প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ও জাতীয় দলের কোচ। প্রথম ভারতীয় যিনি এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন। ১৯৮৪ সালের রঞ্জি ট্রফিতে বরোদার বিরুদ্ধে। মুম্বইয়ের ব্যাটার স্পিনার তিলক রাজের এক ওভারে ছয়টি ছয়ের নজির গড়েন।(ছবি:টুইটার)
এক ওভারে ছয় ছক্কার কথা ভাবলেই প্রথম যে নামটি মাথায় আসে তিনি হলেন যুবরাজ সিং। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে ডারবানের কিংসমিডে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে সংহার করেছিলেন যুবি। ১২ বলে দ্রুততম টি-২০ অর্ধশতরানের রেকর্ডও গড়েন।(ছবি:টুইটার)
ওয়েস্ট ইন্ডিজে ২০০৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে এই কৃতিত্ব অর্জন করেন হার্শেল গিবস। যুবরাজের ছয় ছক্কার নজির গড়ার কয়েক মাস আগে। দক্ষিণ আফ্রিকান ব্যাটার নেদারল্যান্ডসের ড্যান ভ্যান বুঞ্জের এক ওভারে ছয়টি ছক্কা মেরেছিলেন। (ছবি:টুইটার)
এক ওভারে সর্বোচ্চ ছয়টি ছয় হাঁকানো প্রথম ব্যাটার স্যার গারফিল্ড সোবার্স। ১৯৬৮ সালে নটিংহ্যামশায়ারের হয়ে পেসার ম্যালকম ন্যাশের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন।(ছবি:টুইটার)
২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়ার লিগে কাবুল জওয়ানানের হয়ে খেলার সময় ওপেনার হজরতুল্লাহ জাজাই বালখের কিংবদন্তি স্পিনার আবদুল্লাহ মাজারির এক ওভারে ৬ ছক্কা হাঁকান। (ছবি:টুইটার)
গত বছর মার্চের ঘটনা। আন্তর্জাতিক টি-২০তে দ্বিতীয় ব্যাটার হিসেবে ছয় বল ছয় ছক্কার রেকর্ড গড়েন কায়রন পোলার্ড। অ্যান্টিগায় শ্রীলঙ্কার রহস্য স্পিনার আকিলা ধনঞ্জয়াকে নির্মমভাবে পিটিয়েছিলেন পোলার্ড। ধনঞ্জয়ার হ্যাটট্রিকের ঠিক পরেই এই ঘটনা ঘটে। ছবি:টুইটার)