Amalaki Ekadashi 2024: এই একাদশীর দিন আমলার প্রতিকারে দাম্পত্য জীবনে আসবে সুখের বন্যা, হবে অর্থযোগও
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Mar 15, 2024 | 1:47 PM
Hindu Rules: কথিত আছে, আমলা কোনও সাধারণ ফল নয়, ভগবান ব্রহ্মার অশ্রু থেকে সৃষ্টি হয়েছিল এই আশ্চর্য ফল। শাস্ত্র অনুসারে তো বটেই, আয়ুর্বেদশাস্ত্রেও রয়েছে আমলা বা আমলকীর গুরুত্ব। আমলকী একাদশী উপলক্ষে বেশ কিছু প্রতিকার মেনে চললে সন্তানের সুখ, সন্তানের মঙ্গলকামনা, বিবাহের সমস্যা ও বৈবাহিক জীবনে সুখের বন্যা বইতে পারে।
1 / 8
হিন্দু ধর্মে তিথি মেনে একাদশী ও পূর্ণিমা-অমাবস্যা মেনে চলার রীতি রয়েছে। ক্যালেন্ডার অনুসারে, আগামী ২০ মার্চ পালিত হবে আমলকী একাদশীর উপবাস ও ব্রত। আমলকী একাদশীর দিন উপবাস পালন করার পাশাপাশি আমলা গাছ ও বিষ্ণুর পুজো করা উচিত। এছাড়া এদিন উপবাস রাখলেও আমলা খাওয়ারও প্রথা রয়েছে।
2 / 8
কথিত আছে, আমলা কোনও সাধারণ ফল নয়, ভগবান ব্রহ্মার অশ্রু থেকে সৃষ্টি হয়েছিল এই আশ্চর্য ফল। শাস্ত্র অনুসারে তো বটেই, আয়ুর্বেদশাস্ত্রেও রয়েছে আমলা বা আমলকীর গুরুত্ব। এদিন সন্তানের । আমলকী একাদশী উপলক্ষে বেশ কিছু প্রতিকার মেনে চললে সন্তানের সুখ, সন্তানের মঙ্গলকামনা, বিবাহের সমস্যা ও বৈবাহিক জীবনে সুখের বন্যা বইতে পারে।
3 / 8
আমলকী একাদশীর দিন ব্রত ও উপবাস রেখে ভগবান বিষ্ণুর আরাধনা করুন। ভোগ হিসেবে ওইদিন আমলা নিবেদন করুন। ভগবান বিষ্ণুর কৃপায় বিবাহের যোগ দ্রুত ঘটতে পারে, তেমনি পছন্দের জীবনসঙ্গী পাওয়ার ইচ্ছাও পূরণ হতে পারে।
4 / 8
বিয়ের বহু বছর পরেও যদি সন্তান সুখ না পেয়ে থাকেন, তাহলে আমলকী একাদশীর দিন ব্রত ও উপবাস রাখা জরুরি। এদিন বিষ্ণুদেব ও দেবী লক্ষ্মীর পুজো করে মিষ্টি আমলা নিবেদন করুন। এরপর ৫ বা ১১টি শিশুকে আমলার মুরোব্বা বা আমলা দিয়ে তৈরি মিষ্টি খাবার প্রসাদ হিসেবে বিলি করতে পারে। শ্রী হরির কৃপায় সন্তানের সুখ পেতে পারেন আপনি।
5 / 8
যদি জীবনের একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যান, তাহলে সেই আচার অনুসারে, আমলকী একাদশীর উপবাস পালন করা উচিত। বিষ্ণুপুজোর পর আমলা গাছে জল দিতে পারেন। নারায়ণের আশীর্বাদ সর্বদা বজায় থাকবে ও সাফল্যের সঙ্গে কাজ সম্পন্ন হবে।
6 / 8
দাম্পত্য জীবনে সুখের জন্য স্বামী-স্ত্রীর একসঙ্গে আমলকী একাদশীর উপবাস পালন করা উচিত। আমলা গাছের নিচে বসে বিষ্ণুদেব ও লক্ষ্মীদেবীকে আমলা ভোগ হিসেবে নিবেদন করা উচিত। তাতে জীবন হবে সুখের।
7 / 8
আমলকী একাদশীতে, বিষ্ণুদেবের পুজো করা হলে আমলা নিবেদন করা জরুরি। এরপরে, আসনে বসে ওম দামোদরায় নমঃ মন্ত্র জপ করা উচিত। এই একাদশীর দিন উপবাসের পুণ্য প্রভাব আপনার উপর বজায় থাকবে। পেতে পারেন মোটা মাইনের চাকরিও।
8 / 8
আমলকী একাদশী উপলক্ষে, ভগবান বিষ্ণুর মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ জপ করুন। এই মন্ত্র জপ করলে সকল প্রকার মনস্কামনা পূর্ণ হয়। বিষ্ণুদেবের এই মন্ত্রটি অত্যন্ত কার্যকরী ও অলৌকিক।