Calendar: ইতিহাস যেন জীবন্ত! জ্ঞানের প্রসারের জন্য নতুন বছরের ক্যালেন্ডার তৈরি করল আইআইটি খড়গপুর

TV9 Bangla Digital | Edited By: megha

Dec 28, 2021 | 4:42 PM

বছর শেষ হতে আর ক'দিন মাত্র বাকি। এরই মধ্যে একটি ক্যালেন্ডার তৈরি করা হল ইন্ডিয়ান ইনস্টি‌টিউট অফ টেকনলজি, খড়গপুর (আইআইটি) এর তরফ থেকে। এই ক্যালেন্ডারের বিষয়বস্তু হল ভারতীয় জ্ঞান ব্যবস্থার ভিত্তি পুনরুদ্ধার করা। ক্যালেন্ডারের প্রতি পাতায় ইতিহাস যেন ফুটে উঠেছে। কোন পৃষ্ঠায় কী তথ্য আপনার জন্য রয়েছে, দেখে নিন...

1 / 12
জানুয়ারি মাসে যে ছবি ও তথ্য ব্যবহার করা হয়েছে তা হল ভারতের প্রাচীন সভ্যতার। মাউন্ট কৈলাশের একটি ছবি এখানে ব্যবহার করা হয়েছে এবং শিরোনামে লেখা রয়েছে, 'ভারতের পবিত্র স্থান'। এই কৈলাশ হিমাবহ থেকে উৎপত্তি দুটি সভ্যতা সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা রয়েছে।

জানুয়ারি মাসে যে ছবি ও তথ্য ব্যবহার করা হয়েছে তা হল ভারতের প্রাচীন সভ্যতার। মাউন্ট কৈলাশের একটি ছবি এখানে ব্যবহার করা হয়েছে এবং শিরোনামে লেখা রয়েছে, 'ভারতের পবিত্র স্থান'। এই কৈলাশ হিমাবহ থেকে উৎপত্তি দুটি সভ্যতা সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা রয়েছে।

2 / 12
সিন্ধু উপত্যকায় আর্য‌ ঋষিদের যে স্বস্তিক চিহ্ন ও সময়ের তীর পাওয়া যায়, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে ফেব্রুয়ারির পৃষ্ঠায়। এর সঙ্গে সেই সময় পাওয়া স্বস্তিক চিহ্নের ছবি দেওয়া হয়েছে এখানে এবং শিরোনামে আবর্তনশীল সময় ও পুনর্জন্ম।

সিন্ধু উপত্যকায় আর্য‌ ঋষিদের যে স্বস্তিক চিহ্ন ও সময়ের তীর পাওয়া যায়, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে ফেব্রুয়ারির পৃষ্ঠায়। এর সঙ্গে সেই সময় পাওয়া স্বস্তিক চিহ্নের ছবি দেওয়া হয়েছে এখানে এবং শিরোনামে আবর্তনশীল সময় ও পুনর্জন্ম।

3 / 12
মার্চ‌ মাসের পৃষ্ঠায় ব্যবহার করা হয়েছে একটি বৌদ্ধ মূর্তির ছবি। শিরোনামে লেখা স্থান-কাল-কার্যকারণের নীতি।

মার্চ‌ মাসের পৃষ্ঠায় ব্যবহার করা হয়েছে একটি বৌদ্ধ মূর্তির ছবি। শিরোনামে লেখা স্থান-কাল-কার্যকারণের নীতি।

4 / 12
এই ক্যালেন্ডারের এপিল মাসের পৃষ্ঠার শিরোনামে লেখা 'অ-রৈখিক প্রবাহ এবং পরিবর্তন'। প্রবাহ আর্য‌রা জেনে ছিল এবং এটি সিন্ধ সভ্যতার সঙ্গে যুক্ত সেই বিষয়ে আলোচনা করা রয়েছে এখানে।

এই ক্যালেন্ডারের এপিল মাসের পৃষ্ঠার শিরোনামে লেখা 'অ-রৈখিক প্রবাহ এবং পরিবর্তন'। প্রবাহ আর্য‌রা জেনে ছিল এবং এটি সিন্ধ সভ্যতার সঙ্গে যুক্ত সেই বিষয়ে আলোচনা করা রয়েছে এখানে।

5 / 12
মে মাসের পৃষ্ঠায় যে ছবিটি ব্যবহার করা হয়েছে তা হল এক মহিলার। এর সঙ্গে শিরোনামে লেখা 'সেকরেড ফেমিনাইন দ্য মাট্রিক্স'। এবং এখানে এটাও উল্লেখ করা রয়েছে যে, আর্য‌রা মনে করত ম্যাট্রিক্স হল মহাজাগতিক কাজের গর্ভ এবং এর নিদর্শন সিন্ধু উপত্যকার শিল্পকর্মগুলিতে লক্ষ্য করা যায়।

