Tulsi Tea: বর্ষায় রোগের ঝুঁকি এড়াতে চান? নিয়ম করে চুমুক দিন তুলসী চায়ে
TV9 Bangla Digital | Edited By: megha
Jul 26, 2022 | 11:13 AM
Health Benefits: বর্ষায় রোগের ঝুঁকি এড়াতে ও শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য ডায়েটের দিকে নজর দেওয়া জরুরি। এই পরিস্থিতিতে আপনাকে সাহায্য করতে পারে তুলসী চা।
1 / 6
বঙ্গে বর্ষা এসেছে ঠিকই এর সঙ্গে বেড়েছে রোগের ঝুঁকি। বর্ষায় সর্দি-কাশি, ডেঙ্গি, ম্যালেরিয়া, ডায়ারিয়ার মতো নানা রোগের ঝুঁকি সবচেয়ে বেশি। এই পরিস্থিতিতে আপনার ইউমিউনিটি যত শক্তিশালী থাকবে ততই শরীরের জন্য ভাল।
2 / 6
বর্ষায় রোগের ঝুঁকি এড়াতে ও শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য ডায়েটের দিকে নজর দেওয়া জরুরি। এই পরিস্থিতিতে আপনাকে সাহায্য করতে পারে তুলসী চা। তুলসী চা হল ভেষজ চা যার উপকারিতা অনেক।
3 / 6
আয়ুর্বেদের মতে, তুলসী চা স্বাস্থ্যের জন্য দারুণ উপযোগী। এর মধ্যে অ্যান্টি-ভাইরাল ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে যা একাধিক রোগকে গোড়া থেকে নির্মূল করতে সহায়ক। চলুন জেনে নেওয়া যাক তুলসী চায়ের গুণাগুণ।
4 / 6
তুলসী চায়ের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। তুলসী চায়ের এই গুণাগুণগুলোই শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। এতে কমে একাধিক রোগের ঝুঁকিও।
5 / 6
বর্ষায় সবচেয়ে বেশি ভাইরাল ফ্লু-এর সমস্যা দেখা দেয়। বৃষ্টিতে ভিজে ঘন ঘন সর্দি-কাশির সমস্যায় ভোগেন অনেকেই। ঠান্ডা লাগার উপসর্গগুলো প্রশমিত করতে তুলসী চা ভীষণ উপযোগী। কাশির সমস্যা থেকে আরাম পেতে তুলসী চা পান করতে পারেন।
6 / 6
বর্ষায় বাড়ে বাতের ব্যথাও। আর্থ্রাইটিস ব্যথা কমাতে সাহায্য করে তুলসী চা। তুলসী চায়ের মধ্যে প্রদাহ-বিরোধী উপাদান রয়েছে। নিয়মিত তুলসী চা পান করলে আপনি বর্ষায় বাতের ব্যথা থেকে আরাম পেতে পারেন।