Bangla NewsPhoto gallery Allyson Felix ends track career with bronze at World Athletics Championships
Allyson Felix: ২০ বছরের বর্ণময় কেরিয়ারে ইতি, ট্র্যাক থেকে সরলেন অ্যালিসন ফেলিক্স
দীর্ঘ ২০ বছরের লম্বা কেরিয়ার। তিনি যেমন দৌড়াতেন, তাঁর কেরিয়ারও ঠিক ততটাই লম্বা। দুই দশক ধরে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দাপট দেখিয়েছেন মার্কিন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের তারকা অ্যালিসন ফেলিক্স। অ্যাথলেটিক্সের ইতিহাসে চোখ রাখলে অন্যতম সফল ক্রীড়াবিদ হিসেবে যার নামটা আসবে, তিনি হলেন ফেলিক্স। বিশ্বমঞ্চে মোট ৩০টি পদক পেয়েছেন আমেরিকার ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানি। চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে শেষ পদক পেলেন ফেলিক্স। তবে কেরিয়ারের শেষ পদকটা সোনা হল না। ৪০০ মিটার মিক্সড রিলে ইভেন্টে ব্রোঞ্জ পেলেন অ্যালিসন।