Foods for Healthy Skin: ত্বকের জৌলুস ধরে রাখতে যে ৫ খাবার আপনাকে খেতেই হবে…
TV9 Bangla Digital | Edited By: megha
Sep 04, 2022 | 3:29 PM
ত্বকের জৌলুস ধরে রাখতে নিয়মিত রূপচর্চা করেন। কিন্তু তাতেও খামতি থেকে যায়। এই খামতিটা থাকে আপনার ডায়েটে। নিখুঁত ত্বক পেতে গেলে প্রাত্যাহিক খাদ্যতালিকার উপরও নজর দিতে হবে।
1 / 6
ত্বকের জৌলুস ধরে রাখতে নিয়মিত রূপচর্চা করেন। কিন্তু তাতেও খামতি থেকে যায়। এই খামতিটা থাকে আপনার ডায়েটে। নিখুঁত ত্বক পেতে গেলে প্রাত্যাহিক খাদ্যতালিকার উপরও নজর দিতে হবে। এই ৫ খাবার নিয়মিত খেলে আপনার ত্বকের যৌবন চিরকাল বজায় থাকবে।
2 / 6
প্রতিদিনের খাদ্যতালিকায় অবশ্যই টমেটো রাখুন। টমেটোর মধ্যে ভিটামিন, লাইকোপেন ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। এটি ত্বকের কোষ গঠনে সাহায্য করে। টমেটো খেলে ত্বকে বয়সের ছাপ সহজে পড়ে না।
3 / 6
ডার্ক চকোলেট হল এমন একটি উপাদান যা সুন্দর ত্বক গঠনে বিশেষ ভূমিকা পালন করে। আসলে ডার্ক চকোলেটের মধ্যে পলিফেনল নামের অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। এই উপাদানটি ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে।
4 / 6
ওজন কমাতে নিয়মিত চিয়া সিড খান? এবার ত্বকের জৌলুস ধরে রাখার জন্যও চিয়া সিডের উপর ভরসা রাখুন। এই খাবারের মধ্যে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে যা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি চিয়া সিড ত্বকের উপর সহজে বলিরেখা পড়তে দেয় না।
5 / 6
প্রতিটা হেঁশেলেই আদা পাওয়া যায়। আদার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সকলেরই জানা। আদা অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ ত্বকের উপরও দারুণ সহায়ক। রোজ খাদ্যতালিকায় এক টুকরো আদা রাখলেও আপনি মসৃণ ত্বক পেতে পারেন।
6 / 6
ত্বকের বার্ধক্যকে দূরে রাখতে হলে অ্যাভোকাডো খান। অ্যাভোকাডোর তেল ত্বকের জন্য দারুণ সহায়ক। একই ভাবে অ্যাভোকাডো খেলেও ত্বকের সমস্যা আপনার ধারের কাছে ঘেঁষবে না।