তেইশের শুরুতেই হতে চলেছে অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই নতুন টুর্নামেন্ট শুরু হবে ১৪ জানুয়ারি। ফাইনাল ২৯ জানুয়ারি। (ছবি-টুইটার)
উদ্বোধনী অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চলেছে মোট ১৬টি দেশ। এই টুর্নামেন্ট চলবে ১৫ দিন ধরে। অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী সংস্করণে মোট ৪১টি ম্যাচ হবে। (ছবি-টুইটার)
অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চলা ১৬টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। ডি-গ্রুপে রয়েছে ভারত। সঙ্গে রয়েছে দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহি ও স্কটল্যান্ড। (ছবি-টুইটার)
১৪ জানুয়ারি অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনীতে ভারতীয় সময় দুপুর ১.৩০ মিনিটে হবে জোড়া ম্যাচ। একদিকে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরশাহি ও স্কটল্যান্ড। অন্যদিকে একই সময় মাঠে নামবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। (ছবি-টুইটার)
১৪ জানুয়ারি বিকেল ৫.১৫ নাগাদ ফের রয়েছে দু'টি ম্যাচ। একদিকে নামবে ভারত এবং আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে একই সময়ে হবে শ্রীলঙ্কা ও আমেরিকার ম্যাচও।(ছবি-টুইটার)
গ্রুপ পর্বের শেষে লিগ টেবলের শীর্ষ তিনটি দল সুপার সিক্স লিগ পর্বে উঠবে। (ছবি-টুইটার)