Allyson Felix: ২০ বছরের বর্ণময় কেরিয়ারে ইতি, ট্র্যাক থেকে সরলেন অ্যালিসন ফেলিক্স

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 17, 2022 | 4:59 PM

দীর্ঘ ২০ বছরের লম্বা কেরিয়ার। তিনি যেমন দৌড়াতেন, তাঁর কেরিয়ারও ঠিক ততটাই লম্বা। দুই দশক ধরে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দাপট দেখিয়েছেন মার্কিন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের তারকা অ্যালিসন ফেলিক্স। অ্যাথলেটিক্সের ইতিহাসে চোখ রাখলে অন্যতম সফল ক্রীড়াবিদ হিসেবে যার নামটা আসবে, তিনি হলেন ফেলিক্স। বিশ্বমঞ্চে মোট ৩০টি পদক পেয়েছেন আমেরিকার ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানি। চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে শেষ পদক পেলেন ফেলিক্স। তবে কেরিয়ারের শেষ পদকটা সোনা হল না। ৪০০ মিটার মিক্সড রিলে ইভেন্টে ব্রোঞ্জ পেলেন অ্যালিসন।

1 / 5
তিনি যেমন দৌড়াতেন, তাঁর কেরিয়ারও ঠিক ততটাই লম্বা। কথা হচ্ছে মার্কিন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের তারকা অ্যালিসন ফেলিক্সকে (Allyson Felix) নিয়ে। দুই দশক ধরে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দাপট দেখিয়েছেন অ্যালিসন। (ছবি-টুইটার)

তিনি যেমন দৌড়াতেন, তাঁর কেরিয়ারও ঠিক ততটাই লম্বা। কথা হচ্ছে মার্কিন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের তারকা অ্যালিসন ফেলিক্সকে (Allyson Felix) নিয়ে। দুই দশক ধরে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দাপট দেখিয়েছেন অ্যালিসন। (ছবি-টুইটার)

2 / 5
দীর্ঘ ২০ বছরের বর্ণময় কেরিয়ারের পর, ট্র্যাক থেকে সরলেন ফেলিক্স। অ্যাথলেটিক্সের ইতিহাসে চোখ রাখলে অন্যতম সফল ক্রীড়াবিদ হিসেবে যার নামটা আসবে, তিনি হলেন ফেলিক্স। (ছবি-টুইটার)

দীর্ঘ ২০ বছরের বর্ণময় কেরিয়ারের পর, ট্র্যাক থেকে সরলেন ফেলিক্স। অ্যাথলেটিক্সের ইতিহাসে চোখ রাখলে অন্যতম সফল ক্রীড়াবিদ হিসেবে যার নামটা আসবে, তিনি হলেন ফেলিক্স। (ছবি-টুইটার)

3 / 5
 বিশ্বমঞ্চে মোট ৩০টি পদক পেয়েছেন আমেরিকার ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানি। যার মধ্যে রয়েছে ১১টি অলিম্পিকের পদক। এবং ১৯টি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাওয়া পদক। (ছবি-টুইটার)

বিশ্বমঞ্চে মোট ৩০টি পদক পেয়েছেন আমেরিকার ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানি। যার মধ্যে রয়েছে ১১টি অলিম্পিকের পদক। এবং ১৯টি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাওয়া পদক। (ছবি-টুইটার)

4 / 5
২০০৩ সাল থেকে ২০১৩ সাল অবধি ফেলিক্স ২০০ মিটারে দৌড়েছেন। এরপর তিনি অংশ নেওয়া শুরু করেন ৪০০ মিটারের রেসে। দীর্ঘ ২০ বছরের কেরিয়ারে ফেলিক্স পেয়েছেন একাধিক সাফল্য। (ছবি-টুইটার)

২০০৩ সাল থেকে ২০১৩ সাল অবধি ফেলিক্স ২০০ মিটারে দৌড়েছেন। এরপর তিনি অংশ নেওয়া শুরু করেন ৪০০ মিটারের রেসে। দীর্ঘ ২০ বছরের কেরিয়ারে ফেলিক্স পেয়েছেন একাধিক সাফল্য। (ছবি-টুইটার)

5 / 5
তবে কেরিয়ারের শেষ পদকটা সোনা জুটল না ফেলিক্সের ভাগ্যে। চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে শেষ পদক পেলেন ফেলিক্স। ৪০০ মিটার মিক্সড রিলে ইভেন্টে ব্রোঞ্জ পেলেন তিনি।  (ছবি-টুইটার)

তবে কেরিয়ারের শেষ পদকটা সোনা জুটল না ফেলিক্সের ভাগ্যে। চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে শেষ পদক পেলেন ফেলিক্স। ৪০০ মিটার মিক্সড রিলে ইভেন্টে ব্রোঞ্জ পেলেন তিনি। (ছবি-টুইটার)

Next Photo Gallery