টোকিও অলিম্পিকে পুরুষদের শুটিংয়ের স্কিট ইভেন্টে ব্রোঞ্চ পদক পেয়েছেন ৫৭ বছর বয়সী কুয়েতের আবদুল্লাহ আল-রশিদি। তাঁকেই টোকিওর সবথেকে বয়স্ক অ্যাথলিট বলা হচ্ছে। (সৌজন্যে-টুইটার)
এই নিয়ে আবদুল্লাহ আল-রশিদি পঞ্চমবার অলিম্পিকে অংশ নিলেন।(সৌজন্যে-টুইটার)
এর আগে আবদুল্লাহ আল-রশিদি রিও অলিম্পিকে ব্রোঞ্চ পদক পেয়েছিলেন। তবে সে বার তিনি স্বাধীন অ্যাথলিট হিসেবে অংশ নিয়েছিলেন। কারণ তখন কুয়েতকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নিষিদ্ধ ঘোষণা করেছিল।(সৌজন্যে-টুইটার)
১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে প্রথমবার অংশগ্রহণ করেছিলেন আবদুল্লাহ আল-রশিদি। রিওতে পদক পেলেও দেশের পতাকা ছিল না। টোকিওতে গলায় পদকের সঙ্গে দেশের পতাকা হাতে নিয়ে রশিদির সেই হাসিমুখ কুয়েতবাসীর পাশাপাশি সকল দর্শকের মন ভরিয়ে দেয়।(সৌজন্যে-টুইটার)
আবদুল্লাহ আল-রশিদি কিন্তু সোনার স্বপ্নও দেখছেন। টোকিওয় ব্রোঞ্চ পাওয়ার পর তিনি নিজেই জানিয়েছেন, তাঁর পরবর্তী লক্ষ্য ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে সোনা জয়। (সৌজন্যে-টুইটার)