Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Unseen Picture: বচ্চনবধূ একা নন, পৃথিবীতে অস্বিত্ব রয়েছে আরও পাঁচ ঐশ্বর্যর, দেখুন সেই ছবি

Bollywood Gossip: গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছেন একাধিক ঐশ্বর্য, ছবি দেখে অবাক হতে পারেন আপনিও...।

| Edited By: | Updated on: Jan 17, 2023 | 5:29 PM
কেরিয়ারে একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে কাঁর। তবে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে শোরগোল ফেলা তাঁর প্রেমকাহিনি বি-টাউনের অন্দরমহেল সর্বাধিক চর্চিত। তবে অনেকেই হয়তো জানেন না, তিনি বিয়ে করতে চেয়েছিলেন জুহি চাওলাকে।

কেরিয়ারে একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে কাঁর। তবে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে শোরগোল ফেলা তাঁর প্রেমকাহিনি বি-টাউনের অন্দরমহেল সর্বাধিক চর্চিত। তবে অনেকেই হয়তো জানেন না, তিনি বিয়ে করতে চেয়েছিলেন জুহি চাওলাকে।

1 / 6
স্নেহা উল্লাল- সলমন খানের হাত ধরে এই সেলেব বলিউডে পা রেখেছিলেন। যাঁকে দেখে ভক্তরাও অবাক হয়ে গিয়েছিলেন একটাই কারণে, তাঁর লুক। ঠিক যেন অবিকল ঐশ্বর্য। যদিও অভিনয় জগতে খুব বেশিদিন ঠাঁই হয়নি তাঁর।

স্নেহা উল্লাল- সলমন খানের হাত ধরে এই সেলেব বলিউডে পা রেখেছিলেন। যাঁকে দেখে ভক্তরাও অবাক হয়ে গিয়েছিলেন একটাই কারণে, তাঁর লুক। ঠিক যেন অবিকল ঐশ্বর্য। যদিও অভিনয় জগতে খুব বেশিদিন ঠাঁই হয়নি তাঁর।

2 / 6
মানসী নায়ক- ইনি হলেন মারাঠি অভিনেত্রী। যিনি প্রথম থেকেই চর্চিত তাঁর লুকের জন্য। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তাঁর প্রতিটা ছবি। যদিও তাঁর নাচের দক্ষতাকে কেন্দ্র করেও সোশ্যাল মিডিয়ায় ভক্তমনে চর্চা বর্তমান।

মানসী নায়ক- ইনি হলেন মারাঠি অভিনেত্রী। যিনি প্রথম থেকেই চর্চিত তাঁর লুকের জন্য। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তাঁর প্রতিটা ছবি। যদিও তাঁর নাচের দক্ষতাকে কেন্দ্র করেও সোশ্যাল মিডিয়ায় ভক্তমনে চর্চা বর্তমান।

3 / 6
মাহলাগা জাবেরি- ঐশ্বর্যের মতো দেখতে সেলেব কেবল ভারত-পাকিস্তানেই নেই। তাঁর বাইরেও একই লুকে ভাইরাল একাঠিক। ইনি ইরানের বাসিন্দা। তাঁর লুককে কেন্দ্র করে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। ভাইরাল হয় ছবি থেকে ভিডিয়ো।

মাহলাগা জাবেরি- ঐশ্বর্যের মতো দেখতে সেলেব কেবল ভারত-পাকিস্তানেই নেই। তাঁর বাইরেও একই লুকে ভাইরাল একাঠিক। ইনি ইরানের বাসিন্দা। তাঁর লুককে কেন্দ্র করে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। ভাইরাল হয় ছবি থেকে ভিডিয়ো।

4 / 6
আমনা ইমরান- পাকিস্তানের এই বিউটি ব্লগারের মূল ইউএসপি বা বিশেষত্বই হল তাঁর রূপ। বিশেষ করে তাঁর ফলোয়াররা তাঁকে পছন্দ করেন ঐশ্বর্যের মতো রূপের জন্যই। তিনি নিজেও ঐশ্বর্যের ভক্ত বলেও দাবি করেন।

আমনা ইমরান- পাকিস্তানের এই বিউটি ব্লগারের মূল ইউএসপি বা বিশেষত্বই হল তাঁর রূপ। বিশেষ করে তাঁর ফলোয়াররা তাঁকে পছন্দ করেন ঐশ্বর্যের মতো রূপের জন্যই। তিনি নিজেও ঐশ্বর্যের ভক্ত বলেও দাবি করেন।

5 / 6
আশিতা সিং- আশিকা সিং সাম্প্রতিক কালে ভাইরাল হয়েছেন তাঁর ঐশ্বর্যের মতো লুকের জন্য। অনেকেই তাঁকে ঐশ্বর্যের ডুপ্লিকেট বলেও দাবি করে থাকেন।

আশিতা সিং- আশিকা সিং সাম্প্রতিক কালে ভাইরাল হয়েছেন তাঁর ঐশ্বর্যের মতো লুকের জন্য। অনেকেই তাঁকে ঐশ্বর্যের ডুপ্লিকেট বলেও দাবি করে থাকেন।

6 / 6
Follow Us: