Durga Puja 2021: কলকাতার মতো বিদেশেও ধুমধাম করে দুর্গাপুজো হয়, সেই দেশগুলির নাম জানুন

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Oct 13, 2021 | 5:23 PM

দুর্গাপূজা এমন একটি উৎসব যা শুধু ভারতেই নয়, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরও অনেক দেশে পালিত হয়। কলকাতা ও ভারতের বিভিন্ন রাজ্যের মতো বিশ্বের নানা প্রান্তেই এই পুজো উদ‍যাপিত হয়।

1 / 5
নেপাল- এখানে দুর্গাপুজো দশাইন নামে পরিচিত। ১০ দিন ধরে এখানে দুর্গাপুজোর উত্‍সব পালন করা হয়। ১০ দিনের এই মহোত্‍সবে রাজাও বিশিষ্ট ভূমিকা পালন করেন। এই সনয় পাবলিক প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ বন্ধ থাকে।

নেপাল- এখানে দুর্গাপুজো দশাইন নামে পরিচিত। ১০ দিন ধরে এখানে দুর্গাপুজোর উত্‍সব পালন করা হয়। ১০ দিনের এই মহোত্‍সবে রাজাও বিশিষ্ট ভূমিকা পালন করেন। এই সনয় পাবলিক প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ বন্ধ থাকে।

2 / 5
বাংলাদেশ- হিন্দু বাভালির দ্বিতীয় বৃহত্তম দেশ এটি। পশ্চিমবঙ্গের মতো  এই দেশের প্রায় প্রতিটি শহর ও জেলায় এই উৎসব পালিত হয়। মন্দিরে বা মণ্ডপে দেবী দুর্গাকে পুজো করা হয়। এই সময় দেশ জুড়ে আনন্দের আবহ থাকে।

বাংলাদেশ- হিন্দু বাভালির দ্বিতীয় বৃহত্তম দেশ এটি। পশ্চিমবঙ্গের মতো এই দেশের প্রায় প্রতিটি শহর ও জেলায় এই উৎসব পালিত হয়। মন্দিরে বা মণ্ডপে দেবী দুর্গাকে পুজো করা হয়। এই সময় দেশ জুড়ে আনন্দের আবহ থাকে।

3 / 5
ইউনাইটেড কিংডম- এই দেশে বহুসংখ্যক বাঙালি স্থায়ীভাবে বসবাস করেন। তাঁরাই প্রথম দুর্গাপুজো শুরু করেন। কলকাতার কুমারটুলি থেকে দূর্গার প্রতিমা আমদানি করে খাঁটি বাঙালি নিয়মে দুর্গাপুজো পালন করা হয়।

ইউনাইটেড কিংডম- এই দেশে বহুসংখ্যক বাঙালি স্থায়ীভাবে বসবাস করেন। তাঁরাই প্রথম দুর্গাপুজো শুরু করেন। কলকাতার কুমারটুলি থেকে দূর্গার প্রতিমা আমদানি করে খাঁটি বাঙালি নিয়মে দুর্গাপুজো পালন করা হয়।

4 / 5
মার্কিন যুক্তরাষ্ট্র-  আমেরিকাতেও বেশ ধুমধাম করে পুজো হয়ে থাকে। কারণ, এখানে প্রচুর সংখ্যক ভারতীয় বাস করেন। বিশেষত বাঙালিরা। চার থেকে পাঁচ দিন ধরে উত্‍সবের রেশ থাকে। তবে এখানে দুর্গাপুজোর দিন দেখে পালন করা হয় না। ১৯৭০ সালের গোড়ার দিকে প্রথম এই দেশে পুজো শুরু হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র- আমেরিকাতেও বেশ ধুমধাম করে পুজো হয়ে থাকে। কারণ, এখানে প্রচুর সংখ্যক ভারতীয় বাস করেন। বিশেষত বাঙালিরা। চার থেকে পাঁচ দিন ধরে উত্‍সবের রেশ থাকে। তবে এখানে দুর্গাপুজোর দিন দেখে পালন করা হয় না। ১৯৭০ সালের গোড়ার দিকে প্রথম এই দেশে পুজো শুরু হয়।

5 / 5
অস্ট্রেলিয়া- ১৯৭৪ সালে ১২টি বাঙালি পরিবার মিলে নিউ সাউথ ওয়েলসে প্রথম দুর্গাপুজো শুরু করেছিল। তবে এই পুজো এখন অস্ট্রেলিয়ার সমস্ত শহরেই উদযাপন করা হয়। সিডনিতে প্রচুর বাঙালি পরিবার থাকে। এছাডডা মেলবোর্নেও দুর্গাপুজো ধুমধাম করে হয়ে থাকে।

অস্ট্রেলিয়া- ১৯৭৪ সালে ১২টি বাঙালি পরিবার মিলে নিউ সাউথ ওয়েলসে প্রথম দুর্গাপুজো শুরু করেছিল। তবে এই পুজো এখন অস্ট্রেলিয়ার সমস্ত শহরেই উদযাপন করা হয়। সিডনিতে প্রচুর বাঙালি পরিবার থাকে। এছাডডা মেলবোর্নেও দুর্গাপুজো ধুমধাম করে হয়ে থাকে।

Next Photo Gallery