গোয়ায় বর্ষবরণের পার্টিতে তাঁদের চুম্বনের ভিডিয়ো ভাইরাল হয়েছে ভীষণরকম। সকলেই অবাক হয়েছেন সেই ঘটনায়। সকলেই সারপ্রাইজ়ড।
সেই সঙ্গে ঘোষিত হয়েছে বি-টাউনের নয়া প্রেমিক-প্রেমিকা জুটি তামান্না ভাটিয়া এবং বিজয় ভর্মা।
সকলের মনে নানা কৌতূহল। কীভাবে কাছাকাছি এলেন এই দুই তারকা? জানা গিয়েছেন 'লাস্ট স্টোরিজ় ২'-এর সেটে আলাপ হয়েছে বিজয়-তামান্নার।
এই অ্য়ান্থোলজ়ি সিরিজ়ে অভিনয় করছেন তাঁরা। তারপর থেকেই নাকি তৈরি হয়েছে ঘনিষ্ঠতা।
শোনা যাচ্ছে, ক্লাউড নাইনে আছেন তামান্না এবং বিজয়। দু'জনেই দারুণ আনন্দে সময় কাটাচ্ছেন একে-অপরের সঙ্গে। তাঁদের মধ্যে নাকি প্রেম ঘনীভূত হয়েছে।
প্রায়ই একসঙ্গে সময় কাটাচ্ছেন তামান্না-বিজয়। তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে।