মুম্বইয়ের রাস্তায় অক্ষয় কুমারের ঘরণী প্রাক্তন অভিনেত্রী টুইঙ্কল খান্না। সঙ্গে ছিল মেয়ে নিতারাও।
মেয়েকে নিয়ে মুম্বইয়ের জয় রাইডে বেরিয়েছিলেন টুইঙ্কল। তবে নিজেদের বিলাশবহুল বাড়িতে নয়।
টুইঙ্কল এবং নিতারা ভাড়া করেছিলেন একটি অটোরিকশা। সেই রিকশায় করেই মুম্বই ঘুরলেন মা-মেয়ে।
তাঁদের রাস্তায় দেখে পথচলতি মানুষ তো অবাক। বিষয়টি উপভোগ করেছেন টুইঙ্কল-নিতারাও।
এদিকে তাঁদের দেখে ছুটে আসে পাপারাৎজ়ির দল। ভিডিয়ো পোস্ট করেছেন এক পাপারাৎজ়িই।
অক্ষয় কুমারকে বিয়ে করার পর অভিনয় থেকে সরে আসেন টুইঙ্কল। কোনওকালেই তিনি অভিনেত্রী হতে চাইতেন না। লেখাপড়াতেই ছিল তাঁর মন। তা নিয়েই ব্যস্ত অভিনেত্রী।