Vitamin E: এই তেলের এক ফোঁটায় সুন্দর হবে ত্বক, জানুন ভিটামিন ই-র ম্যাজিক!
TV9 Bangla Digital | Edited By: megha
Jul 24, 2022 | 6:37 PM
Skin Care: মুখের দাগ দূর করতে উপকারী ভিটামিন ই। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ভিটামিন ই ত্বকের ক্ষতকে সেরে তুলতে সাহায্য করে। এতে কোলাজেন রয়েছে যা নতুন ত্বক গঠনে সাহায্য করে। ব্রণর দাগও দূরে ভিটামিন ই।
1 / 6
মুখের দাগ দূর করতে উপকারী ভিটামিন ই। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ভিটামিন ই ত্বকের ক্ষতকে সেরে তুলতে সাহায্য করে। এতে কোলাজেন রয়েছে যা নতুন ত্বক গঠনে সাহায্য করে। ব্রণর দাগও দূরে ভিটামিন ই।
2 / 6
বয়সের আগেই মুখে বলিরেখা পড়েছে? আজ থেকেই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করুন। এটি ত্বকের উপর বয়সের ছাপ পড়তে দেয় না। ভিটামিন ই ত্বককে কোমল, সুন্দর করে তুলতে সাহায্য করে।
3 / 6
ত্বকের কোনও অংশে মেলানিনের পরিমাণ বেড়ে গেলে ওই অংশ ত্বকের অন্যান্য অংশের তুলনায় কালচে দেখায়। ত্বকের ওই অংশের উপর প্রতিদিন ভিটামিন ই ব্যবহার করলে ধীরে ধীরে হাইপারপিগমেন্টেশনের সমস্যা কমে যায়।
4 / 6
বছরভর ঠোঁট ফাটার সমস্যায় ভোগেন? লিপবামের বদলে ভিটামিন ই ব্যবহার করতে পারেন ঠোঁটে। অনেক সময় ঠোঁট কালচে হয়ে যায়। সেই ক্ষেত্রেও আপনি ভিটামিন ই ব্যবহার করতে পারেন।
5 / 6
সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে ত্বককে বাঁচাতে ভিটামিন ই ব্যবহার করুন। সানস্ক্রিন ব্যবহারের আগে ভিটামিন ই ব্যবহার করুন ত্বকের উপর। প্রয়োজনে আপনি সানস্ক্রিনের সঙ্গে ভিটামিন ই মিশিয়েও ব্যবহার করতে পারেন।
6 / 6
শুষ্ক হাতের সমস্যায় ভোগেন অনেকেই। অনেক সময় হাতেও বয়সের ছাপ লক্ষ্য করা যায়। হ্যান্ড ক্রিম ব্যবহার করে যদি ফল না পান, তাহলে ভিটামিন ই ব্যবহার করুন। ভিটামিন ই ক্যাপসুল কেটে ওর মধ্যে থাকা তেলটি ব্যবহার করলেই ফল পাবেন।