রিয়েলমি স্মার্ট প্লাগের দাম আসল দাম ৭৯৯ টাকা। তবে কেনা যাবে ৫৯৯ টাকায়। ওয়াই-ফাই সাপোর্ট রয়েছে এই ডিভাইসে। সেই সঙ্গে রয়েছে গুগল অ্যাসিসট্যান্ট এবং অ্যালেক্সার সাপোর্ট।

3 / 15
অ্যামাজন থেকে কেনা যাবে এই ডিভাইস। আসল দাম ৩৯৯৯ টাকা। অ্যামাজনে পাওয়া যাবে ২২৯০ টাকায়। গুগল হোম এবং অ্যালেক্সা সাপোর্ট রয়েছে এখানে।

অ্যামাজন থেকে কেনা যাবে এই ডিভাইস। আসল দাম ৩৯৯৯ টাকা। অ্যামাজনে পাওয়া যাবে ২২৯০ টাকায়। গুগল হোম এবং অ্যালেক্সা সাপোর্ট রয়েছে এখানে।

4 / 15
অ্যামাজন থেকে ৭৯৯ টাকায় কেনা যাবে এই স্মার্ট বাল্ব। তবে এমআই- এর এই স্মার্ট বাল্বের আসল দাম ৯৯৯ টাকা। এমআই হোম অ্যাপ, গুগল অ্যাসিসট্যান্ট এবং অ্যালেক্সার সাপোর্ট রয়েছে এই স্মার্ট বাল্বে।

অ্যামাজন থেকে ৭৯৯ টাকায় কেনা যাবে এই স্মার্ট বাল্ব। তবে এমআই- এর এই স্মার্ট বাল্বের আসল দাম ৯৯৯ টাকা। এমআই হোম অ্যাপ, গুগল অ্যাসিসট্যান্ট এবং অ্যালেক্সার সাপোর্ট রয়েছে এই স্মার্ট বাল্বে।

5 / 15
অ্যামাজনের পাওয়া যাবে এই স্মার্ট এলইডি লাইটের কিট। আসল দাম ৪৯৯০ টাকা। তবে অ্যামাজনে পাওয়া যাচ্ছে ২১৯৯ টাকায়। এখানে রয়েছে গুগল অ্যাসিসট্যান্ট এবং অ্যামাজন অ্যালেক্সা ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট।

অ্যামাজনের পাওয়া যাবে এই স্মার্ট এলইডি লাইটের কিট। আসল দাম ৪৯৯০ টাকা। তবে অ্যামাজনে পাওয়া যাচ্ছে ২১৯৯ টাকায়। এখানে রয়েছে গুগল অ্যাসিসট্যান্ট এবং অ্যামাজন অ্যালেক্সা ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট।

6 / 15
রিয়েলমির এই নাইট লাইট পাওয়া যাচ্ছে ৫৯৯ টাকায়। এই লাইট তার আশপাশে হিউম্যান মোশন অনুভব করতে পারে। চোখের জন্য আরামদায়ক রিয়েলমির এই নাইট লাইট।

রিয়েলমির এই নাইট লাইট পাওয়া যাচ্ছে ৫৯৯ টাকায়। এই লাইট তার আশপাশে হিউম্যান মোশন অনুভব করতে পারে। চোখের জন্য আরামদায়ক রিয়েলমির এই নাইট লাইট।

7 / 15
অ্যামাজন থেকে কেনা যাবে এমআই- এর এই স্মার্ট বেডসাইড ল্যাম্প। আসম দাম ২৯৯৯ টাকা। তবে অ্যামাজনে পাওয়া যাচ্ছে ২৮৯৯ টাকায়। অ্যামাজন অ্যালেক্সা এবং গুগল অ্যাসিসট্যান্টের সাপোর্ট রয়েছে এমআই- এর এই স্মার্ট বেডসাইড ল্যাম্পে।

