হাউসফুল ৩ ছবির গান প্রচারের সময়ই বিতর্কের মুখে পড়েছিলেন অক্ষয় কুমার। কারণ একটাই, এক ভক্তকে তাঁর বডিগার্ড ঠেলে সরিয়ে দিয়েছিলেন। এই খবর সমানে আসতেই শুরু হয়ে যায় গভীর সমালোচনা।
প্রসঙ্গ, ভক্তদের প্রতি এ কেমন ব্যবহার! তবে কোথাও গিয়ে যেন এর পেছনে থাকা অক্ষয়ের বডিগার্ড তৈরি রেখেছিলেন উত্তর। জানিয়েছিলেন এটাই তাঁদের কাজ।
দেখে দেখে রাখা, কোন ভক্ত ঠিক কী করছে। তা থেকে রক্ষা করাই হল মূল দায়িত্ব। সেই কারণেই তিনি সরিয়ে দিয়েছিলেন ভক্তকে। যদিও তা নিয়ে অভিজ্ঞতাও খুব একটা ভাল নয়।
নিজেই জানিয়েছিলেন অক্ষয় কুমার, একবার তিনি ভক্তদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন। হঠাৎই দেখেন হাত ভর্তি রক্ত। ঝর ঝর করে পড়ছে, বুঝতে পারলেন ঠিক কী ঘটেছে।
ভক্তের আঙুলের ফাঁকে ছিল ব্লেড, তাই নিয়ে হাত মিলিয়েছিল, অজান্তেই ভক্তের প্রতি হাত বাড়িয়ে ছিলেন তিনি। আর তার পরই রক্ত ঝরতে থাকে হাত থেকে।
তিনি জানান, বছর দুই-তিন আগের ঘটনা। এরপরই তিনি সাবধানে থাকেন, তাঁর কথায় অনেকেই আছেন, যাঁদের মনে এই ধরনের পাগলামো কাজ করে।