Solo travel: সোলো ট্রিপে দিল্লি যাবেন? এই ৫ জায়গা মিস করবেন না যেন

TV9 Bangla Digital | Edited By: aryama das

Nov 30, 2021 | 9:55 PM

একা বেড়াতে যাওয়ার অভিজ্ঞতাই অন্যরকম। সুযোগ থাকলে অবশ্যই একবার ঘুরে আসুন

1 / 5
যোগের শহর হল হৃষিকেশ। আর তাই দিল্লি গেলে অবশ্যই একবার হৃষিকেশ যাবেন। গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থলে অপূর্ব জায়গা হৃষিকেশ। যাঁরা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাঁদের খুবই ভাল লাগবে

যোগের শহর হল হৃষিকেশ। আর তাই দিল্লি গেলে অবশ্যই একবার হৃষিকেশ যাবেন। গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থলে অপূর্ব জায়গা হৃষিকেশ। যাঁরা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাঁদের খুবই ভাল লাগবে

2 / 5
বারাণসী শহরটার মধ্যে অন্যরকম একটা গন্ধ আছে।  এখানকার ওলিতে গলিতে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। সন্ধ্যারতি আর স্পেশ্যাল লস্যি তো আছেই

বারাণসী শহরটার মধ্যে অন্যরকম একটা গন্ধ আছে। এখানকার ওলিতে গলিতে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। সন্ধ্যারতি আর স্পেশ্যাল লস্যি তো আছেই

3 / 5
দিল্লির থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে পৌঁছনো যায় জয়পুর। এছাড়াও জয়পুর পর্যন্ত ট্রেন, বাস, ক্যাব সবই রয়েছে

দিল্লির থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে পৌঁছনো যায় জয়পুর। এছাড়াও জয়পুর পর্যন্ত ট্রেন, বাস, ক্যাব সবই রয়েছে

4 / 5
হিমাচলের কাসৌল ব্যাচেলার্সদের খুব প্রিয় একটি জায়গা। আর তাই একা বেড়াতে যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই যান কাসৌল

হিমাচলের কাসৌল ব্যাচেলার্সদের খুব প্রিয় একটি জায়গা। আর তাই একা বেড়াতে যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই যান কাসৌল

5 / 5
 হিমাচল প্রদেশের আরও একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র মানালি। সুযোগ লথাকলে অবশ্যই একবার ঘুরে আসুন। এখানকার হিমালয়ান রিসর্টে অবশ্যই এক রাত থাকুন। সৌন্দর্য উপভোগ করুন।

হিমাচল প্রদেশের আরও একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র মানালি। সুযোগ লথাকলে অবশ্যই একবার ঘুরে আসুন। এখানকার হিমালয়ান রিসর্টে অবশ্যই এক রাত থাকুন। সৌন্দর্য উপভোগ করুন।

Next Photo Gallery