U19 Women’s T20 World Cup 2023: উদ্বোধনীর দিন চার ম্যাচ, ভারতের প্রতিপক্ষ কারা?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 12, 2023 | 10:00 AM

U19 Women’s T20 World Cup: নতুন বছরে ক্রিকেট নতুন টুর্নামেন্ট শুরু হতে চলেছে। ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপ (U19 Women's T20 World Cup 2023)। তবে ছেলেদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ৫০ ওভারের হলেও মেয়েদের ক্ষেত্রে তা হবে ২০ ওভারের। টুর্নামেন্টের উদ্বোধনীর দিন রয়েছে চারটি ম্যাচ। প্রথম দিন কোন কোন ম্যাচ রয়েছে জেনে নিন বিস্তারিত।

1 / 6
তেইশের শুরুতেই হতে চলেছে অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই নতুন টুর্নামেন্ট শুরু হবে ১৪ জানুয়ারি। ফাইনাল ২৯ জানুয়ারি। (ছবি-টুইটার)

তেইশের শুরুতেই হতে চলেছে অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই নতুন টুর্নামেন্ট শুরু হবে ১৪ জানুয়ারি। ফাইনাল ২৯ জানুয়ারি। (ছবি-টুইটার)

2 / 6
উদ্বোধনী অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চলেছে মোট ১৬টি দেশ। এই টুর্নামেন্ট চলবে ১৫ দিন ধরে। অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী সংস্করণে মোট ৪১টি ম্যাচ হবে। (ছবি-টুইটার)

উদ্বোধনী অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চলেছে মোট ১৬টি দেশ। এই টুর্নামেন্ট চলবে ১৫ দিন ধরে। অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী সংস্করণে মোট ৪১টি ম্যাচ হবে। (ছবি-টুইটার)

3 / 6
অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চলা ১৬টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। ডি-গ্রুপে রয়েছে ভারত। সঙ্গে রয়েছে দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহি ও স্কটল্যান্ড। (ছবি-টুইটার)

অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চলা ১৬টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। ডি-গ্রুপে রয়েছে ভারত। সঙ্গে রয়েছে দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহি ও স্কটল্যান্ড। (ছবি-টুইটার)

4 / 6
১৪ জানুয়ারি অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনীতে ভারতীয় সময় দুপুর ১.৩০ মিনিটে হবে জোড়া ম্যাচ। একদিকে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরশাহি ও স্কটল্যান্ড। অন্যদিকে একই সময় মাঠে নামবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। (ছবি-টুইটার)

১৪ জানুয়ারি অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনীতে ভারতীয় সময় দুপুর ১.৩০ মিনিটে হবে জোড়া ম্যাচ। একদিকে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরশাহি ও স্কটল্যান্ড। অন্যদিকে একই সময় মাঠে নামবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। (ছবি-টুইটার)

5 / 6
১৪ জানুয়ারি বিকেল ৫.১৫ নাগাদ ফের রয়েছে দু'টি ম্যাচ। একদিকে নামবে ভারত এবং আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে একই সময়ে হবে শ্রীলঙ্কা ও আমেরিকার ম্যাচও।(ছবি-টুইটার)

১৪ জানুয়ারি বিকেল ৫.১৫ নাগাদ ফের রয়েছে দু'টি ম্যাচ। একদিকে নামবে ভারত এবং আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে একই সময়ে হবে শ্রীলঙ্কা ও আমেরিকার ম্যাচও।(ছবি-টুইটার)

6 / 6
গ্রুপ পর্বের শেষে লিগ টেবলের শীর্ষ তিনটি দল সুপার সিক্স লিগ পর্বে উঠবে। (ছবি-টুইটার)

গ্রুপ পর্বের শেষে লিগ টেবলের শীর্ষ তিনটি দল সুপার সিক্স লিগ পর্বে উঠবে। (ছবি-টুইটার)

Next Photo Gallery