Bollywood Gossip: রেখা থেকে শান্তিপ্রিয়া… কম বয়সে স্বামীকে হারিয়েছেন এই ৫ নায়িকা, রইল ছবি
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Jul 14, 2023 | 4:08 PM
Bollywood Gossip: ভালবেসে বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু সেই বিয়ে সুখের হয়নি। না, বিচ্ছেদ নয়। বিয়ের কিছু দিনের মধ্যেই স্বামী মারা গিয়েছিলেন এই পাঁচ অভিনেত্রীর। কারা তাঁরা? কীভাবেই বা হয় এমনটা? রইল সেই তালিকা।
1 / 7
ভালবেসে বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু সেই বিয়ে সুখের হয়নি। না, বিচ্ছেদ নয়। বিয়ের কিছু দিনের মধ্যেই স্বামী মারা গিয়েছিলেন এই পাঁচ অভিনেত্রীর। কারা তাঁরা? কীভাবেই বা হয় এমনটা? রইল সেই তালিকা।
2 / 7
দিল্লির শিল্পপতি মুকেশ আগরওয়ালকে বিয়ে করেছিলেন রেখা। বিয়ের কিছু দিন পরেই তিনি আত্মহত্যা করেন। কেন মুকেশ নিজেকে শেষ করে দিয়েছিলেন, সে প্রশ্ন আজও রহস্যে ঘেরা।
3 / 7
শোনা যায় ১৯৭৩ সালে রেখা নাকি আবারও বিয়ে করেন বিনোদ মেহরাকে। কিন্তু তিনিও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
4 / 7
অভিনেত্রী ক্যায়কেশান পটেল বিয়ে করেছিলেন ব্যবসায়ী আরিফ পটেলকে। দুই ছেলে আরহান ও নুমাইরেকে নিয়ে ছিল তাঁদের সুখের সন্তান। কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। ২০১৮ সালে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় আরিফের।
5 / 7
সুনীল দত্তের ছবি 'মন কা মীত'-এর মধ্যে দিয়ে বলিউডে ডেবিউ হয় লীনা ছন্দাভারকারের। ১৯৭৫ সালে সিদ্ধার্থ বান্দোদকরের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু বিয়ের কিছু দিনের মধ্যেই তিনি মারা যান। এরপর লীনা ১৯৮০ সালে বিয়ে করেন কিশোর কুমারকে। যদিও সাত বছর বিয়ের পর প্রয়াত হন তিনিও। সে সময় লীনার বয়স ৩৭ বছর।
6 / 7
অক্ষয় কুমারের প্রথম হিরোইন ছিলেন শান্তিপ্রিয়া। অক্ষয় কুমার 'সৌগান্ধ'-এ দেখা গিয়েছিল তাঁকে অভিনেতা সিদ্ধার্থ রায়ের সঙ্গে ১৯৯৯ সালে বিয়ে হয় তাঁর। কিন্তু শান্তির যখন ৩৫ বছর তখন প্রয়াত হন স্বামী।
7 / 7
অভিনেত্রী বিজয়েতা পন্ডিত ভালবেসে বিয়ে করেছিলেন আদেশ শ্রীবাস্তবকে। তাঁদের দুই সন্তানও রয়েছে। কিন্তু ক্যানসারে প্রয়াত হন আদেশ। একা হাতে ছেলেদের মানুষ করেন বিজয়েতা।