মে মাসের পৃষ্ঠায় যে ছবিটি ব্যবহার করা হয়েছে তা হল এক মহিলার। এর সঙ্গে শিরোনামে লেখা 'সেকরেড ফেমিনাইন দ্য মাট্রিক্স'। এবং এখানে এটাও উল্লেখ করা রয়েছে যে, আর্য‌রা মনে করত ম্যাট্রিক্স হল মহাজাগতিক কাজের গর্ভ এবং এর নিদর্শন সিন্ধু উপত্যকার শিল্পকর্মগুলিতে লক্ষ্য করা যায়।

6 / 12
জুন মাসে যে তথ্য ও ছবি এখানে তুলে ধরা হয়েছে তা অন্যান্যগুলির থেকে সম্পূর্ণরূপে আলাদা। এখানে স্রিঙ্গা ঋষিকে ইউনিক্রন বলা হচ্ছে। এর সঙ্গে এখানে লেখা রয়েছে, আলোর মেরুদণ্ডের স্তম্ভ, কপাল থেকে একটি তলোয়ারের বিবর্তন, আর্য ঋষিরা সিন্ধু উপত্যকা আইকনোগ্রাফিতে (৫৫০০ - ২০০০ খ্রিস্টপূর্বাব্দ) স্পষ্ট ভাবে উপলব্ধি করেছিলেন।

জুন মাসে যে তথ্য ও ছবি এখানে তুলে ধরা হয়েছে তা অন্যান্যগুলির থেকে সম্পূর্ণরূপে আলাদা। এখানে স্রিঙ্গা ঋষিকে ইউনিক্রন বলা হচ্ছে। এর সঙ্গে এখানে লেখা রয়েছে, আলোর মেরুদণ্ডের স্তম্ভ, কপাল থেকে একটি তলোয়ারের বিবর্তন, আর্য ঋষিরা সিন্ধু উপত্যকা আইকনোগ্রাফিতে (৫৫০০ - ২০০০ খ্রিস্টপূর্বাব্দ) স্পষ্ট ভাবে উপলব্ধি করেছিলেন।

7 / 12
জুলাই মাসের পৃষ্ঠায় সময় ও যুগকে বোঝানো হয়েছে। এখানে সেই তথ্য দেওয়া হয়েছে যেখান থেকে ধারণা করা যায় যে, আলোর স্তম্ভ, স্কম্ভ সিন্ধু সভ্যতার সঙ্গে যুক্ত।

জুলাই মাসের পৃষ্ঠায় সময় ও যুগকে বোঝানো হয়েছে। এখানে সেই তথ্য দেওয়া হয়েছে যেখান থেকে ধারণা করা যায় যে, আলোর স্তম্ভ, স্কম্ভ সিন্ধু সভ্যতার সঙ্গে যুক্ত।

8 / 12
অগস্ট মাসের পৃষ্ঠায় মহাজাগতিক প্রতিসাম্য সেপ্টপলেট কর্ড নিয়ে যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি সেই সময়ের খুঁজে পাওয়া নিদর্শনের ছবি এই পৃষ্ঠায় দেওয়া হয়েছে।

অগস্ট মাসের পৃষ্ঠায় মহাজাগতিক প্রতিসাম্য সেপ্টপলেট কর্ড নিয়ে যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি সেই সময়ের খুঁজে পাওয়া নিদর্শনের ছবি এই পৃষ্ঠায় দেওয়া হয়েছে।

9 / 12
কেন একটি আর্য আক্রমণ ধারণা নকল করা হয়েছিল? সেই বিষয়ে, ভারতীয় ভাষা নিয়ে সবিস্তারে আলোচনা করা রয়েছে সেপ্টেম্বরের পৃষ্ঠায়।

কেন একটি আর্য আক্রমণ ধারণা নকল করা হয়েছিল? সেই বিষয়ে, ভারতীয় ভাষা নিয়ে সবিস্তারে আলোচনা করা রয়েছে সেপ্টেম্বরের পৃষ্ঠায়।

10 / 12
শব্দার্থবিদ্যা এবং সেমিওটিক্সের সমতা সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে অক্টোবর মাসের পৃষ্ঠায়।

শব্দার্থবিদ্যা এবং সেমিওটিক্সের সমতা সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে অক্টোবর মাসের পৃষ্ঠায়।

11 / 12
নভেম্বর মাসে রয়েছে বিবাদের সূত্রপাত এবং সাম্রাজ্যবাদ একটি আক্রমণ সম্পর্কে। এখানে তিন জন দার্শনিকের অবদান সম্পর্কে লেখা রয়েছে।

নভেম্বর মাসে রয়েছে বিবাদের সূত্রপাত এবং সাম্রাজ্যবাদ একটি আক্রমণ সম্পর্কে। এখানে তিন জন দার্শনিকের অবদান সম্পর্কে লেখা রয়েছে।

12 / 12
আর্য‌ ফ্যালাসি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কিত তথ্য দেওয়া রয়েছে ডিসেম্বরের পৃষ্ঠায়। এখানে উল্লেখ রয়েছে হিটলারেরও।

আর্য‌ ফ্যালাসি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কিত তথ্য দেওয়া রয়েছে ডিসেম্বরের পৃষ্ঠায়। এখানে উল্লেখ রয়েছে হিটলারেরও।

Next Photo Gallery