Child Rights: শিশুর অভিভাবকত্বে মা-বাবা উভয়ের অধিকারের জন্য ‘ওয়াকাথন ২০২১’-র নয়া আয়োজন!
TV9 Bangla Digital | Edited By: aryama das
Nov 16, 2021 | 6:44 PM
উপস্থিত ছিলেন শ্রী দেবাশিস কুমার, এম.এল.এ; সম্বরন ব্যানার্জি, প্রাক্তন বেঙ্গল ক্যাপ্টেন এবং রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন এবং পন্ডিত মল্লার ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্বরা...
1 / 4
কলকাতা, ১৪ নভেম্বর ২০২১: শিশু দিবসে বেসরকারি সংস্থা 'আয়ুষ্মান' (যারা মূলত শিশু অধিকার রক্ষার ব্যাপারে কাজ করে) ধর্মতলার ভিক্টোরিয়া হাউস (সিইএসসি প্রধান কার্যালয়) থেকে প্রেসক্লাব পর্যন্ত সমস্ত কোভিড-১৯ প্রোটোকল মেনে একটি শান্তিপূর্ণ পদযাত্রার আয়োজন করে যা সমাপ্ত হয় প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রী দেবাশিস কুমার, এম.এল.এ; সম্বরন ব্যানার্জি, প্রাক্তন বেঙ্গল ক্যাপ্টেন এবং রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন এবং পন্ডিত মল্লার ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্বরা।
2 / 4
শিশুরা বাবা-মায়ের মধ্যে বিবাদের ফলে বেশিরভাগ সময়ই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারা বাবা-মা উভয়ের কাছ থেকে ভালবাসা, যত্ন এবং স্নেহ পাওয়ার অধিকার সহ বিভিন্ন জিনিস থেকেও বঞ্চিত হয়। এটিও অত্যন্ত দুঃখজনক যে শিশুদের কখনও কখনও টাকা আদায়ের হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হয়। বিভিন্ন আদালতের আদেশ অনেক ক্ষেত্রে তাদের প্রতি সংবেদনশীল হয়না যা শিশুদের মানসিক সুস্থতার বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়ায়। এই ধরনের শিশুদের সম্পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করার জন্য এবং তাদের সামান্য 'কেস' হিসাবে বিবেচনা না করার জন্য, আয়ুষ্মান ১৪ই নভেম্বর (শিশু দিবস) থেকে একটি ধারাবাহিক ক্যাম্পেইন শুরু করছে। দেশের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময় এই কার্যক্রম চলবে। বিভিন্ন দিনে পারিবারিক আদালতের বাইরে বিভিন্ন স্থানে এটির পুনরাবৃত্তিও করা হবে শান্তিপূর্ণভাবে। এর মূল উদ্দেশ্য হল দেশের ভবিষ্যৎ নাগরিক অর্থাৎ শিশুদের স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিচার বিভাগকে অনুরোধ করা এবং বিচ্ছেদের পরেও পিতামাতা উভয়ের সঙ্গে শিশুর থাকার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে প্রাধান্য দেওয়া।
3 / 4
আয়ুষ্মান ইনিশিয়েটিভ ফর চাইল্ড রাইটস-এর চেয়ারম্যান, ড. শৈবাল বসু বলেছেন যে "আমাদের দেশের শিশুদের সহজাত মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে সরকার ও বিচারব্যবস্থার শীর্ষস্থানীয়দের আরও সচেতন হওয়া দরকার। আয়ুষ্মান ইনিশিয়েটিভ ফর চাইল্ড রাইটস-এ আমাদের প্রচেষ্টা হল শিশুদের প্রতি যেকোনো রকমের অন্যায়ের বিরুদ্ধে ইতিবাচক পরিবর্তন আনার যাতে আমরা ভারতের স্বাধীন নাগরিক হিসাবে তাদের অধিকার পুনরুদ্ধার করতে পারি। আমরা এই লক্ষ্যে সফল হওয়ার জন্য দেশের মিডিয়ার সক্রিয় সহযোগিতা কামনা করি।"
4 / 4
আয়ুষ্মান ইনিশিয়েটিভ ফর চাইল্ড রাইটস-এর সেক্রেটারি, অরিজিৎ মিত্র বলেন, "পিতামাতার বিচ্ছিন্ন হওয়া শিশুমনে প্রভাব ফেলে এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাদের 'ডিভোর্স' থেকে শিশুমন মারাত্মকভাবে প্রভাবিক্ষতিগ্রস্ত হয় অজান্তেই। যদিও বাবা-মা উভয়েই সন্তানের জন্য লড়াই না করেই সহ-অভিভাবকত্বের সমান সুযোগ লাভ করলে এজাতীয় সমস্যা এড়ানো যেতে পারে। আমাদের মূলমন্ত্র হল কোনো স্লোগান ছাড়া শান্তিপূর্ণ পদযাত্রার মাধ্যমে এই সমস্যার ব্যাপার সরকারের কাছে তুলে ধরা। কলকাতা ছাড়াও, আমরা দিল্লি, ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদ যেখানে আমাদের স্যাটেলাইট চ্যাপ্টার রয়েছে সেই সমস্ত জায়গায় এই বিষয়ের উপর এবং ক্রমাগত সারা দেশে ভুক্তভুগি শিশুদের জন্য দ্রুত বিচার বিভাগকে অবগত করার প্রয়াস চালিয়ে যাচ্ছি।"