Sports Memorabilia Auction: নিলামনামা! মারাদোনার ‘হ্যান্ড অব জার্সি’-কেও টেক্কা দিয়েছে জর্ডনের ‘লাস্ট ডান্স’

ক্রীড়া জগতের নক্ষত্রদের একাধিক ব্যবহৃত সরঞ্জাম বিভিন্ন সময়ে নিলামে উঠেছে। এবং সেই সকল অমূল্য সরঞ্জাম রেকর্ড অর্থে নিলামে বিক্রিও হয়েছে। এই তালিকায় যেমন রয়েছে, ফুটবল রাজপুত্র দিয়েগো মারাদোনার 'হ্যান্ড অব গড জার্সি', তেমনই রয়েছে তারকা বাস্কেটবলার কোবে ব্রায়ান্টের জার্সিও।

| Edited By: | Updated on: Oct 06, 2022 | 7:30 AM
ক্রীড়া জগতের নক্ষত্রদের একাধিক ব্যবহৃত সরঞ্জাম বিভিন্ন সময়ে নিলামে উঠেছে। এবং সেই সকল অমূল্য সরঞ্জাম রেকর্ড অর্থে নিলামে বিক্রিও হয়েছে। এই তালিকায় যেমন রয়েছে, ফুটবল রাজপুত্র দিয়েগো মারাদোনার 'হ্যান্ড অব গড জার্সি', তেমনই রয়েছে তারকা বাস্কেটবলার কোবে ব্রায়ান্টের জার্সিও।

ক্রীড়া জগতের নক্ষত্রদের একাধিক ব্যবহৃত সরঞ্জাম বিভিন্ন সময়ে নিলামে উঠেছে। এবং সেই সকল অমূল্য সরঞ্জাম রেকর্ড অর্থে নিলামে বিক্রিও হয়েছে। এই তালিকায় যেমন রয়েছে, ফুটবল রাজপুত্র দিয়েগো মারাদোনার 'হ্যান্ড অব গড জার্সি', তেমনই রয়েছে তারকা বাস্কেটবলার কোবে ব্রায়ান্টের জার্সিও।

1 / 5
মাইকেল জর্ডনের লাস্ট ডান্স জার্সি - মার্কিন কিংবদন্তি মাইকেল জর্ডনের লাস্ট ডান্স জার্সি বিক্রি হয়েছে রেকর্ড ১০.১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যে। ভারতীয় মুদ্রায় ৮০ কোটি ৬১ লক্ষ ৩৬ হাজার ৫৫০ টাকা। এই জার্সিটি ১৯৯৮ সালের এনবিএ ফাইনালে পরেছিলেন জর্ডন। সেটি তাঁর কেরিয়ারের শেষ খেতাব। চিকাগো বুলসের আইকনিক লাল রঙা ২৩ নম্বরের জার্সিটি নয়া রেকর্ড গড়েছে।

মাইকেল জর্ডনের লাস্ট ডান্স জার্সি - মার্কিন কিংবদন্তি মাইকেল জর্ডনের লাস্ট ডান্স জার্সি বিক্রি হয়েছে রেকর্ড ১০.১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যে। ভারতীয় মুদ্রায় ৮০ কোটি ৬১ লক্ষ ৩৬ হাজার ৫৫০ টাকা। এই জার্সিটি ১৯৯৮ সালের এনবিএ ফাইনালে পরেছিলেন জর্ডন। সেটি তাঁর কেরিয়ারের শেষ খেতাব। চিকাগো বুলসের আইকনিক লাল রঙা ২৩ নম্বরের জার্সিটি নয়া রেকর্ড গড়েছে।

2 / 5
দিয়েগো মারাদোনার হ্যান্ড অব গড জার্সি - আর্জেন্টাইন সুপারস্টার দিয়েগো মারাদোনার হ্যান্ড অব গড জার্সিটি ক্রীড়া সরঞ্জাম হিসেবে সব চেয়ে বেশি অর্থে নিলামে বিক্রি হওয়ার তালিকায় দুই নম্বরে। ৭১ লক্ষ পাউন্ডের বেশি দামে বিক্রি হয়েছে মারাদোনার বিখ্য়াত হ্যান্ড অব গড জার্সি।

দিয়েগো মারাদোনার হ্যান্ড অব গড জার্সি - আর্জেন্টাইন সুপারস্টার দিয়েগো মারাদোনার হ্যান্ড অব গড জার্সিটি ক্রীড়া সরঞ্জাম হিসেবে সব চেয়ে বেশি অর্থে নিলামে বিক্রি হওয়ার তালিকায় দুই নম্বরে। ৭১ লক্ষ পাউন্ডের বেশি দামে বিক্রি হয়েছে মারাদোনার বিখ্য়াত হ্যান্ড অব গড জার্সি।

3 / 5
কোবে ব্রায়ান্টের অটোগ্রাফ দেওয়া জার্সি -বাস্কেটবল খেলোয়াড়ের মধ্যে সব চেয়ে বেশি দামে বিক্রিত জার্সি ছিল প্রয়াত কোবে ব্রায়ান্টের অটোগ্রাফ দেওয়া জার্সি। ১৯৯৬-৯৭ সংস্করণে জার্সিটি পরেছিলেন তিনি। অকশন হাউস সোদবাইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ওই এনবিএ স্মারক ৩.৭ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে।

কোবে ব্রায়ান্টের অটোগ্রাফ দেওয়া জার্সি -বাস্কেটবল খেলোয়াড়ের মধ্যে সব চেয়ে বেশি দামে বিক্রিত জার্সি ছিল প্রয়াত কোবে ব্রায়ান্টের অটোগ্রাফ দেওয়া জার্সি। ১৯৯৬-৯৭ সংস্করণে জার্সিটি পরেছিলেন তিনি। অকশন হাউস সোদবাইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ওই এনবিএ স্মারক ৩.৭ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে।

4 / 5
ওয়েন গ্রেটস্কির জার্সি - কানাডিয়ান হকি প্লেয়ার ওয়েন গ্রেটস্কি (Wayne Gretzky) কেরিয়ারে শেষবার স্ট্যানলি কাপ তুলে নেওয়ার সময় এই জার্সিটি পরেছিলেন। ১.৪৫২ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে এই জার্সিটি।

ওয়েন গ্রেটস্কির জার্সি - কানাডিয়ান হকি প্লেয়ার ওয়েন গ্রেটস্কি (Wayne Gretzky) কেরিয়ারে শেষবার স্ট্যানলি কাপ তুলে নেওয়ার সময় এই জার্সিটি পরেছিলেন। ১.৪৫২ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে এই জার্সিটি।

5 / 5
Follow Us: