Tokyo Olympics 2020: টোকিও অলিম্পিকে সবথেকে বয়স্ক পদকজয়ীকে চেনেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 27, 2021 | 10:30 PM

Summer Olympics 2020: টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) একের পর এক চমকপ্রদ ঘটনা ঘটছে। পুরুষদের শুটিংয়ের স্কিট (Skeet) ইভেন্টে কুয়েতের ৫৭ বছর বয়সী আবদুল্লাহ আল-রশিদি ব্রোঞ্চ (Bronze) পদক পেয়েছেন। বয়স যে কোনও বাঁধা নয়, তা প্রমাণ করে দিলেন কুয়েতের এই শুটার। এই পদক জয়ে আল-রশিদি নিজেও বেশ উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন, এই বয়সে তাঁর কাছে এই ব্রোঞ্চ পদক স্বর্ণ পদকের সমান। তবে তিনি একথাও জানিয়ে রেখেছেন, সোনার জন্য ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ফের লড়াইয়ে নামবেন তিনি।

1 / 5
টোকিও অলিম্পিকে পুরুষদের শুটিংয়ের স্কিট ইভেন্টে ব্রোঞ্চ পদক পেয়েছেন ৫৭ বছর বয়সী কুয়েতের আবদুল্লাহ আল-রশিদি। তাঁকেই টোকিওর সবথেকে বয়স্ক অ্যাথলিট বলা হচ্ছে। (সৌজন্যে-টুইটার)

টোকিও অলিম্পিকে পুরুষদের শুটিংয়ের স্কিট ইভেন্টে ব্রোঞ্চ পদক পেয়েছেন ৫৭ বছর বয়সী কুয়েতের আবদুল্লাহ আল-রশিদি। তাঁকেই টোকিওর সবথেকে বয়স্ক অ্যাথলিট বলা হচ্ছে। (সৌজন্যে-টুইটার)

2 / 5
 এই নিয়ে আবদুল্লাহ আল-রশিদি পঞ্চমবার অলিম্পিকে অংশ নিলেন।(সৌজন্যে-টুইটার)

এই নিয়ে আবদুল্লাহ আল-রশিদি পঞ্চমবার অলিম্পিকে অংশ নিলেন।(সৌজন্যে-টুইটার)

3 / 5
এর আগে আবদুল্লাহ আল-রশিদি রিও অলিম্পিকে ব্রোঞ্চ পদক পেয়েছিলেন। তবে সে বার তিনি স্বাধীন অ্যাথলিট হিসেবে অংশ নিয়েছিলেন। কারণ তখন কুয়েতকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নিষিদ্ধ ঘোষণা করেছিল।(সৌজন্যে-টুইটার)

এর আগে আবদুল্লাহ আল-রশিদি রিও অলিম্পিকে ব্রোঞ্চ পদক পেয়েছিলেন। তবে সে বার তিনি স্বাধীন অ্যাথলিট হিসেবে অংশ নিয়েছিলেন। কারণ তখন কুয়েতকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নিষিদ্ধ ঘোষণা করেছিল।(সৌজন্যে-টুইটার)

4 / 5
১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে প্রথমবার অংশগ্রহণ করেছিলেন আবদুল্লাহ আল-রশিদি। রিওতে পদক পেলেও দেশের পতাকা ছিল না। টোকিওতে গলায় পদকের সঙ্গে দেশের পতাকা হাতে নিয়ে রশিদির সেই হাসিমুখ কুয়েতবাসীর পাশাপাশি সকল দর্শকের মন ভরিয়ে দেয়।(সৌজন্যে-টুইটার)

১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে প্রথমবার অংশগ্রহণ করেছিলেন আবদুল্লাহ আল-রশিদি। রিওতে পদক পেলেও দেশের পতাকা ছিল না। টোকিওতে গলায় পদকের সঙ্গে দেশের পতাকা হাতে নিয়ে রশিদির সেই হাসিমুখ কুয়েতবাসীর পাশাপাশি সকল দর্শকের মন ভরিয়ে দেয়।(সৌজন্যে-টুইটার)

5 / 5
আবদুল্লাহ আল-রশিদি কিন্তু সোনার স্বপ্নও দেখছেন। টোকিওয় ব্রোঞ্চ পাওয়ার পর তিনি নিজেই জানিয়েছেন, তাঁর পরবর্তী লক্ষ্য ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে সোনা জয়। (সৌজন্যে-টুইটার)

আবদুল্লাহ আল-রশিদি কিন্তু সোনার স্বপ্নও দেখছেন। টোকিওয় ব্রোঞ্চ পাওয়ার পর তিনি নিজেই জানিয়েছেন, তাঁর পরবর্তী লক্ষ্য ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে সোনা জয়। (সৌজন্যে-টুইটার)

Next Photo Gallery