TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Nov 24, 2021 | 2:26 AM
সাজিদ খান। বছর দুয়েক আগেও যাকে নিয়ে উত্তাল ছিল বলি ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রির একাধিক নায়িকা-মডেল তাঁর বিরুদ্ধে তুলেছিলেন শ্লীলতাহানির অভিযোগ। র্যাচেল হোয়াইট থেকে শুরু অহনা কামরা– ইন্ডাস্ট্রির প্রায় দশ জন মডেল-অভিনেত্রী শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন সাজিদের নামে। কারা সরব হয়েছিলেন সাজিদের বিরুদ্ধে দেখে নেওয়া যাক...
র্যাচেল অভিযোগ করেছিলেন হামসকল ছবির জন্য সাজিদ তাঁকে স্ট্রিপ করতে বলেছিলেন। বলেছিলেন যদি অভিনেত্রী তাঁর যৌনতৃপ্তি দিতে পারেন তবে সাজিদ তাঁর ছবিতে র্যাচেলকে কাস্ট করবেন।
সাজিদ খানের একদা সহযোগী সালোনি চোপড়াও অভিযোগ করেছিলেন সাজিদ তাঁর প্রাইভেট এরিয়া স্পর্শ করতে চেয়েছিলেন। সাজিদের বিরুদ্ধে প্রথম মুখ খোলেন তিনিই।
এখানেই শেষ নয়, সাজিদের বিরুদ্ধে ওঠে নাবালিকে যৌন নির্যাতনের অভিযোগও। অভিনেত্রী মন্দনা করিমীও এক সাক্ষাৎকারে জানান, সিনেমায় কাজ দেওয়ার অজুহাতে মন্দনাকেও পোশাক খুলতে বলেছিলেন সাজিদ।
অভিনেত্রী অহনা কামরা অভিযোগ করেছিলেন কাজ দেওয়ার নাম করে তাঁর সঙ্গে অভব্যতা করেছিলেন সাজিদ। যৌন ইঙ্গিতপূর্ণ প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন তাঁর দিকে।
ভারতীয় মডেল পওলাও সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। পওলার অভিযোগ ছিল, সাজিদ তাঁকে পোশাক খুলতে জোরাজুরি করেন।