Batsman Became Bowler: রয়েছে ছয় ছক্কার রেকর্ড, হলেন বোলার!
Five Player: ভারতীয় বোলিংয়ের অন্যতম সেরা জুটি রবীন্দ্র জাডেজা-রবিচন্দ্রন অশ্বিন। তাঁদের ব্য়াটের হাতও ভালো! টেস্ট শতরানও রয়েছে জাডেজা, অশ্বিনের। বিশ্বের অন্য়তম সেরা অলরাউন্ডারও তাঁরা। কিন্তু মজার বিষয় হল, এখন তাঁদের বোলিং অলরাউন্ডার বলা হলেও, আদতে তাঁরা ব্য়াটিংয়ের জন্যই পরিচিত ছিলেন। এমন আরও কয়েকজন রয়েছেন। অনেক বোলার যেমন পরবর্তীতে দক্ষ ব্য়াটার হয়ে উঠেছেন, তেমনই অনেক ব্য়াটার দক্ষ বোলার।
Most Read Stories