Aloe Vera Gel: ত্বকের জেল্লা ফিরবে গ্যারান্টি, যদি অ্যালোভেরা জেলের সঙ্গে মেশান এই দুই উপাদান
TV9 Bangla Digital | Edited By: megha
Aug 09, 2022 | 6:56 PM
বলিরেখার সমস্যা কমাতে আপনি অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেলের মধ্যে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যা ত্বকের বলিরেখা রুখে দিতে পারে। অ্যালোভেরা জেল ত্বকের গভীর ঢুকে পুষ্টির জোগান দেয়।
1 / 6
বলিরেখার সমস্যা কমাতে আপনি অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেলের মধ্যে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যা ত্বকের বলিরেখা রুখে দিতে পারে। অ্যালোভেরা জেল ত্বকের গভীর ঢুকে পুষ্টির জোগান দেয়।
2 / 6
অ্যালোভেরা জেল সান বার্নের সমস্যা কমিয়ে দেয়। প্রতিদিন রোদে বেরিয়ে ত্বকে সান বার্নের সমস্যা দেখা দেয়। প্রতিদিন সামান্য পরিমাণে অ্যালোভেরা জেল ত্বকের উপর লাগালে সহজেই মিলিয়ে যেতে পারে রোদে পুড়ে যাওয়ার দাগ।
3 / 6
দূষণ, পিসিওএস, অনিয়মিত লাইফস্টাইল ও হরমোনের ভারসাম্যহীনতার জন্য এখন অনেকেই ব্রণর সমস্যায় ভুগে থাকেন। এই সমস্যাকে দূর করার জন্য আপনি ময়েশ্চারাইজার হিসেবে প্রতিদিন অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। এতে ধীরে ধীরে ব্রণর সমস্যা কমে যাবে।
4 / 6
তৈলাক্ত ত্বকের ব্যক্তিরা ময়েশ্চারাইজার ব্যবহার করতে চান না। কিন্তু ত্বক যেমনই হোক আর্দ্রতা বজায় রাখা জরুরি। এর জন্য কোনও ক্রিমের বদলে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।
5 / 6
অনেকেই হয়তো জানেন না যে, নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। অ্যালোভেরা জেলের মধ্যে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যা ত্বককে পুষ্টি জোগাতে সাহায্য করে। সেরা ফলাফল পেতে অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে নিন আরও দুটি উপাদান।
6 / 6
অ্যালোভেরা জেলে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন। অ্যালোভেরার পাতা কেটে নিয়ে এর থেকে জেলটা আলাদা করে রাখুন। এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে দিন। সামান্য পরিমাণ গোলাপ জলও মেশাতে পারেন। এবার এই মিশ্রণটি ব্যবহার করুন।