Winters In India: শীতের মরসুমে বনফায়ারের আনন্দ উপভোগ করতে চান? ঘুরে আসুন এই ৫ সেরা জায়গাগুলিতে
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Nov 16, 2021 | 3:00 PM
ঠান্ডায় পাহাড়ি এলাকায় বেড়াতে যাওয়ার প্ল্যান করেছেন? ইচ্ছে আছে, রাতের অন্ধকারে বনফায়ারের অভিজ্ঞতা অর্জন করবেন। এমন রোমাঞ্চকর ও রোম্যান্স অভিজ্ঞতা হাতছাড়া যাতে না হয়, তার জন্য এখনই প্ল্যান করে কোথায় কোথায় যাবেন তার একটা লিস্ট করে নিন।
1 / 6
বন্ধুদের সঙ্গে কিংবা পরিবারের সঙ্গে বনফায়ারের মজাটাই আলাদা। যদি বেড়াতে গিয়ে বনফায়ারের আনন্দ উপভোগ করতে চান, তাহলে এই শীতের ছুটিকেই কাজে লাগান। কারণ ঠান্ডা আবহেই বনফায়ারের সঙ্গে বিয়ার, আড্ডা, দুর্দান্ত খাবার, নাচ-গান-মজা নেওয়া সম্ভব। শীতের ভ্রমণে বনফায়ারের উষ্ণতা কোথায় কোথায় পাবেন?
2 / 6
ঋষিকেশ- ক্যাম্পিং বা প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটাতে শীতের আবহে উষ্ণতা পেতে সবচেয়ে আদর্শ স্থান হল ঋষিকেশ। খরস্রোতা গঙ্গার তীরে ক্যাম্পের মধ্যেই সারাদিন রোমাঞ্চ, সুখ-আনন্দের পর রাতের অন্ধকারে প্রকৃতির মাঝে নিজেকে মেলে ধরার অন্যতম সুযোগ।
3 / 6
কুলু ও মানালি- যে জায়গার সৌন্দর্যে মুগ্ধ হবেন বারে বারে, সেই জায়গার নাম কুলু ও মানালি। শীতকালে দেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হল এটি। সোলাং ভ্যালি, তীর্থন ভ্যালি, বিজলি মহাদেব এই জায়গাগুলি ঘুরে দেখতে পারেন।
4 / 6
ম্যাক্লিওডগঞ্জ ও কসৌলি- সেরা বনফায়ারের গন্তব্যগুলির মধ্যে এটি অন্যতম। ক্লান্তি, অবসাদ কাটিয়ে নিজেকে ফের চাঙ্গা করতে বিশ্বের থেকে বিচ্ছিন্ন হওয়া জরুরি হয়ে পড়ে। বনফায়ার তো বটেই, স্থানীয় উত্সবের মোহে আপনি আপ্লুত হয়ে যেতে পারেন। পিঙ্ক হাউস, ট্র্যাভেল ম্যাক্স, হোটেল মাউন্টেন ট্রেইল, হোটেল পাইন উড কটেজ হল সেরা জায়গা।
5 / 6
ওরছা- ওরছার সেরা বনফায়ার আস্তানা হল বুন্দেলখন্ড রিভারসাইড এবং আলিপুরা প্রাসাদ। গনগনে শিখাযুক্ত আগুনের চারপাশে বা সামনে বসে সারা রাতের প্রকৃতিকে মনের মধ্যে জায়গা করে নিতে চাইলে আপনার ভ্রমণ লিস্টে এই জায়গার নাম অবশ্যই রাখবেন।
6 / 6
জিম করবেট জাতীয় উদ্যান- বন্যপ্রাণী অভয়ারণ্যের রোমাঞ্চকর পরিবেশের মধ্যে খোলা জায়গায় বনফায়ারের রাতে জঙ্গল অবলম্বনের চেয়ে ভাল আর কী হতে পারে? এই জনপ্রিয় পার্কের সবচেয়ে জনপ্রিয় বনফায়ার আস্তানা হল - টাইগার ক্যাম্প রিসোর্ট, দ্য ডেন করবেট এবং করবেট অ্যাডভেঞ্চার রিসোর্ট।