পুরোদমে শুরু ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, নন্দন চত্বরে ছড়িয়ে রয়েছে অসামান্য ভাস্কর্য

অমর্ত্য মুখোপাধ্য়ায় | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jan 09, 2021 | 8:27 PM

উৎসব উপভোগের পাশাপাশি হাইজিনের দিকেও খেয়াল রেখেছেন তাঁরা।

1 / 9
ভাস্কর্যে পরিপূর্ণ ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেজে উঠেছে নন্দন চত্বর। করোনা আবহেও ‘দ্য শো মাস্ট গো অন’ মন্ত্র নিয়ে সিনেমা প্রেমী মানুষের কথা ভেবে চালু হয়েছে ফিল্ম ফেস্টিভ্যাল।

ভাস্কর্যে পরিপূর্ণ ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেজে উঠেছে নন্দন চত্বর। করোনা আবহেও ‘দ্য শো মাস্ট গো অন’ মন্ত্র নিয়ে সিনেমা প্রেমী মানুষের কথা ভেবে চালু হয়েছে ফিল্ম ফেস্টিভ্যাল।

2 / 9
নন্দনে মেন গেট দিয়ে ঢুকতেই নজর কাড়বে ডান দিকের বিশাল দেওয়াল। সমস্তটা ঘিরেই রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। পর্দায় অভিনীত তাঁর চরিত্র অপু, সুশোভন, অজয় সরকার আরও অনেকেই রয়েছেন এই দেওয়াল জুড়ে। রয়েছে ছবির নামও।

নন্দনে মেন গেট দিয়ে ঢুকতেই নজর কাড়বে ডান দিকের বিশাল দেওয়াল। সমস্তটা ঘিরেই রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। পর্দায় অভিনীত তাঁর চরিত্র অপু, সুশোভন, অজয় সরকার আরও অনেকেই রয়েছেন এই দেওয়াল জুড়ে। রয়েছে ছবির নামও।

3 / 9
ক্যামেরাকে মানুষের অবয়ব দিয়েছেন শিল্পী। নন্দন চত্বরের এই অভিনব ভাস্কর্য নজর কেড়েছে দর্শকদের। সিনেমার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ হল এই ক্যামেরা। তার সঙ্গে মানব অবয়বের প্রতিকৃতি জুড়ে অনন্য ভাবনার সৃষ্টি হয়েছে।

ক্যামেরাকে মানুষের অবয়ব দিয়েছেন শিল্পী। নন্দন চত্বরের এই অভিনব ভাস্কর্য নজর কেড়েছে দর্শকদের। সিনেমার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ হল এই ক্যামেরা। তার সঙ্গে মানব অবয়বের প্রতিকৃতি জুড়ে অনন্য ভাবনার সৃষ্টি হয়েছে।

4 / 9
ফিল্ম ইন্ডাস্ট্রিকে তুলনা করা হয়েছে এক বিরাট নৌকার সঙ্গে। সেই নৌকায় বোঝাই করা রয়েছে অসংখ্যা ব্লক। যার গায়ে আঁকা রয়েছে চলচ্চিত্রের সঙ্গে জড়িত সবকিছুর ছবি।

ফিল্ম ইন্ডাস্ট্রিকে তুলনা করা হয়েছে এক বিরাট নৌকার সঙ্গে। সেই নৌকায় বোঝাই করা রয়েছে অসংখ্যা ব্লক। যার গায়ে আঁকা রয়েছে চলচ্চিত্রের সঙ্গে জড়িত সবকিছুর ছবি।

5 / 9
গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় প্রয়াত তারকাদের ১০০ বছর পূর্তি পালন করা হচ্ছে। ভানু বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত রবিশঙ্কর, এরিক রহমের, ফেদেরিকো ফেলিনি প্রমুখদের ছবি রয়েছে সেখানে।

গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় প্রয়াত তারকাদের ১০০ বছর পূর্তি পালন করা হচ্ছে। ভানু বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত রবিশঙ্কর, এরিক রহমের, ফেদেরিকো ফেলিনি প্রমুখদের ছবি রয়েছে সেখানে।

6 / 9
করোনা আবহে চলছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২৬তম ফিল্ম ফেস্টিভ্যালে আগত সকলকেই দেখা গিয়েছে কোভিড গাইডলাইন মেনে মাস্ক পরে থাকতে। উৎসব উপভোগের পাশাপাশি হাইজিনের দিকেও খেয়াল রেখেছেন তাঁরা।

করোনা আবহে চলছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২৬তম ফিল্ম ফেস্টিভ্যালে আগত সকলকেই দেখা গিয়েছে কোভিড গাইডলাইন মেনে মাস্ক পরে থাকতে। উৎসব উপভোগের পাশাপাশি হাইজিনের দিকেও খেয়াল রেখেছেন তাঁরা।

7 / 9
যেহেতু ফিল্ম ফেস্টিভ্যাল চলছে করোনা আবহে তাই করোনার প্রতিকৃতি দিয়েও তৈরি হয়েছে শিল্পকর্ম। এই ভাস্কর্যের সমস্তটা জুড়ে রয়েছে কোভিড সতর্কতায় ঠিক কী কী করা উচিত তার বিস্তারিত বিবরণ

যেহেতু ফিল্ম ফেস্টিভ্যাল চলছে করোনা আবহে তাই করোনার প্রতিকৃতি দিয়েও তৈরি হয়েছে শিল্পকর্ম। এই ভাস্কর্যের সমস্তটা জুড়ে রয়েছে কোভিড সতর্কতায় ঠিক কী কী করা উচিত তার বিস্তারিত বিবরণ

8 / 9
এ বছরের চলচ্চিত্র উৎসবে রঙের আধিক্য প্রচুর। চারপাশের মন খারাপ, নেগেটিভ ভাইবস কাটিয়ে নন্দন চত্বরে আসা সকলে যেন একরাশ ভালোলাগা নিয়ে ফিরতে পারেন সেই ব্যবস্থাই করেছেন শিল্পীরা। চারপাশে ছড়িয়ে রয়েছে অসাধারণ সব ভাস্কর্য।

এ বছরের চলচ্চিত্র উৎসবে রঙের আধিক্য প্রচুর। চারপাশের মন খারাপ, নেগেটিভ ভাইবস কাটিয়ে নন্দন চত্বরে আসা সকলে যেন একরাশ ভালোলাগা নিয়ে ফিরতে পারেন সেই ব্যবস্থাই করেছেন শিল্পীরা। চারপাশে ছড়িয়ে রয়েছে অসাধারণ সব ভাস্কর্য।

9 / 9
গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালার প্রদর্শনীতে হাজির ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক অরিন্দম শীল, শিল্পী শুভাপ্রসন্ন ও আরও অনেকে।

গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালার প্রদর্শনীতে হাজির ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক অরিন্দম শীল, শিল্পী শুভাপ্রসন্ন ও আরও অনেকে।

Next Photo Gallery