অ্যামাজন থেকে কেনা যাবে এমআই- এর এই স্মার্ট বেডসাইড ল্যাম্প। আসম দাম ২৯৯৯ টাকা। তবে অ্যামাজনে পাওয়া যাচ্ছে ২৮৯৯ টাকায়। অ্যামাজন অ্যালেক্সা এবং গুগল অ্যাসিসট্যান্টের সাপোর্ট রয়েছে এমআই- এর এই স্মার্ট বেডসাইড ল্যাম্পে।

8 / 15
অ্যামাজন থেকে কেনা যাবে এই ডিভাইস। আসল ৩৯৯৯ টাকা। তবে অ্যামাজন থেকে কেনা যাবে ২২৯০ টাকায়। গুগল হোম এবং অ্যামাজন অ্যালেক্সার সাপোর্ট রয়েছে এই স্মার্ট টিভাইসে।

অ্যামাজন থেকে কেনা যাবে এই ডিভাইস। আসল ৩৯৯৯ টাকা। তবে অ্যামাজন থেকে কেনা যাবে ২২৯০ টাকায়। গুগল হোম এবং অ্যামাজন অ্যালেক্সার সাপোর্ট রয়েছে এই স্মার্ট টিভাইসে।

9 / 15
অ্যামাজন থেকে ১২৯৯ টাকায় কেনা যাবে এই স্মার্ট হোম ডিভাইস। এর আসল দাম ১৪৯৯ টাকা। অটো অন, অটো অফ এবং স্পিড কন্ট্রোল মোড রয়েছে এই ডিভাইসে। এছাড়াও রয়েছে অ্যামাজন অ্যালেক্সা এবং গুগল অ্যাসিসট্যান্ট সাপোর্ট।

অ্যামাজন থেকে ১২৯৯ টাকায় কেনা যাবে এই স্মার্ট হোম ডিভাইস। এর আসল দাম ১৪৯৯ টাকা। অটো অন, অটো অফ এবং স্পিড কন্ট্রোল মোড রয়েছে এই ডিভাইসে। এছাড়াও রয়েছে অ্যামাজন অ্যালেক্সা এবং গুগল অ্যাসিসট্যান্ট সাপোর্ট।

10 / 15
এই স্মার্ট সিকিউরিটি ক্যামেরার আসল দাম ৩৯৯৯ টাকা। তবে অ্যামাজন থেকে কেনা যাবে ২৮৯৯ টাকায়। এই ক্যামেরায় রেকর্ড হবে 1080p ভিডিয়ো। রয়েছে থ্রিডি নয়েজ ক্যানসেলেশন ফিচার। ৫০ ডিগ্রি থেকে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস, সবেতেই কাজ করতে সক্ষম রিয়েলমির এই স্মার্ট সিকিউরিটি ক্যামেরা। অ্যানড্রয়েড ৫.০ এবং আইওএস ৯.০ বা তার থেকে হাই রেঞ্জের ডিভাইসের সঙ্গে সহজেই সংযুক্ত হবে এই স্মার্ট সিকিউরিটি ক্যামেরা।

এই স্মার্ট সিকিউরিটি ক্যামেরার আসল দাম ৩৯৯৯ টাকা। তবে অ্যামাজন থেকে কেনা যাবে ২৮৯৯ টাকায়। এই ক্যামেরায় রেকর্ড হবে 1080p ভিডিয়ো। রয়েছে থ্রিডি নয়েজ ক্যানসেলেশন ফিচার। ৫০ ডিগ্রি থেকে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস, সবেতেই কাজ করতে সক্ষম রিয়েলমির এই স্মার্ট সিকিউরিটি ক্যামেরা। অ্যানড্রয়েড ৫.০ এবং আইওএস ৯.০ বা তার থেকে হাই রেঞ্জের ডিভাইসের সঙ্গে সহজেই সংযুক্ত হবে এই স্মার্ট সিকিউরিটি ক্যামেরা।

11 / 15
অ্যামাজন থেকেই কেনা যাবে এই স্মার্ট ডোরবেল। আসল দাম ১৩,০০০ টাকা। তবে অ্যামাজনে পাওয়া যাচ্ছে ৪৯৯৯ টাকায়। two-way audio, নয়েজ ক্যানসেলেশন মাইক্রোফোন এবং ৩২ জিবির মাইক্রো এসডি কার্ডের স্লট রয়েছে এই স্মার্ট ডোরবেলে।

