Submarine Vagir: পঞ্চম স্করপিন সাবমেরিন হিসেবে সমুদ্র মহড়া সাবেমেরিন ‘ভগির’-এর, দেখুন ছবি

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Feb 02, 2022 | 6:28 PM

Scorpene Submarine: স্করপিন শ্রেণির সাবমেরিন নৌবাহিনীর জন্য একটি মূল সম্পদ কারণ তাঁরা অ্যান্টি-সাবমেরিন যুদ্ধে অংশগ্রহণ করতে পারে।

1 / 5
সময়ের সঙ্গে ভারতে প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমেই উন্নত হচ্ছে। সেই উন্নয়নের অংশ হিসেবেই এদিন প্রথম পরীক্ষামূলক সমুদ্র অভিযানে নামল সাবেমেরিন 'ভগির' (Scorpene submarine Vagir)। বুধবার মুম্বই থেকে নিজের প্রথম সামুদ্রিক যাত্রা শুরু করে এই সাবমেরিন। গত বছর ডিসেম্বরে সমুদ্রযাত্রায় নামর কথা থাকলেও বিলম্ব হয়েছে। 'ভগির' নামটি একটি শিকারী সামুদ্রিক প্রজাতির স্যান্ড ফিশ থেকে নেওয়া হয়েছে।

সময়ের সঙ্গে ভারতে প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমেই উন্নত হচ্ছে। সেই উন্নয়নের অংশ হিসেবেই এদিন প্রথম পরীক্ষামূলক সমুদ্র অভিযানে নামল সাবেমেরিন 'ভগির' (Scorpene submarine Vagir)। বুধবার মুম্বই থেকে নিজের প্রথম সামুদ্রিক যাত্রা শুরু করে এই সাবমেরিন। গত বছর ডিসেম্বরে সমুদ্রযাত্রায় নামর কথা থাকলেও বিলম্ব হয়েছে। 'ভগির' নামটি একটি শিকারী সামুদ্রিক প্রজাতির স্যান্ড ফিশ থেকে নেওয়া হয়েছে।

2 / 5
ভারতীয় নৌসেনা জানিয়েছে, প্রোজেক্ট ৭৫ এর পঞ্চম সাবমেরিন ২০২০ সালের নভেম্বর মাসে মাজ়্যাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডে শুরু হয়েছিল। ২০২১ সালে ভারতীয় নৌসেনাকে দুটি স্করপিন সাবমেরিন দেয় মাজ়্যাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড। করোনা মহামারির কারণে সাবমেরিনে মহড়াতে বিলম্ব হয়েছে।

ভারতীয় নৌসেনা জানিয়েছে, প্রোজেক্ট ৭৫ এর পঞ্চম সাবমেরিন ২০২০ সালের নভেম্বর মাসে মাজ়্যাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডে শুরু হয়েছিল। ২০২১ সালে ভারতীয় নৌসেনাকে দুটি স্করপিন সাবমেরিন দেয় মাজ়্যাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড। করোনা মহামারির কারণে সাবমেরিনে মহড়াতে বিলম্ব হয়েছে।

3 / 5
নিজের সামুদ্রিক অভিযানের সময়, সাবমেরিনটি সমুদ্রে তাঁর সমস্ত সিস্টেম, প্রপালশন সিস্টেম, অস্ত্র এবং সেন্সর সহ সবধরনের আবশ্যিক পরীক্ষার মধ্য দিয়ে যাবে। গত বছর প্রজেক্ট ৭৫ এর আওতায় আইএনএস করঞ্জ (INS Karanj) এবং আইএনএস ভেলা (INS Vela)-কে মুম্বইতে নৌসেনা বাহিনীর অন্তর্ভুক্ত করা হয়েছিল।

নিজের সামুদ্রিক অভিযানের সময়, সাবমেরিনটি সমুদ্রে তাঁর সমস্ত সিস্টেম, প্রপালশন সিস্টেম, অস্ত্র এবং সেন্সর সহ সবধরনের আবশ্যিক পরীক্ষার মধ্য দিয়ে যাবে। গত বছর প্রজেক্ট ৭৫ এর আওতায় আইএনএস করঞ্জ (INS Karanj) এবং আইএনএস ভেলা (INS Vela)-কে মুম্বইতে নৌসেনা বাহিনীর অন্তর্ভুক্ত করা হয়েছিল।

4 / 5
স্করপিন শ্রেণির প্রথম সাবমেরিন হিসেবে আইএনএস কালাভারি (INS Kalavari) ২০১৭ সালে নৌসেনা বাহিনীর অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর ২০১৯ সালে আইএনএস খাণ্ডেরি ( INS Khanderi) নৌসেনার হাতে আসে। সবকটি সাবমেরিনই অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত এবং যেকোনও ধরনের লড়াইতে অংশগ্রহণ করতে পারে।

স্করপিন শ্রেণির প্রথম সাবমেরিন হিসেবে আইএনএস কালাভারি (INS Kalavari) ২০১৭ সালে নৌসেনা বাহিনীর অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর ২০১৯ সালে আইএনএস খাণ্ডেরি ( INS Khanderi) নৌসেনার হাতে আসে। সবকটি সাবমেরিনই অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত এবং যেকোনও ধরনের লড়াইতে অংশগ্রহণ করতে পারে।

5 / 5
স্করপিন শ্রেণির সাবমেরিন নৌবাহিনীর জন্য একটি মূল সম্পদ কারণ তাঁরা অ্যান্টি-সাবমেরিন যুদ্ধে অংশগ্রহণ করতে পারে। এই সাবমেরিনগুলি বিভিন্ন ধরণের টর্পেডো এবং মিসাইল সিস্টেম চালু করতে সক্ষম। সাবমেরিনগুলি নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের ব্যবস্থার একটি পরিসীমা দিয়ে সজ্জিত।

স্করপিন শ্রেণির সাবমেরিন নৌবাহিনীর জন্য একটি মূল সম্পদ কারণ তাঁরা অ্যান্টি-সাবমেরিন যুদ্ধে অংশগ্রহণ করতে পারে। এই সাবমেরিনগুলি বিভিন্ন ধরণের টর্পেডো এবং মিসাইল সিস্টেম চালু করতে সক্ষম। সাবমেরিনগুলি নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের ব্যবস্থার একটি পরিসীমা দিয়ে সজ্জিত।

Next Photo Gallery