সার্ধশতবর্ষের আলোয় অবনীন্দ্রনাথ ঠাকুর, দেখুন অবন ঠাকুরের বিভিন্ন অদেখা ছবি
TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty
Aug 07, 2021 | 3:44 PM
আজ অবনীন্দ্রনাথ ঠাকুরের ১৫০ বছরের জন্মদিন। একজন শিল্পী তাঁর জীবদ্দশার পরও কালজয়ী হয়ে বেঁচে থাকেন তাঁর সৃষ্টিতে। নালক, বুড়ো আংলা, ক্ষীরের পুতুল আর রাজকাহিনীর জনকের শিল্পী সত্ত্বার ঝাঁকি দর্শন রইল আজকের এই ফোটো গ্যালারিতে।
1 / 9
আজ অবনীন্দ্রনাথ ঠাকুরের ১৫০ বছরের জন্মদিন। একজন শিল্পী তাঁর জীবদ্দশার পরও কালজয়ী হয়ে বেঁচে থাকেন তাঁর সৃষ্টিতে। প্রথমে ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্টস আর তারপর বেঙ্গল স্কুল অব আর্টস তৈরি করে অবনীন্দ্রনাথ ভারতীয় শিল্পে ইংরেজ শিল্পকলার প্রভাব দূর করতে চেয়েছিলেন। নালক, বুড়ো আংলা, ক্ষীরের পুতুল আর রাজকাহিনীর জনকের শিল্পী সত্ত্বার ঝাঁকি দর্শন রইল আজকের এই ফোটো গ্যালারিতে।
2 / 9
রবি কাকার সঙ্গে এসরাজ বাজাচ্ছেন তরুণ অবনীন্দ্রনাথ ঠাকুর। গান গাইছেন রবীন্দ্রনাথ ।
3 / 9
ভারতীয় শিল্পকলার যে আঁভা গার্দে মুভমেন্ট হয়েছিল স্বদেশীয়ানার বুনিয়াদের ওপর ভিত্তি করে সেই আন্দোলনের পুরোধা ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর এবং ইভি হ্যাভেল। কলকাতা এবং শান্তিনিকেতনে শুরু হওয়া বেঙ্গল স্কুল অব আর্টস কালক্রমে পশ্চিমী শিল্পকলার বিরুদ্ধ স্রোত হয়ে ছড়িয়ে পড়ে সারা দেশে। বেঙ্গল স্কুল অব আর্টসের শুরুর দিকে এই ছবি। পিছনের সারিতে বাঁদিক থেকে ২য় অবনীন্দ্রনাথ এবং সামনের সারিতে মূর্তির ডান দিকে নন্দলাল বসু।
4 / 9
ভারতীয় শিল্পীদের মধ্যে ইংরেজি শিল্পকলার প্রভাব ঘুচিয়ে দেবার জন্য স্বদেশী মুঘল ও রাজপুত পেইন্টিংকে অস্ত্র করেন অবন ঠাকুর। জাপানি ওয়াশ পদ্ধতি (জলরঙকে বারে বারে কাগজে দিয়ে এবং ধুয়ে পাকা রঙ করা) এবং চিনা ক্যালিগ্রাফি অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্পের স্বাক্ষর। ডান দিকে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা আর বাঁদিকে নন্দলাল বসু সহ তাঁর ছাত্রদের অলঙ্করণ করা ভারতের সংবিধানের প্রথম কপি। দেশীয় শিল্পের এক প্রবহমান ধারার সগৌরব উত্তরাধিকার যেন!
5 / 9
আরব্য রজনী। শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর।
6 / 9
সত্যজিৎ রায়ের আঁকা অবনীন্দ্রনাথ ঠাকুরের দুটি স্কেচ।
7 / 9
প্রিয় 'রবি কাকা'র স্কেচ ও জল রঙে আঁকা ছবি, শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর।
8 / 9
হরিণ ও বাঘ। দুটি আলাদা ছবি। জল রঙে আঁকা। বাঘ ঘাপটি মেরে এগিয়ে আসছে। হরিণের তুরীয় গতি। শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর।
9 / 9
নিজেকে নিজেই আঁকা। আত্মপ্রতিকৃতি। বামদিকেরটি আত্ম-মুখোশ বলাই ভাল। শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর।