Telecom, JIO-AIRTEL: জিও পারেনি, এয়ারটেল করে দেখাল! পাকিস্তান বর্ডার লাগোয়া ভারতের গ্রামে মোবাইল পরিষেবা

Dec 21, 2024 | 9:29 PM

IND-PAK Border villages: বেসরকারি টেলিকম সংস্থাগুলির মধ্যে শীর্ষে রিলায়ান্স জিও। এরপরই রয়েছে ভারতীয় এয়ারটেল, ভোডাফোন আইডিয়া (VI) এর মতো সংস্থা। এই সংস্থাগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও ব্যাপক। সম্প্রতি অবশ্য তিন জায়ান্ট কোম্পানিই সমস্যায় পড়েছে। তাদের প্রচুর কাস্টমার বিএসএনএলে নম্বর পোর্ট করেছেন। এ বার অবশ্য অন্য ভাবে বাজিমাত করল এয়ারটেল।

1 / 8
বেসরকারি টেলিকম সংস্থাগুলির মধ্যে শীর্ষে রিলায়ান্স জিও। এরপরই রয়েছে ভারতীয় এয়ারটেল, ভোডাফোন আইডিয়া (VI) এর মতো সংস্থা। তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও ব্যাপক। ছবি : Getty Images

বেসরকারি টেলিকম সংস্থাগুলির মধ্যে শীর্ষে রিলায়ান্স জিও। এরপরই রয়েছে ভারতীয় এয়ারটেল, ভোডাফোন আইডিয়া (VI) এর মতো সংস্থা। তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও ব্যাপক। ছবি : Getty Images

2 / 8
সম্প্রতি অবশ্য তিন জায়ান্ট কোম্পানিই সমস্যায় পড়েছে। তাদের প্রচুর কাস্টমার বিএসএনএলে নম্বর পোর্ট করেছেন। এ বার অবশ্য অন্য ভাবে বাজিমাত করল এয়ারটেল। ছবি : Getty Images

সম্প্রতি অবশ্য তিন জায়ান্ট কোম্পানিই সমস্যায় পড়েছে। তাদের প্রচুর কাস্টমার বিএসএনএলে নম্বর পোর্ট করেছেন। এ বার অবশ্য অন্য ভাবে বাজিমাত করল এয়ারটেল। ছবি : Getty Images

3 / 8
জিও-যেটা এখনও করেনি, সেটাই দেখাল এয়ারটেল। ভারতীয় সেনার সঙ্গে সহযোগিতায় পাকিস্তান বর্ডার সংলগ্ন ভারতের গ্রামে মোবাইল পরিষেবা পৌঁছে দিয়েছে। 
ছবি : Getty Images

জিও-যেটা এখনও করেনি, সেটাই দেখাল এয়ারটেল। ভারতীয় সেনার সঙ্গে সহযোগিতায় পাকিস্তান বর্ডার সংলগ্ন ভারতের গ্রামে মোবাইল পরিষেবা পৌঁছে দিয়েছে। ছবি : Getty Images

4 / 8
সুনীল মিত্তলের সংস্থা এয়ারটেলের এই সাফল্যে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে মুকেশ অম্বানীর জিও। প্রতিযোগিতায় বেশ কিছুটা পিছিয়ে পড়েছে তারা। ছবি : Getty Images

সুনীল মিত্তলের সংস্থা এয়ারটেলের এই সাফল্যে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে মুকেশ অম্বানীর জিও। প্রতিযোগিতায় বেশ কিছুটা পিছিয়ে পড়েছে তারা। ছবি : Getty Images

5 / 8
প্রথম বেসকরকারি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা হিসেবে পাকিস্তান বর্ডার সংলগ্ন ভারতের বেশ কিছু গ্রামে মোবাইল পরিষেবা পৌঁছে দিয়েছে। ছবি : Getty Images

প্রথম বেসকরকারি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা হিসেবে পাকিস্তান বর্ডার সংলগ্ন ভারতের বেশ কিছু গ্রামে মোবাইল পরিষেবা পৌঁছে দিয়েছে। ছবি : Getty Images

6 / 8
ভারত-পাকিস্তান বর্ডার লাগোয়া কুপওয়াড়া, বারামুলা, বান্দিপোর এবং জম্মু কাশ্মীরের সাতটি গ্রাম মোবাইল পরিষেবা পৌঁছে দিল এয়ারটেল। ছবি : Getty Images

ভারত-পাকিস্তান বর্ডার লাগোয়া কুপওয়াড়া, বারামুলা, বান্দিপোর এবং জম্মু কাশ্মীরের সাতটি গ্রাম মোবাইল পরিষেবা পৌঁছে দিল এয়ারটেল। ছবি : Getty Images

7 / 8
এর ফলে কাচাল, বলবির, রাজদান পাস, টায়া টপ, উস্তাদ, কাঠি, চিমা গ্রামের মতো জায়গায় মোবাইল পরিষেবা পাবেন সেখানকার বাসিন্দারা।  ছবি : Getty Images

এর ফলে কাচাল, বলবির, রাজদান পাস, টায়া টপ, উস্তাদ, কাঠি, চিমা গ্রামের মতো জায়গায় মোবাইল পরিষেবা পাবেন সেখানকার বাসিন্দারা। ছবি : Getty Images

8 / 8
এই সমস্ত গ্রামে যাতে উন্নত পরিষেবা  দেওয়া যায় সে কারণে ১৫টি টাওয়ার বসিয়েছে এয়ারটেল। এসব এলাকায় ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য ভারতীয় সেনার সহযোগিতাও রয়েছে এয়ারটেলের। জিওর পরিষেবা এখনও অবধি শুধুমাত্র জম্মু ও কাশ্মীরের মধ্যেই সীমাবদ্ধ। ছবি : Getty Images

এই সমস্ত গ্রামে যাতে উন্নত পরিষেবা দেওয়া যায় সে কারণে ১৫টি টাওয়ার বসিয়েছে এয়ারটেল। এসব এলাকায় ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য ভারতীয় সেনার সহযোগিতাও রয়েছে এয়ারটেলের। জিওর পরিষেবা এখনও অবধি শুধুমাত্র জম্মু ও কাশ্মীরের মধ্যেই সীমাবদ্ধ। ছবি : Getty Images

Next Photo Gallery