অ্যামাজন থেকেই কেনা যাবে এই স্মার্ট ডোরবেল। আসল দাম ১৩,০০০ টাকা। তবে অ্যামাজনে পাওয়া যাচ্ছে ৪৯৯৯ টাকায়। two-way audio, নয়েজ ক্যানসেলেশন মাইক্রোফোন এবং ৩২ জিবির মাইক্রো এসডি কার্ডের স্লট রয়েছে এই স্মার্ট ডোরবেলে।

12 / 15
আসল দাম ১৯৯৯ টাকা। তবে রিয়েলমির এই স্মার্ট ডিভাইস পাওয়া যাচ্ছে ১৪৯৯ টাকায়। ৫০ গ্রাম থেকে ৩৫০ জেকি সব ওজনই দেখা যাবে এই ডিভাইসে। রয়েছে এলইডি ডিসপ্লে এবং রিয়েলমি লিঙ্ক অ্যাপের সাপোর্ট। রিয়েল টাইম হার্ট রেট, বডি ফ্যাট পার্সেন্টেজ- সহ ১৬ ধরনের হেলথ ম্যানেজমেন্ট ফিচার রয়েছে রিয়েলমি স্মার্ট স্কেল ডিভাইসে।

আসল দাম ১৯৯৯ টাকা। তবে রিয়েলমির এই স্মার্ট ডিভাইস পাওয়া যাচ্ছে ১৪৯৯ টাকায়। ৫০ গ্রাম থেকে ৩৫০ জেকি সব ওজনই দেখা যাবে এই ডিভাইসে। রয়েছে এলইডি ডিসপ্লে এবং রিয়েলমি লিঙ্ক অ্যাপের সাপোর্ট। রিয়েল টাইম হার্ট রেট, বডি ফ্যাট পার্সেন্টেজ- সহ ১৬ ধরনের হেলথ ম্যানেজমেন্ট ফিচার রয়েছে রিয়েলমি স্মার্ট স্কেল ডিভাইসে।

13 / 15
অ্যামাজন থেকে ১৩৯৯ টাকায় এই স্মার্ট হোম ডিভাইস কেনা যাবে। এর আসল দাম ১৯৯৯ টাকা। এক গ্রাম থেকে ৫ কেজি পর্যন্ত সমস্ত ওজন দেখাবে এই মেশিন। সেই সঙ্গে কোন ধরনের খাবার ওজন করা হচ্ছে তার ব্যাপারে তথ্যও দেবে।

অ্যামাজন থেকে ১৩৯৯ টাকায় এই স্মার্ট হোম ডিভাইস কেনা যাবে। এর আসল দাম ১৯৯৯ টাকা। এক গ্রাম থেকে ৫ কেজি পর্যন্ত সমস্ত ওজন দেখাবে এই মেশিন। সেই সঙ্গে কোন ধরনের খাবার ওজন করা হচ্ছে তার ব্যাপারে তথ্যও দেবে।

14 / 15
ই-কমার্স সংস্থা অ্যামাজনে এই ডিভাইসের দাম ১০৯৯ টাকা। তবে এর আসল দাম ২৫০০ টাকা। একটা ঘরে এই ডিভাইস ব্যবহার সম্ভব। মোবাইল এবং ভয়েস অ্যাসিসট্যান্টের সাহায্যে পরিচালনা করা যায় এই ডিভাইস। রয়েছে ওয়া-গাই কনফিগারেশন।

ই-কমার্স সংস্থা অ্যামাজনে এই ডিভাইসের দাম ১০৯৯ টাকা। তবে এর আসল দাম ২৫০০ টাকা। একটা ঘরে এই ডিভাইস ব্যবহার সম্ভব। মোবাইল এবং ভয়েস অ্যাসিসট্যান্টের সাহায্যে পরিচালনা করা যায় এই ডিভাইস। রয়েছে ওয়া-গাই কনফিগারেশন।

15 / 15
Follow Us: