AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এই ৪ মন্ত্র পড়লেই ঘুরে যাবে ভাগ্যের চাকা…

Mantra for Fortune: কথায় কথায় অনেকেই বলেন, ভাগ্যে যা আছে তা-ই হবে। তা ভালো হোক বা খারাপ। সত্যিই কি তাই? অনেকে মানতে চাইবেন না, কিন্তু ভাগ্যে বদল করা সম্ভব। শুনে অবাক লাগতে পারে। কিন্তু জ্যোতিষশাস্ত্রে এর উল্লেখ রয়েছে। কয়েকটি মন্ত্র জপ করলেই ভাগ্যের চাকা বদলে যেতে পারে। জেনে নিন সেগুলি কী কী।

| Updated on: May 11, 2025 | 2:24 PM
কথায় কথায় অনেকেই বলেন, ভাগ্যে যা রয়েছে তা-ই হবে। সেটি ভালো হোক বা খারাপ। কারও কারও মনে হয়, ভাগ্যে রয়েছে বলেই তার জীবনে খারাপ হচ্ছে। আবার কারও কারও মনে হয়, ভাগ্যে রয়েছে বলেই তার জীবনে ভালো হচ্ছে।  (Pic- Getty Images)

কথায় কথায় অনেকেই বলেন, ভাগ্যে যা রয়েছে তা-ই হবে। সেটি ভালো হোক বা খারাপ। কারও কারও মনে হয়, ভাগ্যে রয়েছে বলেই তার জীবনে খারাপ হচ্ছে। আবার কারও কারও মনে হয়, ভাগ্যে রয়েছে বলেই তার জীবনে ভালো হচ্ছে। (Pic- Getty Images)

1 / 9
সত্যি কি ভাগ্য বদলায় না? জ্যোতিষশাস্ত্র বলছে ভাগ্যে বদল হওয়া সম্ভব। বেশ কয়েকটি মন্ত্র নিয়মিত জপ করলে ভাগ্যে বদল আনা সম্ভব। আরও ভালো করে বললে, ভাগ্যের চাকা বদলাতে সাহায্য করে কয়েকটি মন্ত্র।  (Pic- Getty Images)

সত্যি কি ভাগ্য বদলায় না? জ্যোতিষশাস্ত্র বলছে ভাগ্যে বদল হওয়া সম্ভব। বেশ কয়েকটি মন্ত্র নিয়মিত জপ করলে ভাগ্যে বদল আনা সম্ভব। আরও ভালো করে বললে, ভাগ্যের চাকা বদলাতে সাহায্য করে কয়েকটি মন্ত্র। (Pic- Getty Images)

2 / 9
প্রতিদিন ১০৮ বার দুর্গা মন্ত্র জপ করলে ভাগ্যের চাকা করে। জেনে নিন দুর্গা মন্ত্র - "দেহি সৌভাগ্যম আরোগ্যম দেহি মে পরামম সুখাম কুপম দেহি জায়াম দেহি, যশো দেহি দ্বিষোজাহী।"  (Pic- Getty Images)

প্রতিদিন ১০৮ বার দুর্গা মন্ত্র জপ করলে ভাগ্যের চাকা করে। জেনে নিন দুর্গা মন্ত্র - "দেহি সৌভাগ্যম আরোগ্যম দেহি মে পরামম সুখাম কুপম দেহি জায়াম দেহি, যশো দেহি দ্বিষোজাহী।" (Pic- Getty Images)

3 / 9
দুর্গা মন্ত্র জপ করলে জীবনে যে সকল অশুভ শক্তি রয়েছে, তা শুভ শক্তিতে পরিণত হয়। দীর্ঘদিনের আটকে থাকে কাজ সম্পূর্ণ করতে এই মন্ত্র খুব কার্যকরী।  (Pic- Getty Images)

