Bangla NewsPhoto gallery 57 year old Abdullah Al Rashidi wins Bronze in Skeet at Tokyo Olympics 2020
Tokyo Olympics 2020: টোকিও অলিম্পিকে সবথেকে বয়স্ক পদকজয়ীকে চেনেন?
Summer Olympics 2020: টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) একের পর এক চমকপ্রদ ঘটনা ঘটছে। পুরুষদের শুটিংয়ের স্কিট (Skeet) ইভেন্টে কুয়েতের ৫৭ বছর বয়সী আবদুল্লাহ আল-রশিদি ব্রোঞ্চ (Bronze) পদক পেয়েছেন। বয়স যে কোনও বাঁধা নয়, তা প্রমাণ করে দিলেন কুয়েতের এই শুটার। এই পদক জয়ে আল-রশিদি নিজেও বেশ উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন, এই বয়সে তাঁর কাছে এই ব্রোঞ্চ পদক স্বর্ণ পদকের সমান। তবে তিনি একথাও জানিয়ে রেখেছেন, সোনার জন্য ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ফের লড়াইয়ে নামবেন তিনি।