হুল্লোড় করতে ভালবাসতেন বাংলা বিনোদন জগতের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ২০ নভেম্বর মৃত্যু হয় তাঁর। চিরকালের মতো না-ফেরার দেশে চলে গিয়েছেন ঐন্দ্রিলা শর্মা। দু'বার ক্যান্সারকে জয় করেছিলেন। ১ নভেম্বর হঠাৎই স্ট্রোক হয়। তারপর ভেন্টিলেশন, বারংবার হার্ট অ্যাটাক এবং শেষমেশ মৃত্যু ঘটে। মাত্র ২৪ বছরের তরতাজা তরুণী ঐন্দ্রিলার অকালে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তার প্রিয়জনেরা।
গত বছরই নিউ ইয়ার পালন করেছিলেন ঐন্দ্রিলা। এবার তিনি নেই। আর কোনওদিনই নতুন বছর পালন করতে পারবেন না। ২০২২ সাল শেষ হচ্ছে আজ। তাঁকে সকলেই মিস করছেন।
গতবারের বছর শেষের কিছু মুহূর্ত শেয়ার করেছেন মৃতা অভিনেত্রীর প্রিয় বান্ধবী পারমিতা সেনগুপ্ত।
ক্যাপশনে পারমিতা লিখেছেন, "তোমাকে মিস করছি ঐন্দ্রিলা শর্মা। আর কোনওদিনও আগের মতো ৩১-এর পার্টি হবে না। "
পারমিতার পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন ঐন্দ্রিলার মা শিখা শর্মা। তিনি লিখেছেন, "পারমিতা, তোমাদের খুব ভালবাসত মিষ্টি (ঐন্দ্রিলার আদরের ডাক নাম)"।
শিখাদেবী আরও লিখেছেন, "মিষ্টি আমাদের ছেড়ে চলে যাবে স্বপ্নেও ভাবতে পারিনি"।