Asus TUF F15: আসুসের গেমিং ল্যাপটপে পাওয়া যাচ্ছে ৩৩,০০০ টাকা পর্যন্ত ছাড়, সবিস্তারে জেনে নিন…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Dec 03, 2021 | 9:16 AM

গেমারদের জন্য সুখবর। ই-কমার্স সাইট অ্যামাজনে বিরাট ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে Asus TUF Dash F15 গেমিং ল্যাপটপ। ৩৩ হাজার টাকা সস্তায় এটি বাড়ি আনা যাবে।

1 / 5
এতে রয়েছে ইন্টেল কোর আই৭ প্রসেসর এবং ১৬ জিবি র‌্যাম। ল্যাপটপটি গেমারদের জন্য আদর্শ কারণ এটি Nvidia GeForce আরটিএক্স ৩০৫০ গ্রাফিক্স কার্ডের সঙ্গে এসেছে। এছাড়াও এতে পাওয়া যাবে ১টিবি এসএসডি স্টরেজ।

এতে রয়েছে ইন্টেল কোর আই৭ প্রসেসর এবং ১৬ জিবি র‌্যাম। ল্যাপটপটি গেমারদের জন্য আদর্শ কারণ এটি Nvidia GeForce আরটিএক্স ৩০৫০ গ্রাফিক্স কার্ডের সঙ্গে এসেছে। এছাড়াও এতে পাওয়া যাবে ১টিবি এসএসডি স্টরেজ।

2 / 5
কম্প্যাক্ট ডিজাইনের আসুস টাফ ড্যাশ এফ১৫ ল্যাপটপকে দুর্দান্ত একটি গেমিং মেশিন বলা যেতে পারে। এর ফিচারের কথা উল্লেখ করলে প্রথমেই বলতে হয় এর নজরকাড়া গেমিং সেন্ট্রিক ডিজাইন, ও স্মুথ ব্যাটারি পারফরম্যান্স।

কম্প্যাক্ট ডিজাইনের আসুস টাফ ড্যাশ এফ১৫ ল্যাপটপকে দুর্দান্ত একটি গেমিং মেশিন বলা যেতে পারে। এর ফিচারের কথা উল্লেখ করলে প্রথমেই বলতে হয় এর নজরকাড়া গেমিং সেন্ট্রিক ডিজাইন, ও স্মুথ ব্যাটারি পারফরম্যান্স।

3 / 5
ফলে উৎসাহী গেমাররা এখন এই ল্যাপটপটি কিনতে পারবেন মাত্র ১,০৭,৯৯০ টাকায়। এক্লিপস গ্রে এবং মুনলাইট হোয়াইট এই দুটি কালারে বেছে নেওয়া যাবে আসুস টাফ ড্যাশ এফ১৫ ল্যাপটপটি।

ফলে উৎসাহী গেমাররা এখন এই ল্যাপটপটি কিনতে পারবেন মাত্র ১,০৭,৯৯০ টাকায়। এক্লিপস গ্রে এবং মুনলাইট হোয়াইট এই দুটি কালারে বেছে নেওয়া যাবে আসুস টাফ ড্যাশ এফ১৫ ল্যাপটপটি।

4 / 5
চলতি বছরের প্রথমে লঞ্চ করেছিল আসুস টাফ ড্যাশ এফ১৫। তখন এর ১৬ জিবি র‌্যাম ও আই ৭ ভ্যারিয়েন্টের দাম ছিল ১,৪০,৯৯০ টাকা। তবে এখন ই-কমার্স সাইট, অ্যামাজন এই গেমিং ল্যাপটপের ওপর দিচ্ছে ৩৩ হাজার টাকা ছাড় দিচ্ছে।

চলতি বছরের প্রথমে লঞ্চ করেছিল আসুস টাফ ড্যাশ এফ১৫। তখন এর ১৬ জিবি র‌্যাম ও আই ৭ ভ্যারিয়েন্টের দাম ছিল ১,৪০,৯৯০ টাকা। তবে এখন ই-কমার্স সাইট, অ্যামাজন এই গেমিং ল্যাপটপের ওপর দিচ্ছে ৩৩ হাজার টাকা ছাড় দিচ্ছে।

5 / 5
Asus তাদের TUF DASH সিরিজের অধীনে মূলত গেমিং ল্যাপটপ নিয়ে আসে। আলোচ্য এই ল্যাপটপটি বড় স্ক্রিন ছাড়াও, ব্যাকলিট কীবোর্ড, ১৬ জিবি র‌্যাম, দীর্ঘ ব্যাটারি লাইফ ও ইন্টেল আই৭ প্রসেসর সহ এসেছে।

Asus তাদের TUF DASH সিরিজের অধীনে মূলত গেমিং ল্যাপটপ নিয়ে আসে। আলোচ্য এই ল্যাপটপটি বড় স্ক্রিন ছাড়াও, ব্যাকলিট কীবোর্ড, ১৬ জিবি র‌্যাম, দীর্ঘ ব্যাটারি লাইফ ও ইন্টেল আই৭ প্রসেসর সহ এসেছে।

Next Photo Gallery