Turles: ৯৯টি কচ্ছপ উদ্ধার! কোথা থেকে জানেন?

Subhotosh Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 08, 2024 | 5:53 PM

Turles: আরপিএফ সূত্রে জানা গিয়েছে, আনন্দবিহার-মালদা টাউন এক্সপ্রেসের এস-৫ কোচে এক যুবকের কাছে সন্দেহজনক চারটি ভারী ব্যাগ দেখা যায়। ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছতেই আরপিএফের একটি দল ওই কোচে হানা দেন।

1 / 5
বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার। প্রায় ৯৯টি কচ্ছপ উদ্ধার হয়েছে। গ্রেফতার উত্তর প্রদেশের এক যুবক। পাচারের জন্যে ওই যুবক নিয়ে যাচ্ছিল কচ্ছপগুলিকে।

বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার। প্রায় ৯৯টি কচ্ছপ উদ্ধার হয়েছে। গ্রেফতার উত্তর প্রদেশের এক যুবক। পাচারের জন্যে ওই যুবক নিয়ে যাচ্ছিল কচ্ছপগুলিকে।

2 / 5
অভিযুক্তকে গ্রেফতার করেছে মালদহ টাউন স্টেশনের আরপিএফ। উদ্ধার হ‌ওয়া কচ্ছপগুলি বন দপ্তরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

অভিযুক্তকে গ্রেফতার করেছে মালদহ টাউন স্টেশনের আরপিএফ। উদ্ধার হ‌ওয়া কচ্ছপগুলি বন দপ্তরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

3 / 5
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, আনন্দবিহার-মালদা টাউন এক্সপ্রেসের এস-৫ কোচে এক যুবকের কাছে সন্দেহজনক চারটি ভারী ব্যাগ দেখা যায়। ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছতেই আরপিএফের একটি দল ওই কোচে হানা দেন।

আরপিএফ সূত্রে জানা গিয়েছে, আনন্দবিহার-মালদা টাউন এক্সপ্রেসের এস-৫ কোচে এক যুবকের কাছে সন্দেহজনক চারটি ভারী ব্যাগ দেখা যায়। ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছতেই আরপিএফের একটি দল ওই কোচে হানা দেন।

4 / 5
তল্লাশি চালিয়ে চারটি ব্যাগ থেকে উদ্ধার হয় ৯৯টি বিরল প্রজাতির কচ্ছপ। গ্রেফতার করা হয় ওই যুবককে।

তল্লাশি চালিয়ে চারটি ব্যাগ থেকে উদ্ধার হয় ৯৯টি বিরল প্রজাতির কচ্ছপ। গ্রেফতার করা হয় ওই যুবককে।

5 / 5
ধৃত যুবকের নাম শুভম । বাড়ি উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার দেহাত কোতোয়ালি এলাকায়।

ধৃত যুবকের নাম শুভম । বাড়ি উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার দেহাত কোতোয়ালি এলাকায়।

Next Photo Gallery