মা নীতাই নম্বর দিলেন না, আকাশ-অনন্ত যা পারলেন না, করে দেখালেন আদানির ছেলে

Ambani-Adani: বাণিজ্য জগতে আকাশ ও অনন্ত অম্বানী অনেকটাই পরিচিত মুখ হলেও, সম্প্রতি তাদের টপকে রেকর্ড গড়েছেন জিৎ আদানি। কীসে জানেন?

| Updated on: Jul 19, 2024 | 7:28 PM
দেশের সবথেকে ধনী ব্যক্তিই হোক বা সবথেকে বড় শিল্পপতি, প্রথমেই উঠে আসে দুটো নাম। মুকেশ অম্বানী ও গৌতম আদানি।

দেশের সবথেকে ধনী ব্যক্তিই হোক বা সবথেকে বড় শিল্পপতি, প্রথমেই উঠে আসে দুটো নাম। মুকেশ অম্বানী ও গৌতম আদানি।

1 / 9
 মুকেশ অম্বানী কয়েক বছর আগেই তাঁর তিন সন্তান-আকাশ, অনন্ত ও ইশা অম্বানীর মধ্যে রিলায়েন্স সংস্থার দায়িত্ব ভাগ করে দিয়েছেন।

মুকেশ অম্বানী কয়েক বছর আগেই তাঁর তিন সন্তান-আকাশ, অনন্ত ও ইশা অম্বানীর মধ্যে রিলায়েন্স সংস্থার দায়িত্ব ভাগ করে দিয়েছেন।

2 / 9
সম্প্রতি একই পথে হেঁটেছেন গৌতম আদানিও। তাঁর দুই ছেলে করণ ও জিৎ আদানির কাঁধে সংস্থার দায়িত্বভার বাড়িয়ে দিয়েছেন।

সম্প্রতি একই পথে হেঁটেছেন গৌতম আদানিও। তাঁর দুই ছেলে করণ ও জিৎ আদানির কাঁধে সংস্থার দায়িত্বভার বাড়িয়ে দিয়েছেন।

3 / 9
বাণিজ্য জগতে আকাশ ও অনন্ত অম্বানী অনেকটাই পরিচিত মুখ হলেও, সম্প্রতি তাদের টপকে রেকর্ড গড়েছেন জিৎ আদানি। কীসে জানেন?

বাণিজ্য জগতে আকাশ ও অনন্ত অম্বানী অনেকটাই পরিচিত মুখ হলেও, সম্প্রতি তাদের টপকে রেকর্ড গড়েছেন জিৎ আদানি। কীসে জানেন?

4 / 9
সম্প্রতি ইকোনমিক টাইমসের নেতৃত্বে ৪০ আন্ডার ৪০-র তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে বিভিন্ন ক্ষেত্রের সফল ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়েছে।  ৪০ বছরের কম বয়সীদের মধ্যে সফল ব্যবসায়ীদের তালিকাতেই রয়েছেন জিৎ আদানি।

সম্প্রতি ইকোনমিক টাইমসের নেতৃত্বে ৪০ আন্ডার ৪০-র তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে বিভিন্ন ক্ষেত্রের সফল ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়েছে। ৪০ বছরের কম বয়সীদের মধ্যে সফল ব্যবসায়ীদের তালিকাতেই রয়েছেন জিৎ আদানি।

5 / 9
সেই তালিকায় জায়গা পাননি অনন্ত বা আকাশ অম্বানী।

সেই তালিকায় জায়গা পাননি অনন্ত বা আকাশ অম্বানী।

6 / 9
অম্বানীর দুই পুত্র এই তালিকায় জায়গা না পেলেও, তাদের মানরক্ষা করেছেন পরিবারের আরেক সদস্য। আনন্দ পিরামল।

অম্বানীর দুই পুত্র এই তালিকায় জায়গা না পেলেও, তাদের মানরক্ষা করেছেন পরিবারের আরেক সদস্য। আনন্দ পিরামল।

7 / 9
অম্বানী পরিবারের জামাই, ইশা অম্বানীর স্বামী আনন্দ পিরামল সফল ব্যবসায়ীদের তালিকায় স্থান পেয়েছেন।

অম্বানী পরিবারের জামাই, ইশা অম্বানীর স্বামী আনন্দ পিরামল সফল ব্যবসায়ীদের তালিকায় স্থান পেয়েছেন।

8 / 9
সবথেকে মজাদার বিষয় হল, সফল ব্যবসায়ী বাছাইয়ের যে জুরি কমিটি, তার সদস্য ছিলেন খোদ নীতা অম্বানী।

সবথেকে মজাদার বিষয় হল, সফল ব্যবসায়ী বাছাইয়ের যে জুরি কমিটি, তার সদস্য ছিলেন খোদ নীতা অম্বানী।

9 / 9
Follow Us: