Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood’s Stunt performer: ৭ বলিউড সুপারস্টারের ‘বডি ডাবল’দের চেনেন?

বলিউড তারকারা প্রায় সুপারহিরোর মতো। অভিনেতারা সিংহদের সঙ্গে একা হাতে লড়াই করে, ঘুষি মেরে ফাটিয়ে দিচ্ছে, কিংবা দিচ্ছেন মরণঝাঁপ, তবে সত্যিই কি অন ক্যামেরায় তাঁরা এটা করছে? না বোধহয়। গ্যালারিতে রয়েছে ৭ বডি ডাবল যাঁরা তাদের জীবনকে ঝুঁকি নিয়ে দর্শকদের কাছে তাঁদের প্রিয় তারকাদের ‘সুপারহিরো’ করেই রেখে দিয়েছেন।

| Edited By: | Updated on: Jul 03, 2021 | 11:46 AM
পারভেজ কাজি সলমনের ছবি ‘টাইগার জ়িন্দা হ্যাঁয়’, ‘দাবাং- থ্রি’, ‘রেস-থ্রি’ এবং আরও অনেক ছবিতে অভিনয় করেছেন।

পারভেজ কাজি সলমনের ছবি ‘টাইগার জ়িন্দা হ্যাঁয়’, ‘দাবাং- থ্রি’, ‘রেস-থ্রি’ এবং আরও অনেক ছবিতে অভিনয় করেছেন।

1 / 7
সানোবার পর্দিওয়ালা। ঐশ্বর্য্য রাই বচ্চন, করিনা কাপুর, ক্যাটরিনা কইফ, প্রিয়াঙ্কা চোপড়ার বিপজ্জনক সব স্টান্ট পারফর্ম করেছেন সানোবার।

সানোবার পর্দিওয়ালা। ঐশ্বর্য্য রাই বচ্চন, করিনা কাপুর, ক্যাটরিনা কইফ, প্রিয়াঙ্কা চোপড়ার বিপজ্জনক সব স্টান্ট পারফর্ম করেছেন সানোবার।

2 / 7
‘রাবণ’ ছবিতে অভিষেক বচ্চনের বডি ডাবলে অভিনয় করেছেন এম. এস. বলরাম।

‘রাবণ’ ছবিতে অভিষেক বচ্চনের বডি ডাবলে অভিনয় করেছেন এম. এস. বলরাম।

3 / 7
অক্ষয় নিজেই যাবতীয় স্টান্ট পারফর্ম করলেও কিছু ছবিতে তাঁর দরকার পড়েছে শিব দর্শনকে।

অক্ষয় নিজেই যাবতীয় স্টান্ট পারফর্ম করলেও কিছু ছবিতে তাঁর দরকার পড়েছে শিব দর্শনকে।

4 / 7
গত ১৫ বছর ধরে প্রশান্ত ওয়াডলে শাহরুখ খানের বেশিরভাগ ছবিতে বডি ডাবলের কাজ করে চলেছেন।

গত ১৫ বছর ধরে প্রশান্ত ওয়াডলে শাহরুখ খানের বেশিরভাগ ছবিতে বডি ডাবলের কাজ করে চলেছেন।

5 / 7
মানসুর খান। ঋত্বিক রোশনের বেশিরভাগ ছবিতে মানুসুর তাঁর স্টান্টম্যানের চরিত্রে অভিনয় করেছেন।

মানসুর খান। ঋত্বিক রোশনের বেশিরভাগ ছবিতে মানুসুর তাঁর স্টান্টম্যানের চরিত্রে অভিনয় করেছেন।

6 / 7
সম্প্রতি তাপসী পান্নুর বডি ডাবল হয়ে কাজ করলেন সাক্ষী মেহতা।

সম্প্রতি তাপসী পান্নুর বডি ডাবল হয়ে কাজ করলেন সাক্ষী মেহতা।

7 / 7
Follow Us: