নিয়মিত অ্যালো ভেরা মাখছেন কিংবা খাচ্ছেন, শরীরের কী কী ক্ষতি করছেন জানেন?
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Sep 07, 2021 | 11:58 PM
ত্বকের জন্য অ্যালো ভেরা ভাল। ওজন কমাতে সহায়ক। ডায়াবিটিজের রোগীদের জন্য উপকারী। কিন্তু অ্যালো ভেরার কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও আছে। সেগুলি কী কী জেনে নিন। সতর্ক হয়ে যান।
1 / 7
বিশেষজ্ঞরা বলছেন, কিছু ক্ষেত্রে অ্যালো ভেরা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। প্রাকৃতিক ভাবে অ্যালো ভেরা ব্যবহার করাই বাঞ্ছনীয়। শুধু অ্যালো ভেরাই নয়, আমলা, নিমও ওষুধের মতোই ব্যবহার করা উচিত। অতিরিক্ত ব্যবহার করলে ক্ষতি হতে পারে।
2 / 7
অতিরিক্ত মাত্রায় অ্যালো ভেরা খেলে ক্ষতি হতে পারে। পেটের যন্ত্রণা হতে পারে।
3 / 7
শুধু তাই নয় হার্টের সমস্যা, ডায়ারিয়া, কিডনির সমস্যা, প্রস্রাবে রক্ত, শরীরে পটাশিয়ামের মাত্রা কমে যাওয়া ও পেশির সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত অ্যালো ভেরা ব্যবহারে কিডনির কার্যকারিতা একেবারে বন্ধ হয়ে যেতে পারে।
4 / 7
কিছু জায়গায় পরীক্ষা করে দেখা গিয়েছে অ্যালো ভেরার মাত্রাতিরিক্ত ব্যবহারে লিভারের সমস্যাও দেখা দিয়েছে কিছু ব্যক্তির শরীরে।
5 / 7
মনে রাখবেন, গর্ভবতী মহিলা ও স্তন্যপান করাচ্ছেন এমন মায়েদের অ্যালো ভেরা না খাওয়াই ভাল। সন্তান গর্ভেই নষ্ট হয়ে যেতে পারে কিংবা ছোট বাচ্চার চূড়ান্ত শারীরিক ক্ষতি হতে পারে।
6 / 7
১২ বছর কম বয়সি শিশুদের অ্যালো ভেরা থেকে দূরে রাখুন। না হলে তাদের পেট ব্যথা, ডায়ারিয়ার সমস্যা শুরু হতে পারে।
7 / 7
যাঁদের কোলাইটিস আছে অ্যালো ভেরা খাবেন না। পরিস্থিতি আরও খারাপ হতে পারে।