বুয়েনস আইরেস শহরের প্রান্তে, এক কবরস্থানে সমাধিস্থ করা হল দিয়েগো আর্মান্দো মারাদোনাকে (Diego Maradona)। এই কবরস্থানেই তাঁর মা-বাবাকে সমাধিস্থ করা হয়েছিল। পরিবারের সদস্য ও তাঁর কাছের বন্ধু-বান্ধবের উপস্থিতিতে সমাধিস্থ করা হল দিয়েগো আর্মান্দো মারাদোনাকে (Diego Maradona)।