দুর্গা মন্ত্র জপ করলে জীবনে যে সকল অশুভ শক্তি রয়েছে, তা শুভ শক্তিতে পরিণত হয়। দীর্ঘদিনের আটকে থাকে কাজ সম্পূর্ণ করতে এই মন্ত্র খুব কার্যকরী। (Pic- Getty Images)

4 / 9
রোজ ১০৮ বার লক্ষ্মী মন্ত্র জপ করলেও ভাগ্য বদলে যায়। লক্ষ্মী মন্ত্র হল "ওম শ্রিম অখণ্ড সৌভাগ্য ধন সমৃদ্ধিয়াম দেহি দেহি নামাহ।" রোজ নিষ্ঠাভরে এই মন্ত্র জপ করলে ধন ও সম্পদ বাড়ে। সম্মান প্রাপ্তি হয়।  (Pic- Getty Images)

রোজ ১০৮ বার লক্ষ্মী মন্ত্র জপ করলেও ভাগ্য বদলে যায়। লক্ষ্মী মন্ত্র হল "ওম শ্রিম অখণ্ড সৌভাগ্য ধন সমৃদ্ধিয়াম দেহি দেহি নামাহ।" রোজ নিষ্ঠাভরে এই মন্ত্র জপ করলে ধন ও সম্পদ বাড়ে। সম্মান প্রাপ্তি হয়। (Pic- Getty Images)

5 / 9
কোনও ব্যক্তি পর পর ২১ দিন লক্ষ্মী মন্ত্র পাঠ করলে সুফল বেশি পান। সেই ব্যক্তির সাংসারিক জীবন সুখ এবং শান্তিতে ভরে ওঠে।   (Pic- Getty Images)

কোনও ব্যক্তি পর পর ২১ দিন লক্ষ্মী মন্ত্র পাঠ করলে সুফল বেশি পান। সেই ব্যক্তির সাংসারিক জীবন সুখ এবং শান্তিতে ভরে ওঠে। (Pic- Getty Images)

6 / 9
গণেশ মন্ত্র - "ওম সৌভাগ্য-বর্ধনাহাহ নমহঃ" রোজ ১০৮ বার পাঠ করলে কষ্টে দিন কাটানো ব্যক্তিরা উপকার পাবেন। জীবনের সব বাধা কেটে গিয়ে সাফল্য ধরা দেবে।  (Pic- Getty Images)

গণেশ মন্ত্র - "ওম সৌভাগ্য-বর্ধনাহাহ নমহঃ" রোজ ১০৮ বার পাঠ করলে কষ্টে দিন কাটানো ব্যক্তিরা উপকার পাবেন। জীবনের সব বাধা কেটে গিয়ে সাফল্য ধরা দেবে। (Pic- Getty Images)

7 / 9
রিদ্ধি সিদ্ধি মন্ত্র - "সাধক নাম জাপেহী লে লায়েই, হোহি সিদ্ধ আনিমাদিক পেয়ে।" যদি কারও দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে অশান্তি বা ব্যবসায় কোনও উন্নতি না হয়, ওই অবস্থা কাটাতে এই মন্ত্র অত্যন্ত উপকারী। এই মন্ত্রের ফলে জীবনে সুখ, শান্তি এবং অর্থলাভ হয়।  (Pic- Getty Images)

রিদ্ধি সিদ্ধি মন্ত্র - "সাধক নাম জাপেহী লে লায়েই, হোহি সিদ্ধ আনিমাদিক পেয়ে।" যদি কারও দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে অশান্তি বা ব্যবসায় কোনও উন্নতি না হয়, ওই অবস্থা কাটাতে এই মন্ত্র অত্যন্ত উপকারী। এই মন্ত্রের ফলে জীবনে সুখ, শান্তি এবং অর্থলাভ হয়। (Pic- Getty Images)

8 / 9
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।  (Pic- Getty Images)

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র। (Pic- Getty Images)

9 / 9
Follow Us: