Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maha Shivaratri 2025: শিবলিঙ্গে জল ঢালার পর সঙ্গে সঙ্গে করুন এই কাজ, না হলে পুজোটাই হবে বৃথা!

Lord Shiva Blessings: শাস্ত্রমতে ভগবান শিবের উপাসনা করলে তাঁর সকল ভক্তদের সমস্ত দুঃখ এবং কষ্ট দূর হয়। মহাদেবের ভক্তদের জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। শিবভক্তরা প্রতিদিন মহাদেবের মাথায় জল ঢেলে পুজো করে থাকেন। যাঁরা প্রতিদিন শিবের আরাধনা করেন, তাঁদের অনেকেই হয়তো জানেন না যে শিবের মাথায় জল ঢালার পর একটি কাজ না করলে মহাদেবের পুজো অসম্পূর্ণ থাকে। সামনেই মহাশিবরাত্রি। তার আগে এ বিষয়ে জেনে নিন।

| Updated on: Feb 12, 2025 | 7:29 PM
যাঁরা প্রতিদিন মহাদেবের পুজো করেন, তাঁদের জীবনে সুখ, সমৃদ্ধি বজায় থাকে। শিবভক্তরা নিয়মিত প্রতিদিন মহাদেবের মাথায় জল ঢেলে পুজো করে থাকেন। (ছবি-গেটি ইমেজ)

যাঁরা প্রতিদিন মহাদেবের পুজো করেন, তাঁদের জীবনে সুখ, সমৃদ্ধি বজায় থাকে। শিবভক্তরা নিয়মিত প্রতিদিন মহাদেবের মাথায় জল ঢেলে পুজো করে থাকেন। (ছবি-গেটি ইমেজ)

1 / 8
যাঁরা প্রতিদিন শিবের আরাধনা করেন, তাঁদের মধ্যে অনেকেই হয়তো জানেন না যে শিবের মাথায় জল ঢালার পর একটি কাজ না করলে মহাদেবের পুজো অসম্পূর্ণ থাকে। সামনেই মহাশিবরাত্রি। তার আগে জেনে নিন শিবের মাথায় জল ঢালার পর কী করবেন। (ছবি-পিটিআই)

যাঁরা প্রতিদিন শিবের আরাধনা করেন, তাঁদের মধ্যে অনেকেই হয়তো জানেন না যে শিবের মাথায় জল ঢালার পর একটি কাজ না করলে মহাদেবের পুজো অসম্পূর্ণ থাকে। সামনেই মহাশিবরাত্রি। তার আগে জেনে নিন শিবের মাথায় জল ঢালার পর কী করবেন। (ছবি-পিটিআই)

2 / 8
মহাদেব অল্প নৈবেদ্যেই সন্তুষ্ট হন। ধুতুরা, দুধ, ভাঙ, মধু, আকন্দ ফুল দিলে মহাদেব তুষ্ট হন। রোজ শিবলিঙ্গে জল ঢালার পর অতি অবশ্যই হাততালি দেওয়া প্রয়োজন। শাস্ত্র বলছে, এমনটা করলে সন্তুষ্ট হন মহাদেব। (ছবি-গেটি ইমেজ)

মহাদেব অল্প নৈবেদ্যেই সন্তুষ্ট হন। ধুতুরা, দুধ, ভাঙ, মধু, আকন্দ ফুল দিলে মহাদেব তুষ্ট হন। রোজ শিবলিঙ্গে জল ঢালার পর অতি অবশ্যই হাততালি দেওয়া প্রয়োজন। শাস্ত্র বলছে, এমনটা করলে সন্তুষ্ট হন মহাদেব। (ছবি-গেটি ইমেজ)

3 / 8
প্রতিদিন শিবপুজো করেন যাঁরা, তাঁদের অনেকেই এই বিষয়টি জানেন না। ভগবান শিবের পুজোতে পঞ্চামৃত, বেলপত্র, ধুতুরা দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শিবলিঙ্গে জল ঢালার পর এবং পুজো করার সময় ভক্তদের হাততালি দিতে হয়। (ছবি-গেটি ইমেজ)

প্রতিদিন শিবপুজো করেন যাঁরা, তাঁদের অনেকেই এই বিষয়টি জানেন না। ভগবান শিবের পুজোতে পঞ্চামৃত, বেলপত্র, ধুতুরা দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শিবলিঙ্গে জল ঢালার পর এবং পুজো করার সময় ভক্তদের হাততালি দিতে হয়। (ছবি-গেটি ইমেজ)

4 / 8
শিবলিঙ্গে জল ঢালার পর কতবার হাততালি দেওয়া উচিত? ধর্মীয় বিশ্বাস অনুযায়া, তিন বার হাততালি দিলেই শিবের পুজো সম্পন্ন হয়। (ছবি-গেটি ইমেজ)

শিবলিঙ্গে জল ঢালার পর কতবার হাততালি দেওয়া উচিত? ধর্মীয় বিশ্বাস অনুযায়া, তিন বার হাততালি দিলেই শিবের পুজো সম্পন্ন হয়। (ছবি-গেটি ইমেজ)

5 / 8
ধর্মীয় শাস্ত্র অনুসারে, তিনবার হাততালি দেওয়ার পিছনে বেশ কয়েকটি বিশেষ কারণ রয়েছে। প্রথমবার হাততালি দেওয়ার অর্থ, মহাদেবকে তার উপস্থিতি জানানো। (ছবি-গেটি ইমেজ)

ধর্মীয় শাস্ত্র অনুসারে, তিনবার হাততালি দেওয়ার পিছনে বেশ কয়েকটি বিশেষ কারণ রয়েছে। প্রথমবার হাততালি দেওয়ার অর্থ, মহাদেবকে তার উপস্থিতি জানানো। (ছবি-গেটি ইমেজ)

6 / 8
 শিবলিঙ্গে জল ঢালার পর দ্বিতীয় বার হাততালি দেওয়ার অর্থ হল, মহাদেবের কাছে কিছু না চাইলেও যেন সেই ব্যক্তির বাড়িতে অর্থের ভাণ্ডার সবসময় পূর্ণ থাকে। (ছবি-গেটি ইমেজ)

শিবলিঙ্গে জল ঢালার পর দ্বিতীয় বার হাততালি দেওয়ার অর্থ হল, মহাদেবের কাছে কিছু না চাইলেও যেন সেই ব্যক্তির বাড়িতে অর্থের ভাণ্ডার সবসময় পূর্ণ থাকে। (ছবি-গেটি ইমেজ)

7 / 8
শিবপুজো শেষ করা এবং মহাদেবের মাথায় জল ঢালার পর তৃতীয় বার হাততালি দিলে মহাদেবকে তাঁর পায়ে স্থান দেওয়ার জন্য প্রার্থনা করা হয়। বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র। (ছবি-পিটিআই)

শিবপুজো শেষ করা এবং মহাদেবের মাথায় জল ঢালার পর তৃতীয় বার হাততালি দিলে মহাদেবকে তাঁর পায়ে স্থান দেওয়ার জন্য প্রার্থনা করা হয়। বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র। (ছবি-পিটিআই)

8 / 8
Follow Us: