Ananya Panday Fashion: অনন্যা পাণ্ডেকে সম্প্রতি লাল পোশাকে দেখা গেল, এক নজরে তাঁর সেই পোশাকের কিছু ছবি দেখে নিন…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Feb 09, 2022 | 1:51 PM

সদ্য মুক্তি পেতে চলেছে অনন্যা পাণ্ডের ছবি 'গেহরাইয়া'। তার আগেই বেশ জমিয়ে প্রচার পর্ব চলেছে চারিদিকে। সম্প্রতি লাল রঙের ক্রপটপে দেখা গেল অনন্যা পাণ্ডেকে। দেখে নিন কিছু ছবি...

1 / 5
ভ্যালেন্টান্স ডের প্রাক্কালে লাল রঙের পোশাকে নিজেকে সাজিয়ে তুললেন অনন্যা পাণ্ডে।

ভ্যালেন্টান্স ডের প্রাক্কালে লাল রঙের পোশাকে নিজেকে সাজিয়ে তুললেন অনন্যা পাণ্ডে।

2 / 5
লাল রঙের ক্রপটপ পরা চাঙ্কি পাণ্ডে কন্যার এই ছবি ইন্টারনেটে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।

লাল রঙের ক্রপটপ পরা চাঙ্কি পাণ্ডে কন্যার এই ছবি ইন্টারনেটে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।

3 / 5
এর আগেও লাল পোশাকে অনন্যা পাণ্ডের বিভিন্ন ছবি ভাইরাল হয়েছিল নিমেষের মধ্যেই।

এর আগেও লাল পোশাকে অনন্যা পাণ্ডের বিভিন্ন ছবি ভাইরাল হয়েছিল নিমেষের মধ্যেই।

4 / 5
লাল পোশাকে সত্যিই দারুণ আকর্ষণীয় দেখায় তাঁকে।

লাল পোশাকে সত্যিই দারুণ আকর্ষণীয় দেখায় তাঁকে।

5 / 5
ঘ্ররয়া মেজাজেও মাঝে মাঝে তাঁকে লাল রঙের পোশাক পরে থাকতে দেখা গিয়েছে।

ঘ্ররয়া মেজাজেও মাঝে মাঝে তাঁকে লাল রঙের পোশাক পরে থাকতে দেখা গিয়েছে।

Next Photo Gallery