Most Expensive Cities: প্যারিস বা সিঙ্গাপুরকে টপকে চলতি বছরের সবচেয়ে ব্যয়বহুল শহরের তকমা পেল এই শহর
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Dec 02, 2021 | 8:28 AM
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ওয়ার্ল্ডওয়াইড কস্ট অফ লিভিং ইনডেক্স দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, চলতি বছরে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের একটি তালিকা প্রকাশ হয়েছে।
1 / 6
আগামী দিনে যদি এইসব গন্তব্যগুলিতে কখনও ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে জেনে রাখুন কোথায় গেলে একটু বেশিই অর্থ ব্যয় করতে হতে পারে আপনাকে।
2 / 6
টেল আবিব, ইজরায়েল- সব রেকর্ডকে টপকে চলতি বছরে সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে তকমা পেয়েছে এই শহর। স্থানীয় মুদ্রায় পণ্য ও পরিষেবার দাম বছরে ৩.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর বৃদ্ধির হার ছিল মাত্র ১.৯ শতাংশ।
3 / 6
সিঙ্গাপুর- তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। এশিয়ান গন্তব্যস্থল হিসেবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলির মধ্যে একটি।
4 / 6
জুরিখ- পিকচার পারফেক্ট জুরিখ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে চতুর্থ অবস্থানে রয়েছে। গত বছর প্যারিস এবং হংকংয়ের পাশাপাশি শীর্ষস্থান দখল করেছিল। কিন্তু এ বছর তা নেমে এসেছে ৫০ নম্বরে।
5 / 6
প্যারিস- সিঙ্গাপুরের সাথে যোগ দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্যারিস শহর। আলোর শহর হিসেবে পরিচিত প্যারিস অবশ্যই বিশ্বের অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য।
6 / 6
হংকং- আইকনিক এশিয়ান গন্তব্য যে কেউ তার খাবারের মাধ্যমে যে কোনও জায়গা ঘুরে দেখতে চান তার জন্য একটি স্বর্গ। একসময় শীর্ষস্থানে আধিপত্য বিস্তার করলেও এখন পঞ্চম স্থানে নেমে গেছে হংকং।