Turles: ৯৯টি কচ্ছপ উদ্ধার! কোথা থেকে জানেন?
Subhotosh Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক
Jan 08, 2024 | 5:53 PM
Turles: আরপিএফ সূত্রে জানা গিয়েছে, আনন্দবিহার-মালদা টাউন এক্সপ্রেসের এস-৫ কোচে এক যুবকের কাছে সন্দেহজনক চারটি ভারী ব্যাগ দেখা যায়। ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছতেই আরপিএফের একটি দল ওই কোচে হানা দেন।
1 / 5
বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার। প্রায় ৯৯টি কচ্ছপ উদ্ধার হয়েছে। গ্রেফতার উত্তর প্রদেশের এক যুবক। পাচারের জন্যে ওই যুবক নিয়ে যাচ্ছিল কচ্ছপগুলিকে।
2 / 5
অভিযুক্তকে গ্রেফতার করেছে মালদহ টাউন স্টেশনের আরপিএফ। উদ্ধার হওয়া কচ্ছপগুলি বন দপ্তরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
3 / 5
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, আনন্দবিহার-মালদা টাউন এক্সপ্রেসের এস-৫ কোচে এক যুবকের কাছে সন্দেহজনক চারটি ভারী ব্যাগ দেখা যায়। ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছতেই আরপিএফের একটি দল ওই কোচে হানা দেন।
4 / 5
তল্লাশি চালিয়ে চারটি ব্যাগ থেকে উদ্ধার হয় ৯৯টি বিরল প্রজাতির কচ্ছপ। গ্রেফতার করা হয় ওই যুবককে।
5 / 5
ধৃত যুবকের নাম শুভম । বাড়ি উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার দেহাত কোতোয়ালি এলাকায়।