Alia-Ranbir Romance: রবিবার একান্তে রণবীরে মজে আলিয়া, সাদা-কালো ফ্রেমে দিলেন নিশ্চিন্ত আশ্রয়ের খোঁজ

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 18, 2022 | 5:28 PM

Bollywood Jodi: বর্তমানে রমরমিয়ে চলছে ব্রহ্মাস্ত্র ছবি, তারই সুখ্যাতিতে ভরছে নেট দুনিয়ার পাতা। তবে মাঝে মধ্যেই নানা প্রশ্নে মুখে পড়তে হচ্ছে আলিয়া ভাটকে।

1 / 6
রণবীর-আলিয়া- রণবীর কাপুর ও আলিয়া ভাটের বেডরুম সিক্রেট নিজেই ফাঁস করেছিলেন কাপুরসন। তাঁর কথায় আলিয়া এমনভাবে ঘুমোন যে একটা সময়ের পর বিছানার কোণে স্থান হয় রণবীর কাপুরের।

রণবীর-আলিয়া- রণবীর কাপুর ও আলিয়া ভাটের বেডরুম সিক্রেট নিজেই ফাঁস করেছিলেন কাপুরসন। তাঁর কথায় আলিয়া এমনভাবে ঘুমোন যে একটা সময়ের পর বিছানার কোণে স্থান হয় রণবীর কাপুরের।

2 / 6
এবার আরও একধাপ এগিয়ে গোপন তথ্য শেয়ার করলেন আলিয়া। সাফ জানিয়ে দিলেন, তিনি নিজের ছবির রিভিউ পড়া পছন্দ করেন না। কখনই খুলে দেখেন না যে রিভিউতে ঠিক কী কী লেখা থাকে।

এবার আরও একধাপ এগিয়ে গোপন তথ্য শেয়ার করলেন আলিয়া। সাফ জানিয়ে দিলেন, তিনি নিজের ছবির রিভিউ পড়া পছন্দ করেন না। কখনই খুলে দেখেন না যে রিভিউতে ঠিক কী কী লেখা থাকে।

3 / 6
তাঁর কথায় তিনি আগামী একটা বছর সমস্ত কাজ থেকে দূরে থাকতে চান। সন্তানের সঙ্গে সময় কাটাতে চান। তারপরই তিনি আবারও ফিরবেন সেটে। ফলে আলিয়া ভক্তদের বেশ মন খারাপ।

তাঁর কথায় তিনি আগামী একটা বছর সমস্ত কাজ থেকে দূরে থাকতে চান। সন্তানের সঙ্গে সময় কাটাতে চান। তারপরই তিনি আবারও ফিরবেন সেটে। ফলে আলিয়া ভক্তদের বেশ মন খারাপ।

4 / 6
রণবীর কাপুর- রণবীর ভক্তরা এতক্ষণে ভাবছিলেন, তালিকায় রণবীরের নাম কোথায়! তবে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন তিনি। পাঁচ নম্বর নামটি রয়েছে তাঁরই। সদ্য ব্রহ্মাস্ত্র ছবিতে অভিনয় করেন রণবীর।

রণবীর কাপুর- রণবীর ভক্তরা এতক্ষণে ভাবছিলেন, তালিকায় রণবীরের নাম কোথায়! তবে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন তিনি। পাঁচ নম্বর নামটি রয়েছে তাঁরই। সদ্য ব্রহ্মাস্ত্র ছবিতে অভিনয় করেন রণবীর।

5 / 6
সোশ্যাল মিডিয়ায় তাই রবিবার নিজেদের একান্তে তোলা ছবি শেয়ার করতেও ভুললেন না আলিয়া। সেখানেই ক্যাপরশনে লিখলেন হোম অর্থাৎ ঘর। পরিবার, এখন আলিয়া ও রণবীর দুজনের পরিবারের নতুন অতিথির অপেক্ষায়।

সোশ্যাল মিডিয়ায় তাই রবিবার নিজেদের একান্তে তোলা ছবি শেয়ার করতেও ভুললেন না আলিয়া। সেখানেই ক্যাপরশনে লিখলেন হোম অর্থাৎ ঘর। পরিবার, এখন আলিয়া ও রণবীর দুজনের পরিবারের নতুন অতিথির অপেক্ষায়।

6 / 6
অন্যদিকে রণবীর লিব্রান, ফলে তাঁর ক্ষেত্রেও সংখ্যা ৬ বেশ গুরুত্বপূর্ণ। সব দিক থেকে এটি এক দারুণ বিষয় ঘটল বলেই সঞ্জয় জুমানির মত। সন্তানের ভাগ্য সংখ্যা ৫, যা বুদ্ধির পরিচায় দেয়।

অন্যদিকে রণবীর লিব্রান, ফলে তাঁর ক্ষেত্রেও সংখ্যা ৬ বেশ গুরুত্বপূর্ণ। সব দিক থেকে এটি এক দারুণ বিষয় ঘটল বলেই সঞ্জয় জুমানির মত। সন্তানের ভাগ্য সংখ্যা ৫, যা বুদ্ধির পরিচায় দেয়।

Next Photo Gallery