Bollywood Controversy: করণের শো নাকি ‘ভূতের রাজা’র আস্তানা! সারা, আলিয়া থেকে রণবীর… এ প্রমাণ পেয়েছেন সকলেই

Bollywood Controversy: কোন এক সম্মোহনী শক্তি পূরণ করে মনের সব অপূর্ণ ইচ্ছে। বিশ্বাস হচ্ছে না? আলিয়া ভাট থেকে সারা আলি খান...এ প্রমাণ পেয়েছেন সকলেই। নিজের চোখেই দেখে নিন...।

| Edited By: | Updated on: Jul 14, 2022 | 1:52 PM
তিন তালি দিতে হয় না। চকমকে আলোর সঙ্গে আসে না কোনও ভূতের রাজাও। 'কাছে আয় কাছে আয়' বলে ডাকেও না সে। তবে করণ জোহরের চ্যাট শো-এয়ে নাকি যাই বলা হয় তাই হয়ে যায়! যেন কোন এক সম্মোহনী শক্তি পূরণ করে মনের সব অপূর্ণ ইচ্ছে। বিশ্বাস হচ্ছে না? আলিয়া ভাট থেকে সারা আলি খান...এ প্রমাণ পেয়েছেন সকলেই। নিজের চোখেই দেখে নিন...।

তিন তালি দিতে হয় না। চকমকে আলোর সঙ্গে আসে না কোনও ভূতের রাজাও। 'কাছে আয় কাছে আয়' বলে ডাকেও না সে। তবে করণ জোহরের চ্যাট শো-এয়ে নাকি যাই বলা হয় তাই হয়ে যায়! যেন কোন এক সম্মোহনী শক্তি পূরণ করে মনের সব অপূর্ণ ইচ্ছে। বিশ্বাস হচ্ছে না? আলিয়া ভাট থেকে সারা আলি খান...এ প্রমাণ পেয়েছেন সকলেই। নিজের চোখেই দেখে নিন...।

1 / 7
কার্তিককে বেজায় পছন্দ এ কথা ওই শো-তেই নিজের মুখে স্বীকার করেছিলেন সারা আলি খান। আর এর পরেই কার্তিকের দিক দিয়েও মেলে সাড়া। প্রেম করতে শুরু করেন দুজনে। পরে যদিও সেই প্রেম স্থায়ী হয়নি।

কার্তিককে বেজায় পছন্দ এ কথা ওই শো-তেই নিজের মুখে স্বীকার করেছিলেন সারা আলি খান। আর এর পরেই কার্তিকের দিক দিয়েও মেলে সাড়া। প্রেম করতে শুরু করেন দুজনে। পরে যদিও সেই প্রেম স্থায়ী হয়নি।

2 / 7
আলিয়াও স্বীকার করে নিয়েছিল রণবীর কাপুরই তাঁর ক্রাশ। নিয়তি বোধহয় চুপিসারে শুনে ফেলেছিল আলিয়ার মনের গোপন ইচ্ছে। পাঁচ বছর চুটিয়ে প্রেমের পর আলিয়া-রণবীর পৌঁছে যান ছাদনাতলায়। আরও উদাহরণ রয়েছে।

আলিয়াও স্বীকার করে নিয়েছিল রণবীর কাপুরই তাঁর ক্রাশ। নিয়তি বোধহয় চুপিসারে শুনে ফেলেছিল আলিয়ার মনের গোপন ইচ্ছে। পাঁচ বছর চুটিয়ে প্রেমের পর আলিয়া-রণবীর পৌঁছে যান ছাদনাতলায়। আরও উদাহরণ রয়েছে।

3 / 7
ক্যাটরিনা কাইফ জানান, ভিকির সঙ্গে তাঁকে দেখতে ভাল লাগবে বলেই তিনি মনে করেন। তখনও কিন্তু ভিকি বা ক্যাটরিনার কোনও সম্পর্কই ছিল না। তারও কিছু বছর পর ২০২১-এ রাজস্থানের প্রাসাদে ভিকির গলাতেই মালা পরিয়ে দিয়েছিলেন এই ব্রিটিশ সুন্দরী।

ক্যাটরিনা কাইফ জানান, ভিকির সঙ্গে তাঁকে দেখতে ভাল লাগবে বলেই তিনি মনে করেন। তখনও কিন্তু ভিকি বা ক্যাটরিনার কোনও সম্পর্কই ছিল না। তারও কিছু বছর পর ২০২১-এ রাজস্থানের প্রাসাদে ভিকির গলাতেই মালা পরিয়ে দিয়েছিলেন এই ব্রিটিশ সুন্দরী।

4 / 7
অন্যদিকে রণবীর সিংও জানিয়েছিলেন মনের সুপ্ত বাসনার কথা। জানিয়েছিলেন দীপিকাকেই বিয়ে করতে বেজায় ইচ্ছে তাঁর। তাঁর ইচ্ছেও কিন্তু পূরণ হয়েছে।

অন্যদিকে রণবীর সিংও জানিয়েছিলেন মনের সুপ্ত বাসনার কথা। জানিয়েছিলেন দীপিকাকেই বিয়ে করতে বেজায় ইচ্ছে তাঁর। তাঁর ইচ্ছেও কিন্তু পূরণ হয়েছে।

5 / 7
করণের শো'য়ে সবচেয়ে ভাল ফল করেছে কে? এই উত্তর দিতে গিয়ে মালাইকা বেছে নিয়েছিলেন অর্জুন কাপুরের নাম। আর তার বেশ কিছুদিন পরেই নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছিলেন মালাইকা-অর্জুন জুটি।

করণের শো'য়ে সবচেয়ে ভাল ফল করেছে কে? এই উত্তর দিতে গিয়ে মালাইকা বেছে নিয়েছিলেন অর্জুন কাপুরের নাম। আর তার বেশ কিছুদিন পরেই নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছিলেন মালাইকা-অর্জুন জুটি।

6 / 7
সম্প্রতি সারা আলি খান জানিয়েছেন এই মুহূর্তে তাঁর পছন্দ দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোণ্ডা। আর বলামাত্রই হয়েছে মিরাকেল। দক্ষিণী অভিনেতাও সাড়া দিয়েছেন। 'ভূতের রাজা'র বরে বলিউড কি আবারও দেখতে চলেছে এক নতুন জুটিকে? সম্ভাবনা কিছুতেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না!

সম্প্রতি সারা আলি খান জানিয়েছেন এই মুহূর্তে তাঁর পছন্দ দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোণ্ডা। আর বলামাত্রই হয়েছে মিরাকেল। দক্ষিণী অভিনেতাও সাড়া দিয়েছেন। 'ভূতের রাজা'র বরে বলিউড কি আবারও দেখতে চলেছে এক নতুন জুটিকে? সম্ভাবনা কিছুতেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না!

7 / 7
Follow Us: