CWG 2022: কমনওয়েলথ গেমসে তিন বঙ্গতনয়া, থাকছেন এক বাঙালি কোচ
প্রণতি নায়েক, ত্রিয়াশা পাল ও প্রতিষ্ঠা সামন্ত। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে এই তিন বাঙালি অ্যাথলিট অংশগ্রহণ করছেন। এই তিন কন্যের থেকে পদক জয়ের আশা বঙ্গবাসীর। শুধু অ্যাথলিটই নন, বাঙালি হিসেবে বার্মিংহ্যামে থাকছেন জাতীয় জিমন্যাস্টিক্স দলের কোচ বিশ্বেশ্বর নন্দী। সবমিলিয়ে বার্মিংহ্যাম জমজমাট।
Most Read Stories