গরমে দুমদাম ফাটছে AC, কতক্ষণ পরপর বন্ধ রাখা দরকার AC?

ঈপ্সা চ্যাটার্জী |

Jun 20, 2024 | 12:22 PM

Air Conditioner: একটানা এসি চালানোর বদলে প্রতি ৩ ঘণ্টা অন্তর ২০ থেকে ৩০ মিনিট এসি বন্ধ রাখতে হবে।

1 / 8
বর্ষাকালেও দেখা নেই বৃষ্টির। যা গরম পড়েছে, তাতে এক মুহূর্তও এসি ছাড়া থাকা দায়।

বর্ষাকালেও দেখা নেই বৃষ্টির। যা গরম পড়েছে, তাতে এক মুহূর্তও এসি ছাড়া থাকা দায়।

2 / 8
অনেক সময়ই এসি চালানোর সঙ্গে সঙ্গে মেশিনের ভিতর একটি অদ্ভুত আওয়াজ হয়। এটা উপেক্ষা করবেন না। এসি মেশিনের গ্যাস লিক হওয়ার লক্ষণ হতে পারে এটি

অনেক সময়ই এসি চালানোর সঙ্গে সঙ্গে মেশিনের ভিতর একটি অদ্ভুত আওয়াজ হয়। এটা উপেক্ষা করবেন না। এসি মেশিনের গ্যাস লিক হওয়ার লক্ষণ হতে পারে এটি

3 / 8
এসি-র গ্যাস লিক হলে এবং সচেতন না হলে বিস্ফোরণ ঘটতে পারে। এসি-র গ্যাস লিক হওয়ার লক্ষণগুলি জেনে নিলে বিপদ এড়ানো সম্ভব। এসি-র গ্যাস লিক হলে কীভাবে বুঝবেন জেনে নিন

এসি-র গ্যাস লিক হলে এবং সচেতন না হলে বিস্ফোরণ ঘটতে পারে। এসি-র গ্যাস লিক হওয়ার লক্ষণগুলি জেনে নিলে বিপদ এড়ানো সম্ভব। এসি-র গ্যাস লিক হলে কীভাবে বুঝবেন জেনে নিন

4 / 8
রেফ্রিজারেটরের মতোই এসি-র গ্যাসের গন্ধ খুব পচা। তাই এসি মেশিন চালানোর পরই পচা গন্ধ বেরোলে সেটা শনাক্ত করতে ভুল করবেন না। এসি-র গ্যাস লিক হওয়ার লক্ষণ এটি

রেফ্রিজারেটরের মতোই এসি-র গ্যাসের গন্ধ খুব পচা। তাই এসি মেশিন চালানোর পরই পচা গন্ধ বেরোলে সেটা শনাক্ত করতে ভুল করবেন না। এসি-র গ্যাস লিক হওয়ার লক্ষণ এটি

5 / 8
গরমের সঙ্গে পাল্লা দিয়ে এসি-র চাহিদা বাড়ছে। অধিকাংশ বাড়িতেই দিনের বেশিরভাগ সময় এসি চলতে থাকে। ফলে এসি-র সমস্যাও বাড়ছে। হামেশাই এসি বিস্ফোরণ, এসি মেশি থেকে দুর্গন্ধ বেরোনোর ঘটনা শোনা যাচ্ছে

গরমের সঙ্গে পাল্লা দিয়ে এসি-র চাহিদা বাড়ছে। অধিকাংশ বাড়িতেই দিনের বেশিরভাগ সময় এসি চলতে থাকে। ফলে এসি-র সমস্যাও বাড়ছে। হামেশাই এসি বিস্ফোরণ, এসি মেশি থেকে দুর্গন্ধ বেরোনোর ঘটনা শোনা যাচ্ছে

6 / 8
এসি-র গ্যাস লিক হলে ঘরও ঝটপট ঠান্ডা হয় না। তাই এসি মেশিন থেকে কোনও আওয়াজ বা দুর্গন্ধ না বেরোলেও ঘর ঠান্ডা না হওয়ার বিষয়টি উপেক্ষা করবেন না। এটা থেকেও বড় বিপদ হতে পারে

এসি-র গ্যাস লিক হলে ঘরও ঝটপট ঠান্ডা হয় না। তাই এসি মেশিন থেকে কোনও আওয়াজ বা দুর্গন্ধ না বেরোলেও ঘর ঠান্ডা না হওয়ার বিষয়টি উপেক্ষা করবেন না। এটা থেকেও বড় বিপদ হতে পারে

7 / 8
অনেকেই এসি মেশিনের সমস্যাগুলি সম্পর্কে সচেতন নন। তার ফলেই এসি বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। এসি-র গ্যাস লিক হতে শুরু করলে এবং সে বিষয়ে সচেতন না হলে বড় বিপদ হতে পারে

অনেকেই এসি মেশিনের সমস্যাগুলি সম্পর্কে সচেতন নন। তার ফলেই এসি বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। এসি-র গ্যাস লিক হতে শুরু করলে এবং সে বিষয়ে সচেতন না হলে বড় বিপদ হতে পারে

8 / 8
এতে এয়ার কন্ডিশনারে পাওয়ার সাপ্লাইয়ে টান পড়বে না। শর্ট সার্কিটের ঝুঁকি কমবে।

এতে এয়ার কন্ডিশনারে পাওয়ার সাপ্লাইয়ে টান পড়বে না। শর্ট সার্কিটের ঝুঁকি কমবে।

Next Photo Gallery