Shocking News: জল্পনায় হেরা ফেরি ৩, একের পর এক ফ্লপের পরও ১০০ কোটি পারিশ্রমিকের দাবি অক্ষয়ের?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 31, 2022 | 2:42 PM

Bollywood Gossip: চলতি বছরে একের পর এক ফ্লপ ছবি। মোট চারটি ছবি মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের। তার মধ্যে তিনটি ফ্লপের তকমা পায়, শেষ ছবি রাম সেতুও সেভাবে আয় করতে পারছে না...।

1 / 5
Shocking News: জল্পনায় হেরা ফেরি ৩, একের পর এক ফ্লপের পরও ১০০ কোটি পারিশ্রমিকের দাবি অক্ষয়ের?

2 / 5
প্রথম ছবির পরই মুক্তি পায় ফির হেরা ফেরি। হেরা ফেরি ছবিকেও ছাপিয়ে এই ছবির জনপ্রিয়তা সকলের নজর কাড়ে। ছবির পরতে-পরতে জড়িয়ে থাকা নানান মজার সংলাপ সকলের মন জয় করেছিল। ছবিও বক্স অফিসে এক কথায় হিট।

প্রথম ছবির পরই মুক্তি পায় ফির হেরা ফেরি। হেরা ফেরি ছবিকেও ছাপিয়ে এই ছবির জনপ্রিয়তা সকলের নজর কাড়ে। ছবির পরতে-পরতে জড়িয়ে থাকা নানান মজার সংলাপ সকলের মন জয় করেছিল। ছবিও বক্স অফিসে এক কথায় হিট।

3 / 5
তবে অপেক্ষা ক্রমেই বাড়ছিল, তবে আসবে হেরি ফেরি ছবির তৃতীয় সিক্যুয়েল। এবার সেই ছবির পালা। গত ২ বছর ধরেই জল্পনা ছিল তুঙ্গে। এবার সেই ছবির পারিশ্রমিকের প্রসঙ্গ সামনে আসতেই ভাইরাল অক্ষয় কুমার।

তবে অপেক্ষা ক্রমেই বাড়ছিল, তবে আসবে হেরি ফেরি ছবির তৃতীয় সিক্যুয়েল। এবার সেই ছবির পালা। গত ২ বছর ধরেই জল্পনা ছিল তুঙ্গে। এবার সেই ছবির পারিশ্রমিকের প্রসঙ্গ সামনে আসতেই ভাইরাল অক্ষয় কুমার।

4 / 5
Shocking News: জল্পনায় হেরা ফেরি ৩, একের পর এক ফ্লপের পরও ১০০ কোটি পারিশ্রমিকের দাবি অক্ষয়ের?

5 / 5
তবে এবার সামনে এল ফির হেরা ফেরি ছবির খবর, এই ছবির জন্য তিনি নাকি দাবি করেছেন ১০০ কোটি। এই খবর সামনে আসা মাত্রই ঝড়ের গতিতে তা ভাইরাল নেটপাড়ায়। কড়া সমালোচনার শিকারও হলেন তিনি।

তবে এবার সামনে এল ফির হেরা ফেরি ছবির খবর, এই ছবির জন্য তিনি নাকি দাবি করেছেন ১০০ কোটি। এই খবর সামনে আসা মাত্রই ঝড়ের গতিতে তা ভাইরাল নেটপাড়ায়। কড়া সমালোচনার শিকারও হলেন তিনি।

Next Photo Gallery