Hair Care Ingredients: চুলের সঠিক যত্নে দামি পণ্য নয়, রান্নাঘরের এই ৮টি জিনিস দিয়েই হবে কেল্লাফতে
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Aug 04, 2022 | 10:21 AM
Hair Care Tips: নিয়মিত চুলের যত্নের জন্য নামী-দামী পণ্যের ব্যবহার করলেও মনের মত ফল পাচ্ছেন না? সঠিক পরিচর্চার জন্য বিদেশি পণ্য আর নয়, কারণ রান্নাঘরেই লুকিয়ে রয়েছে চুলের পরিচর্চার আসল উপাদান।
1 / 11
সঠিক পরিচর্চার জন্য বিদেশি পণ্য আর নয়, কারণ রান্নাঘরেই লুকিয়ে রয়েছে চুলের পরিচর্চার আসল উপাদান।
2 / 11
সস্তায় পুষ্টিকর। বাইরের দূষণ, ধুলো-বালি থেকে রক্ষা করতে চাই সঠিক উপাদান। চুলের যত্নও ত্বকের যত্নের মত গুরুত্বপূর্ণ। পার্লারে গিয়ে গাদা খরচ না করে বাড়িতেই প্রাকৃতিক উপায়ে চুলের পরিচর্চা করা সম্ভব।
3 / 11
ত্বকের যত্নের পাশাপাশি চুলের যত্নের রুটিনও মেনে চলা উচিত। আর সেই কারণেই রান্নাঘরে লুকিয়ে থাকা সঠিক উপাদানগুলি ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হবে।
4 / 11
কলা: চুলের জন্য ভাল, তাতে কোনও সন্দেহ নেই। কলার মধ্যে থাকা সিলিকা শরীরের কোলাজেন তৈরি করতে সাহায্য করে ও চুল ঘন ও মজবুত করে। এতে রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য। তাতে শুষ্ক ও ফ্ল্যাকি ত্বকের নিরাময় করে। কলার হেয়ার মাস্ক খুশকি তাড়াতে সাহায্য করে।
5 / 11
ডিম: ডিমের কুসুম চুলের গোড়ায় পুষ্টি জোগাতে সাহায্য করে। নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের আগা ভেঙে যাওয়ার প্রবণতা কমায় ও মজবুত করে। চুলের বৃদ্ধির জন্য প্রোটিন সবসময়ই ভাল।
6 / 11
দুধ: এতে রয়েছে লিপিড ও প্রোটিনে সংমিশ্রণ। তাতে চুল থাকে মজবুত ও পুষ্টিতে ভরপুর। ক্যালসিয়াম চুলের বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া পাতলা চুল ঘন করতে দুধ দিয়ে হেয়ার মাস্ক তৈরি করে ১ ঘণ্টা অপেক্ষা করুন। চকচকে , স্বাস্থ্যকর চুলের জন্য এটি ধুয়ে ফেলা দরকার।
7 / 11
মেথি: সিল্কি চুলের জন্য প্রাচীনকাল থেকেই মেথির ব্যবহার হয়ে আসছে। খুশকি, চুল পড়া রোধ করার পাশাপাশি মেথি বীজ ভিটামিন সি, আয়রন, প্রোটিন ও পটাসিয়াম সরবরাহ করে তুলকে সিল্কি ও চকচকে করে তোলে।
8 / 11
অলিভ অয়েল: দীর্ঘ, সিল্কি চুল পেতে অলিভ অয়েল ব্যবহার করা উচিত। মাথার ত্বকে ও চুলে হালকা গরম অলিভ অয়েল লাগান। তারপরে চুলে আলতো করে তেল মালিশ করে গরম তোয়ালে দিয়ে ঢেকে রাখুন। হালকা সালফেট-মুক্ত শ্যাম্পু দিয়ে চুল ধোওয়ার পর কন্ডিশনার ব্যবহার করুন।
9 / 11
মেয়োনিজ: হেয়ার মাস্ক হিসেবে মেয়োনিজ অসাধারণ। চুলের গোড়া থেকে মজবুত করতে ও চকচকে করতে সাহায্য করে। তেল ও ডিম হেয়ার মাস্কের মূল উপাদান। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, তাতে চুলের ফলিকলগুলি ঘন ও শক্তিশালী করতে সহায়তা করে।
10 / 11
চায়ের জল: চায়ের লিকার চুলের যেকোনও ক্ষতি থেকে রক্ষা করে। বিশেষ করে সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে রক্ষা করে। মাথার ত্বকের জ্বালাভাব, চুলকানি, খুশকির সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে।
11 / 11
বিয়ার: বর্তমানে বিয়ার শ্যাম্পু বেশ ট্রেন্ড। এতে রয়েছে তামা, ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম ও অ্যান্টি-অক্সিডেন্ট। চুলের বৃদ্ধিতে ও পুষ্টি জোগান দিতে সাহায্য করে।