AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Subhashree Ganguly: ওয়েস্টার্ন ছেড়ে এবার সাদা থান আর পাকা চুলেই দেখা দিলেন এই স্টাইলিশ কন্যা, চিনতে পারছেন?

Fashion Tips: যে কোনও লুকে যে কোনও চরিত্রেই যে তিনি মানানসই তা তিনি বারবার প্রমাণ করে দিয়েছেন

| Edited By: | Updated on: Dec 10, 2022 | 8:20 AM
Share
শেষ কয়েক বছরে সবদিক থেকে নিজেকে যদি কেউ গ্রুম করে থাকেন তিনি হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একাধিক ভাল ভাল চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাীঁর অভিনয় আগের থেকে আরও অনেক বেশি ধারাল হয়েছে। পাশাপাশি সাংসারিক দায়িত্বও তাঁর বেড়েছে।

শেষ কয়েক বছরে সবদিক থেকে নিজেকে যদি কেউ গ্রুম করে থাকেন তিনি হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একাধিক ভাল ভাল চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাীঁর অভিনয় আগের থেকে আরও অনেক বেশি ধারাল হয়েছে। পাশাপাশি সাংসারিক দায়িত্বও তাঁর বেড়েছে।

1 / 6
গিন্নি হয়েছেন। মা হয়েছেন। সংসারের পুরো দায়িত্ব সামলানো, ছেলের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নিজেকেও প্রচুর সময় দেন। মা হওয়ার পর অতিরিক্ত যে ওজন তাঁর বেড়েছিল তাও তিনি ঝরিয়ে ফেলেছেন জিম আর কঠোর ডায়েট করে।

গিন্নি হয়েছেন। মা হয়েছেন। সংসারের পুরো দায়িত্ব সামলানো, ছেলের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নিজেকেও প্রচুর সময় দেন। মা হওয়ার পর অতিরিক্ত যে ওজন তাঁর বেড়েছিল তাও তিনি ঝরিয়ে ফেলেছেন জিম আর কঠোর ডায়েট করে।

2 / 6
 শরীরে এতটুকু মেদ নেই তাঁর। অথচ এই মেদবহুল চেহারার জন্য তাঁকে মাঝে ট্রোলও হতে হয়েছিল। ফ্যাশানিস্তা শুভশ্রী ইদানিং আরও বেশি ট্রেন্ডি হয়েছেন। প্রতি ফটোশ্যুটেই ধরা থাকে তাঁর ক্লাসি লুক। শুভশ্রীকে যে কোনও পোশাকেই দারুণ লাগে।

শরীরে এতটুকু মেদ নেই তাঁর। অথচ এই মেদবহুল চেহারার জন্য তাঁকে মাঝে ট্রোলও হতে হয়েছিল। ফ্যাশানিস্তা শুভশ্রী ইদানিং আরও বেশি ট্রেন্ডি হয়েছেন। প্রতি ফটোশ্যুটেই ধরা থাকে তাঁর ক্লাসি লুক। শুভশ্রীকে যে কোনও পোশাকেই দারুণ লাগে।

3 / 6
যেমন তাঁকে শাড়িতে ভাল লাগে তেমনই যে কোনও ওয়েস্টার্ন আউটফিটে। সম্প্রতি শুভশ্রী তাঁর ইনস্টাগ্রামে নতুন একটি ছবি শেয়ার করেছেন। আর এই ছবি দেখে চেনা যায় যে ইনিই সেই কন্যা। গাল ঝুলে গেছে, মুখের চামড়া কুঁচকানো। পরনে সাদা থান। সাদা চুল।

যেমন তাঁকে শাড়িতে ভাল লাগে তেমনই যে কোনও ওয়েস্টার্ন আউটফিটে। সম্প্রতি শুভশ্রী তাঁর ইনস্টাগ্রামে নতুন একটি ছবি শেয়ার করেছেন। আর এই ছবি দেখে চেনা যায় যে ইনিই সেই কন্যা। গাল ঝুলে গেছে, মুখের চামড়া কুঁচকানো। পরনে সাদা থান। সাদা চুল।

4 / 6
ঠিকই ধরেছেন। ইনিই আমাদের সবার প্রিয় অভিনেত্রী। কল্লোল লাহিড়ীর জনপ্রিয় উপন্যাস ইন্দুবালা ভাতের হোটেল অবলম্বনে ওয়েব সিরিজ বানাচ্ছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। এই সিরিজে ইন্দুবালার চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী। ৭২ বছরের এক বৃদ্ধার চরিত্রে অভিনয় করছেন তিনি। শুভশ্রীর এই লুকে চমকে গিয়েছেন সকলে।

ঠিকই ধরেছেন। ইনিই আমাদের সবার প্রিয় অভিনেত্রী। কল্লোল লাহিড়ীর জনপ্রিয় উপন্যাস ইন্দুবালা ভাতের হোটেল অবলম্বনে ওয়েব সিরিজ বানাচ্ছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। এই সিরিজে ইন্দুবালার চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী। ৭২ বছরের এক বৃদ্ধার চরিত্রে অভিনয় করছেন তিনি। শুভশ্রীর এই লুকে চমকে গিয়েছেন সকলে।

5 / 6
ছবি পোস্ট করতেই তাই কমেন্ট বক্স উপচে পড়েছে ভালবাসায়। ছবি দেখেই বোঝা যাচ্ছে তাঁর অভিনয়ও দুর্দান্ত হবে। শুভশ্রীর এই ছবিতে ইন্ডাস্ট্রির অধিকাংশই লিখেছেন আর অপেক্ষা করতে পারছি না। এছাড়াও শুভশ্রীর ফ্যানেরাও কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন ভালবাসায়।

ছবি পোস্ট করতেই তাই কমেন্ট বক্স উপচে পড়েছে ভালবাসায়। ছবি দেখেই বোঝা যাচ্ছে তাঁর অভিনয়ও দুর্দান্ত হবে। শুভশ্রীর এই ছবিতে ইন্ডাস্ট্রির অধিকাংশই লিখেছেন আর অপেক্ষা করতে পারছি না। এছাড়াও শুভশ্রীর ফ্যানেরাও কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন ভালবাসায়।

6 / 6